ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান

 

চাকরি বাজারেরসাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান নিয়ে আলোচনা করলাম। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।

 

 ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান 

 

  জাতীয় উদ্যান কি

  • ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বলতে কী বোঝায়, যে বিশেষ জীব বৈচিত্র্য সমৃদ্ধ বনভূমি অঞ্চলটি পশু শিকার, বৃক্ষ ছেদন, পশুচারণ এবং অন্যান্য অসামাজিক ক্রিয়া-কলাপ থেকে কঠোরভাবে আইনের অধীনে সুরক্ষিত। বিশেষ আইনের মাধ্যমে এই সমস্ত অঞ্চল কটি জাতীয় উদ্যান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৯৭২ সালের  বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মাধ্যমে এই অঞ্চল গুলি আইনের আওতায় আনা হয়। জাতীয় উদ্যান গুলি অন্যান্য অঞ্চলের তুলনায় আরো কঠোরভাবে সুরক্ষিত।
  • ভারতে বর্তমানে মোট ১০৫ টি জাতীয় উদ্যান রয়েছে। এই জাতীয় উদ্যান গুলির মধ্যে আয়তনে সর্ববৃহৎ জাতীয় উদ্যান হল হেমিস জাতীয় উদ্যান (১৯৮১), যেটি জম্মু-কাশ্মীরে অবস্থিত  এবং আয়তনে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান টি হল দক্ষিণ বাটন দ্বীপ জাতীয় উদ্যান (১৯৮৭), যেটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত।

 

 বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে।  এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের , গ্রুপ ডি  , ইউপিএসসি, রেল প্রভৃতি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। ১. রণথম্বোর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে রাজস্থান২. সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে কেরালা৩. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন প্রাণীর জন্য বিখ্যাত? উত্তর হবে একশৃঙ্গ গন্ডার

জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান

 

জাতীয় উদ্যান ও প্রতিষ্ঠিত সাল

উল্লেখযোগ্য প্রাণী

 

অরুণাচল প্রদেশ

  • মাউলিং জাতীয় উদ্যান (১৯৮৬)
চিতাবাঘ
  • নামধাপা জাতীয় উদ্যান (১৯৮৩)
বরফ চিতা, হাতি, বাঘ

  আসাম

  • কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (১৯৭৪)
একশৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ
  • মানস জাতীয় উদ্যান (১৯৯০)
হাতি, বাঘ, চিতা
  • রাজীব গান্ধী ওরং জাতীয় উদ্যান (১৯৯৯)
গন্ডার

অন্ধ্রপ্রদেশ

  • পাপিকোন্ডা জাতীয় উদ্যান (২০০৮)
চিতা
  • শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান (১৯৮৯)
চিতা, বন্য কুকুর

 

ভারতে বসবাসকারী উল্লেখযোগ্য উপজাতি গোষ্ঠীদের নাম – 

 

হিমাচল প্রদেশ

  • পিন ভ্যালি জাতীয় উদ্যান (১৯৮৭)
বরফ চিতা
  • গ্রেট হিমালয় জাতীয় উদ্যান (১৯৮৪)
ওয়েস্টার্ন ট্রাগোপন

উত্তরাখণ্ড

  • জিম করবেট জাতীয় উদ্যান (১৯৩৬)
বাঘ
  • নন্দা দেবী জাতীয় উদ্যান  (১৯৮২)
বরফ চিতা
  • রাজাজি জাতীয় উদ্যান (১৯৮৩)
এশিয়ান হাতি, বাঘ
  • গঙ্গোত্রী জাতীয় উদ্যান (১৯৮৯)
হিমালয়ান বারবেট, আইবেক্স

জম্মু ও কাশ্মীর

  • হেমিস ন্যাশনাল পার্ক (১৯৮১)
বরফ চিতা
  • সেলিম আলী জাতীয় উদ্যান (১৯৯২)
হিমালয়ের কালো ভাল্লুক, চিতাবাঘ

