স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তে ১৪৪ স্পেশালিস্ট ক্যাডার অফিসার ও ফার্মাসিস্ট পদে নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তে “স্পেশালিস্ট ক্যাডার অফিসার ও ফার্মাসিস্ট“ পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ১৩ এপ্রিল ২০২১ থেকে ০৩ মে ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ০৩ মে ২০২১ এর মধ্যে নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াস্পেশালিস্ট ক্যাডার অফিসার ও ফার্মাসিস্ট মোট পদঃ ১৪৪ কর্মস্থলঃ মুম্বাই বিজ্ঞপ্তি নম্বরঃ সি আর পি ডি / এস সি ও / ২০২১-২২/০১ – ০৮
|
|
গুরুত্বপূর্ণ তারিখ |
|
আবেদন শুরুঃ আবেদন শেষঃ |
১৩ এপ্রিল ২০২১ ০৩ মে ২০২১ |
শূন্য পদের বিবরণ |
|
পদের নাম |
শুন্য পদ |
ম্যানেজার (রিস্ক ম্যানেজমেন্ট) | ০১ |
ম্যানেজার (ক্রেডিট লিস্ট) | ০২ |
সিনিয়র স্পেশাল এক্সেকিউটিভ (কমপ্লায়েন্স) | ০১ |
সিনিয়র স্পেশাল এক্সেকিউটিভ (স্ট্র্যাটেজি – টি এম জি) | ০১ |
সিনিয়র স্পেশাল এক্সেকিউটিভ (গ্লোবাল ট্রেড) | ০১ |
সিনিয়র এক্সেকিউটিভ (রিটেল এবং সাবসিডাইরিস) | ০১ |
সিনিয়র এক্সেকিউটিভ (ফাইন্যান্স) | ০১ |
সিনিয়র এক্সেকিউটিভ (মার্কেটিং) | ০১ |
ডেপুটি চিফ টেকনলজি অফিসার (আই টি – ডিজিটাল ব্যাংকিং) | ০১ |
ম্যানেজার (হিস্ট্রি) (এম এম জি এস – ৩) | ০১ |
এক্সেকিউটিভ (ডকুমেন্ট প্রিসারভেশান-আর্কাইভ) | ০১ |
ফার্মাসিস্ট | ৬৭ |
ডাটা অ্যানালিস্ট (এম এম জি এস-২) | ০৮ |
ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) (এম এম জি এস-৩) | ৪৫ |
ম্যানেজার (জব ফ্যামিলি অ্যান্ড স্কসেশান প্লানিং (এম এম জি এস-৩) | ০১ |
ম্যানেজার (রেমিট্যান্সেস) (এম এম জি এস-৩) | ০১ |
ডাই ম্যানেজার (মার্কেটিং -ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশানস) (এম এম জি এস-২) | ০১ |
ডাই ম্যানেজার (চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট) (এম এম জি এস-২) | ০৬ |
ডাই ম্যানেজার (এনি টাইম চ্যানেল) (এম এম জি এস-২) | ০২ |
ডেপুটি ম্যানেজার (স্ট্রাটেজিক ট্রেনিং) (এম এম জি এস-২) | ০১ |
মোট | ১৪৪ |
শিক্ষাগত যোগ্যতা |
|
পদের নাম |
শিক্ষাগত যোগ্যতা |
ম্যানেজার (রিস্ক ম্যানেজমেন্ট) | এম বি এ / পি জি ডি বি এম এবং সেই সাথে কাজের অভিজ্ঞতা ও থাকতে হবে। |
ম্যানেজার (ক্রেডিট লিস্ট) | এম বি এ / মাস্টার ডিগ্রি / পোস্ট গ্রাজুয়েশান ডিগ্রি / এবং সেই সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
সিনিয়র স্পেশাল এক্সেকিউটিভ (কমপ্লায়েন্স) | যেকোনো ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
সিনিয়র স্পেশাল এক্সেকিউটিভ (স্ট্র্যাটেজি – টি এম জি) | এম বি এ / পি জি ডি বি এম এবং সেই সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
সিনিয়র স্পেশাল এক্সেকিউটিভ (গ্লোবাল ট্রেড) | এম বি এ / পি জি ডি এম এবং সেই সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
সিনিয়র এক্সেকিউটিভ (রিটেল এবং সাবসিডাইরিস) | এম বি এ / পি জি ডি বি এম এবং সেই সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
সিনিয়র এক্সেকিউটিভ (ফাইন্যান্স) | |
সিনিয়র এক্সেকিউটিভ (মার্কেটিং) | |
ডেপুটি চিফ টেকনলজি অফিসার (আই টি – ডিজিটাল ব্যাংকিং) | বি টেক / বি ই /এম এস সি / এম টেক / এম সি এ এবং সেই সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
ম্যানেজার (হিস্ট্রি) (এম এম জি এস – ৩) | ইতিহাস বা ইকোনমিক্স এ মাস্টার ডিগ্রি এবং কাজের অভিজ্ঞতা। |
এক্সেকিউটিভ (ডকুমেন্ট প্রিসারভেশান-আর্কাইভ) | |
ফার্মাসিস্ট | এস এস সি / ডি. ফার্মা / বি. ফার্মা / এম. ফার্মা এবং সেই সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
ডাটা অ্যানালিস্ট (এম এম জি এস-২) | বি ই / বি টেক / এম ই / এম টেক এবং সেই সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) (এম এম জি এস-৩) | যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি / এম বি এ / বি টেক / পি জি ডি এম এবং কজের অভিজ্ঞতা। |
ম্যানেজার (জব ফ্যামিলি অ্যান্ড স্কসেশান প্লানিং (এম এম জি এস-৩) | যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি / পি জি ডি এম এবং কাজের অভিজ্ঞতা। |
ম্যানেজার (রেমিট্যান্সেস) (এম এম জি এস-৩) | বি ই / বি টেক / এম বি এ / পি জি ডি এম এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
ডাই ম্যানেজার (মার্কেটিং -ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশানস) (এম এম জি এস-২) | এম বি এ /পি জি ডি এম ডিগ্রি এবং কাজের অভিজ্ঞতা |
ডাই ম্যানেজার (চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট) (এম এম জি এস-২) | চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এ ডিগ্রি পাশ |
ডাই ম্যানেজার (এনি টাইম চ্যানেল) (এম এম জি এস-২) | বি ই / বি টেক (আই টি), এম বি এ / পি জি ডি এম এবং কাজের অভিজ্ঞতা |
ডেপুটি ম্যানেজার (স্ট্রাটেজিক ট্রেনিং) (এম এম জি এস-২) | এম বি এ / পি জি ডি এম বি এবং সেই সাথে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। |
প্রার্থী নির্বাচন পদ্ধতি |
|
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। |
বয়স সীমা |
|
বয়সের হিসেব ১ ডিসেম্বর ২০২০ এর হিসেবে ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। |
আবেদন মূল্য |
|
জেনারেল / ও বি সি / ই ডব্লু এস | ৭৫০/- |
এস সি / এস টি / পি এইচ | বিণামুল্য |
প্রার্থীদেরকে আবেদন মূল্য ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড / নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে প্রদান করতে হবে। |
- স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুন
গুরুত্বপূর্ণ লিংক |
|
অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেকটি পদের নোটিশ ও আবেদনের লিঙ্ক আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া হয়েছে |
|
অফিসিয়াল নোটিশ | এখানে ক্লিক করুন |
আবেদনের লিঙ্ক | এখানে ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
অন্যান্য় গুরুত্বপূর্ণ খবর |
|
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন |
|