সাম্প্রতিক ঘটনা জুলাই ২০২৩ চতুর্থ সপ্তাহ

সাম্প্রতিক ঘটনা জুলাই ২০২৩ চতুর্থ সপ্তাহ 

  বাংলা ভাষায় লেটেস্ট সাম্প্রতিক ঘটনাগুলি জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন! এই পোস্টে, আমরা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরগুলির একটি তালিকা দিয়েছি, যা আপনি অবশ্যই জানতে চাইবেন।

   কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা,  ২০২৩, জুলাই চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৭-২০২৩ তারিখ থেকে ৩১-০৭-২০২৩ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 সাম্প্রতিক ঘটনা জুলাই ২০২৩ চতুর্থ সপ্তাহ ( Latest Current Affairs July 2023 Bangla)

মাস – জুলাই, সপ্তাহ – চতুর্থ, (২৩-০৭-২০২৩ থেকে ৩১-০৭-২০২৩)

 ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক প্যারেন্টস ডে পালন করা হয়? উঃ- জুলাই এর চতুর্থ রবিবার

  ২) কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী খেত সুরক্ষা যোজনা নামক প্রকল্প চালু করল?

উঃ- উত্তর প্রদেশ
  ৩) মিশন শক্তি স্কুটার যোজনা চালু করল কোন রাজ্য? উঃ- ওডিশা
  ৪) প্রয়াত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রায়ান ট্যাবার, তাঁর বয়স কত হয়েছিল?   উঃ- ৮৩ বছর 
  ৫) সম্প্রতি সোশ্যাল মেডিয়া কোম্পানি টুইটার তাদের আইকনিক বার্ড লোগো পরিবর্তন করে কি লোগো স্থাপিত করেছে?  উঃ- ‘X’
  ৬) ভারতের কোন রাজ্য দেশে প্রথম গিগ ওয়ার্কার (যেমন- ডেলিভারি পার্সনস) দের জন্য সিকিউরিটি বিল চালু কররতে চলেছে?  উঃ- রাজস্থান
  ৭) বর্তমানে ভারতের বিদেশী মুদ্রা ভান্ডার কত হয়েছে?  উঃ- ৬০০ বিলিয়ন মার্কিণ ডলার
  ৮) কোন দেশ সম্প্রতি সেক্স চেঞ্জ ও ট্রান্সজেন্ডার বিবাহ ব্যান করল? উঃ- রাশিয়া
  ৯) ভারতের কোন রাজ্যে সর্ব প্রথম গাঁজা থেকে ঔষধ তৈরি হতে চলেছে?  উঃ- জম্মু
  ১০) প্রতি বছর কোন দিনে কার্গিল বিজয় দিবস পালন করা হয়?  উঃ- ২৬ জুলাই 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ জুলাই তৃতীয় সপ্তাহ

 

 

 ১১) টাটা স্টিল ম্যনেজিং ডিরেক্টরসি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- টিভি নরেন্দ্রন

  ১২) কার্গিল এর প্রথম মহিলা পুলিশ স্টেশান কোথায় স্থাইত হল? 

উঃ- লাদাখ
  ১৩) ৮৫ তম সি আর পি এফ রাইসিং ডে কবে পালন করা হয়?  উঃ- ২৭ জুলাই
  ১৪) বোম্বে হাই কোর্ট এর চিফ জাস্টিস পদে কে নিযুক্ত হলেন?   উঃ- দেবেন্দ্র কুমার
  ১৫) ভারতের মিউচুয়াল ফান্ড এর জগতে এক বিপ্লব নিয়ে আসার জন্য জিও ফাইন্যন্সিয়াল কোন কোম্পানির সাথে চুক্তি বদ্ধা হল?  উঃ- ব্লাক রক
  ১৬) এশিয়ান পেন্টস এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?  উঃ- আর শেষশায়ী ( R Seshasayee )
  ১৭) আন্তর্জাতিক হেপাটাইটিস ডে প্রতি বছর কোন দিনে পালন করা হয়?  উঃ- ২৮ জুলাই
  ১৮) সাউথ কোরিয়া তে অনুষ্ঠিত IISF Junior World Championship ( আই আই এস এফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ) এ ভারত কোন স্থান অধিকার করেছে?  উঃ- দ্বিতীয়
  ১৯) ভারতের প্রথম Online Gaming Academy ( অনলাইন গেমিং অ্যাকাডেমি ) কোন রাজ্যে তৈরি করা হল?  উঃ- মধ্য প্রদেশ
  ২০) সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড়ো private communication satellite (প্রাইভেট কমিউনিকেশান স্যাটেলাইট ) লঞ্চ করা হল। এর নাম কি? উঃ- Jupiter – 3 (জুপিটার -৩)

 

সাম্প্রতিক ঘটনা জুলাই ২০২৩ দ্বিতীয় সপ্তাহ

 

 

 ২১) অনলাইন শপিং প্লাটফর্ম Amazon (অ্যামাজন) কোথায় তাদের সর্বপ্রথম ভাসমান স্টোর লঞ্চ করতে চলেছে?  উঃ- ডাল লেক

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।