রাজস্থান

  • রণথম্বোর জাতীয় উদ্যান (১৯৮০)
বাঘ
  • কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান (১৯৮১)
পাখি
  • সরিস্কা জাতীয় উদ্যান (১৯৮২)
বাঘ
  • মরুভূমি জাতীয় উদ্যান (১৯৯২)
ব্ল্যাকবাক

  মধ্যপ্রদেশ

  • বান্ধবগড় জাতীয় উদ্যান (১৯৬৮)  
বাঘ
  • ম্যান্ডলা প্ল্যান্ট ফসিলস জাতীয় উদ্যান (১৯৮৩)  
ফসিল
  • কানহা জাতীয় উদ্যান (১৯৫৫)  
বাঘ
  • পান্না জাতীয় উদ্যান (১৯৮১) 
বাঘ
  • পেঞ্চ জাতীয় উদ্যান (১৯৭৫) 
বাঘ
  • সঞ্জয় জাতীয় উদ্যান (১৯৮১)  
বাঘ,  চিতা,  হায়না 
  • সাতপুরা জাতীয় উদ্যান (১৯৮১)  
বাঘ, ব্ল্যাকবাক

গুজরাট

  • গির জাতীয় উদ্যান (১৯৭৫)  
এশিয়ান সিংহ
  • মেরিন জাতীয় উদ্যান (১৯৮২)  
কোরাল, ডলফিন
  • ভেলভাদার জাতীয় উদ্যান (১৯৭৬)  
ব্ল্যাকবাক

মহারাষ্ট্র

  • গুগামাল জাতীয় উদ্যান (১৯৭৫)  
ভারতীয় চিতাবাঘ, অলস ভাল্লুক
  • সঞ্জয় গান্ধী (বোরিভালি) জাতীয় উদ্যান (১৯৮৩)   
চিতা 
  • নাভগাঁও জাতীয় উদ্যান (১৯৭৫)    
চিতা, হায়না
  • তাদোবা জাতীয় উদ্যান (১৯৫৫)  
বাঘ 
  • পেঞ্চ জাতীয় উদ্যান (১৯৭৫) 
নীলগাই, বুনো শুয়োর

তামিলনাড়ু

  • ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান (১৯৮৯)   
হাতি 
  • মান্নার মেরিন জাতীয় উদ্যান (১৯৮০)  
সামুদ্রিক প্রাণী
  • গুইন্ডি জাতীয় উদ্যান (১৯৭৬)  
ব্ল্যাকবাক

পশ্চিমবঙ্গ

  • সুন্দরবন জাতীয় উদ্যান (১৯৮৪)  
রয়েল বেঙ্গল টাইগার
  • নেওরা ভ্যালি জাতীয় উদ্যান (১৯৮৬)  
রেড পান্ডা
  • সিঙ্গালিলা জাতীয় উদ্যান (১৯৮৬)  
রেড পান্ডা
  • বক্সা জাতীয় উদ্যান (১৯৯২)  
বাঘ

কর্ণাটক

  • বান্দিপুর জাতীয় উদ্যান (১৯৭৪)   
বাঘ
  • ব্যানারঘাট্টা জাতীয় উদ্যান (১৯৭৪)  
বাঘ 
  • নগরহোল (রাজীব গান্ধী) জাতীয় উদ্যান (১৯৮৮)  
বাঘ
  • কুদ্রেমুখ জাতীয় উদ্যান (১৯৮৭) 
বাঘ 

কেরালা

  • পেরিয়ার জাতীয় উদ্যান (১৯৮২)  
বাঘ, হাতি 
  • সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান (১৯৮৪)   
বাঘ, চিতা, বন্য কুকুর
  • ইরভিকুলাম জাতীয় উদ্যান (১৯৭৮) 
নীলগিরি তাহর
  • আনামুদি শোলা জাতীয় উদ্যান (২০০৩) 
দাগযুক্ত হরিণ, গৌড়

