National urban health mission Recruitment 2021: ন্যাশনাল আর্বান হেলথ মিশন এ “মেডিক্যাল অফিসার” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নেওয়া হবে। ইন্টারভিউ হবে ২৯ নভেম্বর ২০২১ তারিখে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

National urban health mission Recruitment 2021 

 

National urban health mission

www.wbhealth.gov.in/NUHM

মোট পদ – ৬০

কর্মস্থল – সারা পশ্চিমবঙ্গ


  National urban health mission Recruitment 2021 details:

  • মেডিক্যাল অফিসার – ১৪
  • মেডিক্যাল অফিসার (টেম্পোরারি) – ৪৬

  National urban health mission Recruitment 2021 Important dates:

  • ইন্টারভিউ এর তারিখ : ২৯ নভেম্বর ২০২১ সকাল ১১ঃ৩০ 

 

   Age Limit:

    বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ০১/১১/২০২১ এর হিসেবে। 

 

  National urban health mission Recruitment 2021 Educational Qualification:

  • মেডিক্যাল অফিসার – মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া এর স্বীকৃত যেকোনো স্বীকৃত কলেজ থেকে M.B.B.S. পাশ করে থাকতে হবে। এছাড়া ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

   

  National urban health mission Recruitment 2021 Selection Process:

প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • ইন্টারভিউ

   এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।    

√   Application Fees: 

 

   আবেদন করার জন্য কোনোও রকম আবেদন মূল্য লাগবে না। 

√   Salary: 

  • মেডিক্যাল অফিসার – ৬০,০০০/-
  • মেডিক্যাল অফিসার (টেম্পোরারি) – ২৪,০০০/-

 

√   Interview Addres: 

  •  রুম নম্বর – ২৫৪, সেকেন্ড ফ্লোর, PMU, কলকাতা সিটি, NUHM সোসাইটি, ৫, এস. এন. ব্যানার্জি রোড, কলকাতা – ৭০০০১৩

 আবেদন অফলাইন এ করতে হবে। আবেদনের ফর্ম নিচের লিঙ্ক এ দেওয়া হয়েছে। 

 

  National urban health mission recruitment 2021 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

               

 

  Related Post:  

                       

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।