কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ,  ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, মার্চ ২০২৩, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৩-২০২৩ তারিখ থেকে ৩১-০৩-২০২৩ তারিখ পর্যন্ত মার্চ মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুতবপূর্ণ ভূমিকা রাখে।

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

মাস – মার্চ, সপ্তাহ – চতুর্থ, (২৩-০৩-২০২৩ থেকে ৩১-০৩-২০২৩)

 ১) প্রতি বছর শহিদ দিবস কবে পালন করা হয়?  উঃ- ২৩ মার্চ

  ২) প্রতি বছর কোন দিনে বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হয়? 

উঃ- ২৩ মার্চ
  ৩) সৌদি আরব গ্রান্ড প্রিক্স জিতলেন কে?  উঃ- সার্জিও পেরেজ
  ৪) ভারতের প্রথম ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স ইন গ্রিন পোর্ট অ্যান্ড শিপিং কোন শহরে উদ্বোধন করা হয়েছে?  উঃ- গুরুগ্রাম
  ৫) আরবিআই কোন শহরে তার নতুন “গ্রিনফিল্ড ডেটা সেন্টার” এবং “এন্টারপ্রাইজ কম্পিউটিং এবং সাইবারসিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট” স্থাপন করছে? উঃ- ভুবনেশ্বর
  ৬) ২০২৩ সালে ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন দেশের নৌবাহিনীর সাথে কোঙ্কন নামক দ্বিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন করেছে? উঃ- ইউনাইটেড কিংডম
  ৭) ভারতীয় রেলওয়ের মডার্ন কোচ ফ্যাক্টরি হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে কোন মহিলা ক্রীড়া ব্যক্তিত্বের নামে? উঃ- রাণী রামপাল
  ৮) ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক র‍্যাডার এবং রিসিভার তৈরি করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করল?  উঃ- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড
  ৯) ভারত সরকার কোন শহরে জনসাধারণের জন্য দেশের প্রথম শহুরে রোপওয়ে পরিবহন তৈরি করছে? উঃ- বারানসি
  ১০) বছরের কোন দিনটিকে আন্তর্জাতিক যক্ষ্মা দিবস হিসেবে পালন করা হয়? উঃ- ২৪ মার্চ

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, ২০২৩ মার্চ তৃতীয় সপ্তাহ

 

 

  ১১) ভারত পে-এর সহ-প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার কর্তৃক চালু করা ক্রিকেটের ফ্যান্টাসি অ্যাপটির নাম কী? উঃ- ক্রিক পে
  ১২) ২০২৩ সালে অ্যাবেল পুরস্কার (ম্যাথেমেটিক্স এর নোবেল) বিজয়ীর নাম কি?  উঃ- লুইস ক্যাফারেলি
  ১৩) রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে কে নিযুক্ত হলেন?  উঃ- শ্রীকান্ত ভেঙ্কটচারী
  ১৪ সম্প্রতি প্রয়াত হলেন ইন্টেল কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা, তাঁর নাম কি? উঃ- জর্ডন ই. মুরি
  ১৫) প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব থিয়েটার দিবস হিসেবে পালন করা হয়? উঃ- ২৭ মার্চ
  ১৬) মহিলা ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হল?  উঃ- নতুন দিল্লী
  ১৭) অমিত শাহ কোথায় ভগবান বসভেশ্বর এবং নাদপ্রভু কেম্পেগৌড়ার মূর্তি উন্মোচন করেছেন?  উঃ- বেঙ্গালুরু
  ১৮) চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ এর অন্তর্ভুক্ত দেশগুলোকে বেইল আউট করতে কত পরিমাণ অর্থ খরচ করেছে?  উঃ- ২৪০ বিলিয়ন ডলার
  ১৯) প্রয়াত হলেন মালায়লাম কমেডি কিং ইনোসেন্ট ভারেদ থেক্কেথালা, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৭৫ বছর
  ২০) বিশ্বব্যাংক আসামের বন্যা নিয়ন্ত্রন প্রকল্পের জন্য কত পরিমান অর্থ ঋণ অনুমোদন করেছে?  উঃ- ১০৮ মিলিয়ন মার্কিন ডলার

 

 

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, ২০২৩ মার্চ দ্বিতীয় সপ্তাহ

 

  ২১) সম্প্রতি তানজানিয়া তে কোন মারন রোগ ছড়িয়ে পড়ার কথা ঘোষণা করা হয়েছে?   উঃ-  মারবার্গ ভাইরাস
  ২২) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বৃক্ষরোপণের জন্য কত পরিমাণ অর্থ অনুমোদন করার কথা ঘোষণা করেছে?  উঃ- ৪৮ লক্ষ রুপি
  ২৩) ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- দিলমা ভানা রুসেফ
  ২৪) কোন জার্মান ফুটবলার প্রফেশনাল ফুটবল থেকে অবসর গ্রহণ করার কথা ঘোষণা করল?  উঃ- মেসুত ওজিল 
  ২৫) সম্প্রতি কোন ভারতীয়কে ইউনিভার্সিটি অব টেক্সাস লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়ে সম্মানিত করল?  উঃ- নবিন জিন্দাল
  ২৬) পাসপোর্ট ইনডেক্স পয়েন্ট এ ভারতের স্থান কত?  উঃ- ১৪৪ তম
  ২৭) আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট এ সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন কে?  উঃ- সাকিব আল হাসান
  ২৮) বিশ্ব ব্যাঙ্ক কর্ণাটক এর পানীয় জলের সমস্যা মেটানোর জন্য কত পরিমাণ অর্থ ঋণ অনুমোদন করল?  উঃ- ৩৬৩ মিলিয়ন মার্কিন ডলার
  ২৯) ওড়িশা রাজ্য সরকার কোন রাগবি খেলার প্রচারের জন্য কোন বলিউড অভিনেতার নামে একটি স্টেডিয়ামের নামকরণ করেছে? উঃ- রাহুল বোস
  ৩০) সামাজিক সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় ওড়িশা রাজ্যকে বিশ্বব্যাংক কত পরিমাণ ঋণ অনুমোদিত করেছে? উঃ- ১০০ মিলিয়ন

 

কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, ২০২৩ মার্চ প্রথম সপ্তাহ

 

  ৩১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ড্রাগ চেকিং দিবস পালন করা হয়?  উঃ- ৩১ মার্চ
  ৩২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ব্যাকআপ ডে পালন করা হয়?  উঃ- ৩১ মার্চ
  ৩৩) কোন বলিয়ুড অভিনেতা স্টার স্পোর্টস এর ব্রান্ড অ্যামব্যাসাডর হলেন?  উঃ- রনবীর সিং
  ৩৪) হিরো মোট কর্প এর নতুন সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- নিরঞ্জন গুপ্তা
  ৩৫) ২০২৩ সালে আর্থিক উপদেষ্টা সংস্থা আর্টন ক্যাপিটাল দ্বারা প্রকাশিত পাসপোর্ট সূচক এ কোন দেশ শীর্ষে রয়েছে? উঃ- সংযুক্ত আরব আমিরসাহী
  ৩৬) ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি প্রতি বছর কোন দিন পালন করা হয়? উঃ- ৩১ মার্চ
৩৭) কোন ভারতীয় ব্যাঙ্ক ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য ভারতের প্রথম পকেট সাইজ সোয়াইপ মেশিন ‘MicroPay’ চালু করেছে? উঃ- অ্যাক্সিস ব্যাঙ্ক

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।