ওড়িশা

  • ভিতরকনিকা জাতীয় উদ্যান (১৯৮৮)  
কুমির
  • সিমলিপাল জাতীয় উদ্যান (১৯৮০) 
বাঘ, হাতি

ছত্রিশগড়

  • কাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যান (১৯৮২)  
বাঘ
  • ইন্দ্রবতী জাতীয় উদ্যান (১৯৮২)  
বাঘ, হায়না, বাইসন
  • গুরু ঘাসি দাস জাতীয় উদ্যান (১৯৮১) 
বাঘ

উত্তর প্রদেশ

  • দুধওয়া জাতীয় উদ্যান (১৯৭৭) 
বাঘ

বিহার

  • ভালমিকি জাতীয় উদ্যান (১৯৮৯)  
বেঙ্গল টাইগার, ভারতীয় গণ্ডার

ঝাড়খন্ড

  • বেতলা জাতীয় উদ্যান (১৯৮৬)  
বাঘ 
  • পালামাউ জাতীয় উদ্যান (১৯৭৩)
 বাঘ 

হরিয়ানা

  • কালেসার জাতীয় উদ্যান (২০০৩)
চিতাবাঘ, প্যান্থার, হাতি
  • সুলতানপুর জাতীয় উদ্যান (১৯৮৯)
পাখি 

 

 

বিভিন্ন দেশ ও তার মুদ্রার নাম (মহাদেশ অনুসারে) – 

 

 

তেলেঙ্গানা 

  • মহাবীর হরিনা বনাস্থলী জাতীয় উদ্যান (১৯৯৪) 
হরিণ
  • কাসু ব্রাহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান (১৯৯৪) 
প্যাঙ্গোলিন

ত্রিপুরা

  • বাইসন (রাজবাড়ী) জাতীয় উদ্যান (২০০৭) 
বাইসন
  • ক্লাউড লেপার্ড জাতীয় উদ্যান (২০০৭) 
বানর

সিকিম

  • খানচেনডজংগা জাতীয় উদ্যান (১৯৭৭)
রেড পাণ্ডা

মনিপুর

  • কেইবুল লামাজাও জাতীয় উদ্যান (১৯৭৭)
হরিণ

মেঘালয় 

  • বালফাকরাম জাতীয় উদ্যান (১৯৮৭)
বেঙ্গল টাইগার, বন্য বিড়াল
  • নোক্রেক জাতীয় উদ্যান (১৯৮৬)
রেড পান্ডা, এশিয়ান হাতি

গোয়া 

  • ভগবান মহাবীর (মোল্লেম) জাতীয় উদ্যান (১৯৯২)
পাখি 

মিজোরাম

  • মারলেন জাতীয় উদ্যান (১৯৯১)
চিতাবাঘ, সাম্বার, হরিণ
  • ফাওঙ্গপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান (১৯৯২)
বাঘ, চিতাবাঘ, সিরিও

নাগাল্যান্ড

  • ইন্টানকি জাতীয় উদ্যান (১৯৯৩)
 গিবন, গোল্ডেন ল্যাঙ্গুর

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

  • মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান (১৯৮৭)
পাখি
  • ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান (১৯৯২)
কাঁকড়া খাওয়া ম্যাকাক,
  • স্যাডল পিক জাতীয় উদ্যান (১৯৮৭)
ডলফিন, তিমি
  • দক্ষিণ বাটন দ্বীপ জাতীয় উদ্যান (১৯৮৭)
সমুদ্র কচ্ছপ
 

 

 

 

 

 

 

ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন

 

  • ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান  
National-Parks-in-India

 

 

 

আরও পড়ুন 

 
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

 

4 thoughts on “ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান, প্রতিষ্ঠা সাল ও উল্লেখযোগ্য প্রাণী”
  1. Hi there! I know this is kind of off topic but I was wondering which blog platform are you using for this site? I’m getting tired of WordPress because I’ve had issues with hackers and I’m looking at alternatives for another platform. I would be great if you could point me in the direction of a good platform.|

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।