বিহার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এ নিয়োগ
বিহার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ শুরু হয়েছে। এই আবেদন চলবে ০৯ মার্চ ২০২১ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ২৬ মার্চ ২০২১ এর মধ্যে অনলাইনে নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
বিহার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞপ্তি নম্বরঃ ৭২৫১ কর্মস্থলঃ বিহার |
|
গুরুত্বপূর্ণ তারিখ |
|
আবেদন শুরুঃ | ০৯ মার্চ ২০২১ |
আবেদন শেষঃ | ২৬ মার্চ ২০২১ |
শূন্য পদের বিবরণ |
|
পদের নাম | পদের সংখ্যা |
বিহার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড | ১৯ |
ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক | ১৮১ |
মোট | ২০০ |
শিক্ষাগত যোগ্যতা |
|
ইউনিভার্সিটি গ্রান্ড কমিশান স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে।
|
বয়স সীমা |
|
০১/০১/২০২১ এর হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩৩ বছর এর মধ্যে।
|
|
প্রার্থী নির্বাচন পদ্ধতি |
|
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। |
আবেদন মূল্য |
|
পদের নাম | আবেদন মুল্য |
অসংরক্ষিত/ ও বি সি / অন্যান্য |
৭৫০/- |
এস সি / এস টি / পি এইচ ডি | ৫৫০/- |
আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে। |
- নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুন
গুরুত্বপূর্ণ লিংক |
|
অফিসিয়াল নোটিশ | এখানে ক্লিক করুন |
আবেদনের লিঙ্ক | এখানে ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
অন্যান্য় গুরুত্বপূর্ণ খবর |
|
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন |
|