অনলাইনে ১৬ ই অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে 

ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর পক্ষ থেকে নন-গেজেটেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন জমা করতে পারবেন। কমিশন কোনরকম হার্ডকপি বা  অফলাইন আবেদনপত্র গ্রহণ করবে না। ২৪ এ সেপ্টেম্বর ২০২০ থেকে এই আবেদন পত্র নেওয়া শুরুহবে। বিভিন্ন বিভাগে মোট ১০০  টি পদ পূরণ করা হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য গুলি নিচে তুলে ধরা হলো।

ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন 

বিজ্ঞপ্তি নম্বরঃ ০৬ / ২০২০

নন-গেজেটেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদ

মোট শূন্যপদ ১০০ টি

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুঃ  ২৪ শে সেপ্টেম্বর ২০২০
আবেদন শেষঃ ১৬ ই অক্টোবর ২০২০

শূন্যপদের বিবরণ এবং যোগ্যতা

শূন্য পদ   পদের সংখ্যা যোগ্যতা
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড – II ১০০
  • ৩৫% নাম্বার নিয়ে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য।
  •  যেকোনো স্বীকৃত আই টি আই প্রতিষ্ঠান থেকে স্টেনোগ্রাফার কোর্স করে থাকতে হবে।
  • প্রার্থীর অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, সঙ্গে সরকারি বা সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে অন্তত  ৩ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হয়।
  •  শর্টহ্যান্ডে মিনিটে কমপক্ষে  ১০০ টি শব্দ এবং কম্পিউটারে মিনিটে ৪০ টি শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়স আবেদন মূল্য
  • ১৬/১০/২০২০ অনুসারে বয়স হতে হবে ১৮ থেকে  ৪১ বছর।
  • তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এবং শারীরিকভাবে অক্ষম প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ৫ বছরের ছাড় পাবেন।
  • সাধারণ প্রার্থীদের জন্য ১৫০ টাকা।
  • তপশিলি জাতি /উপজাতি এবং  প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০০ টাকা।
  • ত্রিপুরা ছাড়া অন্য রাজ্যের প্রার্থীদের সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে হবে।

আবেদনের প্রক্রিয়া

  • প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন।
  • ১৬/১০/২০২০ বিকাল ০৫:৩০ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
  •  আবেদনের সময় প্রার্থীকে কোন প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি সাবমিট করতে হবে না এগুলি পরবর্তীকালে চাওয়া হবে।
  •   বিস্তারিত তথ্যের জন্য উপরের ওয়েবসাইটগুলি ফলো করুন।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

 প্রার্থী নির্বাচন করা হবে মোট তিনটি ধাপে

  •  প্রথম পর্বে ১০০  নম্বরের মাল্টিপল চয়েস প্রিলিমিনারি টেস্ট নেওয়া হবে ।
  • দ্বিতীয় পর্বে নেওয়া হবে টাইপিং টেস্ট ( কম্পিউটারে ১০০ নম্বরের ও শর্টহ্যান্ডে ২০০ নম্বরের )।
  • তৃতীয় পর্বে মেন পরীক্ষা নেওয়া হবে ২৫০ নম্বরের।

 চূড়ান্ত তালিকা তৈরি হবে মেন পরীক্ষা এবং টাইপিং টেস্ট এর পাওয়া নম্বর এর উপর ভিত্তি করে।

বিস্তারিত তথ্যের জন্য নিচের লিংক গুলি অবশ্যই ফলো করুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

 অফিসিয়াল ওয়েবসাইট   এখানে ক্লিক করুন

 

ভারতীয় নৌ-বাহিনীতে ৩৪ পদে কর্মী নিয়োগ

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তে ৯২ পদে কর্মী নিয়োগ

সাম্প্রতিক ঘটনাবলি, সেপ্টেম্বর ২০২০ – ৩য় সপ্তাহ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

%d bloggers like this: