চাকরি বাজারের ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান নিয়ে আলোচনা করলাম। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।
ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান
Contents
জাতীয় উদ্যান কি ?
- ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বলতে কী বোঝায়, যে বিশেষ জীব বৈচিত্র্য সমৃদ্ধ বনভূমি অঞ্চলটি পশু শিকার, বৃক্ষ ছেদন, পশুচারণ এবং অন্যান্য অসামাজিক ক্রিয়া-কলাপ থেকে কঠোরভাবে আইনের অধীনে সুরক্ষিত। বিশেষ আইনের মাধ্যমে এই সমস্ত অঞ্চল কটি জাতীয় উদ্যান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মাধ্যমে এই অঞ্চল গুলি আইনের আওতায় আনা হয়। জাতীয় উদ্যান গুলি অন্যান্য অঞ্চলের তুলনায় আরো কঠোরভাবে সুরক্ষিত।
- ভারতে বর্তমানে মোট ১০৫ টি জাতীয় উদ্যান রয়েছে। এই জাতীয় উদ্যান গুলির মধ্যে আয়তনে সর্ববৃহৎ জাতীয় উদ্যান হল হেমিস জাতীয় উদ্যান (১৯৮১), যেটি জম্মু-কাশ্মীরে অবস্থিত এবং আয়তনে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান টি হল দক্ষিণ বাটন দ্বীপ জাতীয় উদ্যান (১৯৮৭), যেটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের , গ্রুপ ডি , ইউপিএসসি, রেল প্রভৃতি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। ১. রণথম্বোর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে রাজস্থান। ২. সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে কেরালা। ৩. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন প্রাণীর জন্য বিখ্যাত? উত্তর হবে একশৃঙ্গ গন্ডার।
জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান।
জাতীয় উদ্যান ও প্রতিষ্ঠিত সাল |
উল্লেখযোগ্য প্রাণী |
অরুণাচল প্রদেশ |
|
|
চিতাবাঘ |
|
বরফ চিতা, হাতি, বাঘ |
আসাম |
|
|
একশৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ |
|
হাতি, বাঘ, চিতা |
|
গন্ডার |
অন্ধ্রপ্রদেশ |
|
|
চিতা |
|
চিতা, বন্য কুকুর |
ভারতে বসবাসকারী উল্লেখযোগ্য উপজাতি গোষ্ঠীদের নাম –
|
|
হিমাচল প্রদেশ |
|
|
বরফ চিতা |
|
ওয়েস্টার্ন ট্রাগোপন |
উত্তরাখণ্ড |
|
|
বাঘ |
|
বরফ চিতা |
|
এশিয়ান হাতি, বাঘ |
|
হিমালয়ান বারবেট, আইবেক্স |
জম্মু ও কাশ্মীর |
|
|
বরফ চিতা |
|
হিমালয়ের কালো ভাল্লুক, চিতাবাঘ |
রাজস্থান |
|
|
বাঘ |
|
পাখি |
|
বাঘ |
|
ব্ল্যাকবাক |
মধ্যপ্রদেশ |
|
|
বাঘ |
|
ফসিল |
|
বাঘ |
|
বাঘ |
|
বাঘ |
|
বাঘ, চিতা, হায়না |
|
বাঘ, ব্ল্যাকবাক |
গুজরাট |
|
|
এশিয়ান সিংহ |
|
কোরাল, ডলফিন |
|
ব্ল্যাকবাক |
মহারাষ্ট্র |
|
|
ভারতীয় চিতাবাঘ, অলস ভাল্লুক |
|
চিতা |
|
চিতা, হায়না |
|
বাঘ |
|
নীলগাই, বুনো শুয়োর |
তামিলনাড়ু |
|
|
হাতি |
|
সামুদ্রিক প্রাণী |
|
ব্ল্যাকবাক |
পশ্চিমবঙ্গ |
|
|
রয়েল বেঙ্গল টাইগার |
|
রেড পান্ডা |
|
রেড পান্ডা |
|
বাঘ |
কর্ণাটক |
|
|
বাঘ |
|
বাঘ |
|
বাঘ |
|
বাঘ |
কেরালা |
|
|
বাঘ, হাতি |
|
বাঘ, চিতা, বন্য কুকুর |
|
নীলগিরি তাহর |
|
দাগযুক্ত হরিণ, গৌড় |
ওড়িশা |
|
|
কুমির |
|
বাঘ, হাতি |
ছত্রিশগড় |
|
|
বাঘ |
|
বাঘ, হায়না, বাইসন |
|
বাঘ |
উত্তর প্রদেশ |
|
|
বাঘ |
বিহার |
|
|
বেঙ্গল টাইগার, ভারতীয় গণ্ডার |
ঝাড়খন্ড |
|
|
বাঘ |
|
বাঘ |
হরিয়ানা |
|
|
চিতাবাঘ, প্যান্থার, হাতি |
|
পাখি |
বিভিন্ন দেশ ও তার মুদ্রার নাম (মহাদেশ অনুসারে) –
|
|
তেলেঙ্গানা |
|
|
হরিণ |
|
প্যাঙ্গোলিন |
ত্রিপুরা |
|
|
বাইসন |
|
বানর |
সিকিম |
|
|
রেড পাণ্ডা |
মনিপুর |
|
|
হরিণ |
মেঘালয় |
|
|
বেঙ্গল টাইগার, বন্য বিড়াল |
|
রেড পান্ডা, এশিয়ান হাতি |
গোয়া |
|
|
পাখি |
মিজোরাম |
|
|
চিতাবাঘ, সাম্বার, হরিণ |
|
বাঘ, চিতাবাঘ, সিরিও |
নাগাল্যান্ড |
|
|
গিবন, গোল্ডেন ল্যাঙ্গুর |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
|
|
পাখি |
|
কাঁকড়া খাওয়া ম্যাকাক, |
|
ডলফিন, তিমি |
|
সমুদ্র কচ্ছপ |
ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন
|
|
|
আরও পড়ুন |
|
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন |
Very nice post. I just stumbled upon your blog and wanted
to say that I have truly enjoyed browsing your blog
posts. In any case I will be subscribing to your feed and I
hope you write again very soon!
thank you
Hi there! I know this is kind of off topic but I was wondering which blog platform are you using for this site? I’m getting tired of WordPress because I’ve had issues with hackers and I’m looking at alternatives for another platform. I would be great if you could point me in the direction of a good platform.|
I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself or did you hire someone to do it for you? Plz respond as I’m looking to design my own blog and would like to find out where u got this from. cheers|