বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 23 থেকে 31 অক্টোবর 2023
Contents
আপনি কি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ অক্টোবর চতুর্থ সপ্তাহ, তারিখ – ২৩-১০-২০২৩ থেকে ৩১-১০-২০২৩ পর্যন্ত বাংলায় পড়তে চান? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আকারে পড়তে চাকরি বাজার এর ওয়েবসাইটে তাড়াতাড়ি ভিসিট করুন। সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।
এই সপ্তাহের গুরুতবপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) L&T RBI কর্তৃক পেনালাইজড ২) প্রয়াত প্রাক্তন ভারতিয় ক্যাপ্টেন ৩) গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড এ বাঙালী ৪) ভারতের প্রথম স্যাটেলাইট 5G।
বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 23 থেকে 31 অক্টোবর 2023 ( Latest Current Affairs Bangla 2023 October )মাস – অক্টোবর, সপ্তাহ – চতুর্থ, (২৩-১০-২০২৩ থেকে ৩১-১০-২০২৩) |
১) কোন ব্যাঙ্ক তাদের ব্যাংকিং সার্ভিস আরোও স্মুথ করার জন্য, সম্প্রতি XpressWay নামক ডিজিটাল প্লাটফর্ম তৈরি করল? | উঃ- HDFC ব্যাঙ্ক |
২) ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট এ কোন ব্যাটসম্যান সবচেয়ে দ্রুত ২০০০ রান করার রেকর্ড গড়লেন? |
উঃ- শুভমন গিল |
৩) রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি কোন ফাইন্যান্স কোম্পানিকে ২.৫ কোটি রুপি এর পেনাল্টি করল? | উঃ- L&T Finance |
৪) কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এর নতুন সি ই ও পদে কে নিযুক্ত হলেন? | উঃ- অশোক ভাসওয়ানি ( Ashok Vaswani ) |
৫) ভারত সরকার শশ্য বিমা তে কত পরিমাণ অর্থ বরাদ্দ করতে চলেছে? | উঃ- ৩০,০০০ কোটি রুপি |
৬) প্রয়াত হলেন প্রখ্যাত স্পিনার এবং প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন বিশান সিং বেদি, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৭৭ বছর |
৭) কোন দিনে প্রতি বছর ইউনাইটেড নেশানস ডে পালন করা হয়? | উঃ- ২৪ অক্টোবর |
৮) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি মূল্যবান কারেন্সি কোনটি? | উঃ- কুয়েত দিনার |
৯) কোন ভারতিয় প্রতিবেশী দেশ সম্প্রতি ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি চালু করল? | উঃ- শ্রীলঙ্কা |
১০) ভারত কোন দেশের সাথে Harimau Shakti 2023 সামরিক মহড়া করল? | উঃ- মালেশিয়া |
সাম্প্রতিক ঘটনা ২০২৩ অক্টোবর তৃতীয় সপ্তাহ
১১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক পোলিও দিবস পালন করা হয়? | উঃ- ২৪ অক্টোবর |
১২) ভারতীয় নির্বাচন কমিসান ন্যাশনাল আইকন হিসেবে কোন ব্যক্তিত্ব কে নিয়োগ করলেন? |
উঃ- রাজকুমার রাও |
১৩) গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড এর টপ ১০ এর তালিকায় পশ্চিমবঙ্গের কোন শিক্ষক আছেন? | উঃ- দিপ নারায়ণ নায়েক |
১৪) এশিয়ান প্যারা গেমস এ পুরুষ বিভাগে কোন ভারতীয় জ্যাভেলিন থ্রো তে বিশ্ব রেকর্ড গড়লেন? | উঃ- সুন্দর সিং গুর্জার |
১৫) সুইস ঘড়ি নির্মাঙ্ক্রী সংস্থা RADO এর গ্লোবাল ব্রান্ড অ্যামব্যাসাডর কে হলেন? | উঃ- ক্যাট্রিনা ক্যাফ |
১৬) ভারতের প্রথম স্যাটেলাইট বেসড 5G ইন্টারনেট সার্ভিস প্রদান করল কোন কোম্পানি? |
উঃ- জিও |
১৭) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল প্লেয়ার কে? | উঃ- Faiq Bolkiah (২০ বিলিয়ন মার্কিন ডলার) |
১৮) প্রয়াত হলেন প্রখ্যাত মার্কিন-ক্যানাডিয়ান অভিনেতা ম্যাথু পেরি (Matthew Perry), তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৫৪ বছর |
১৯) চতুর্থ প্যারা-অলিম্পিকে ভারত মোট কতগুলি পদক জয় করেছে? | উঃ- ১১১ টি |
২০) প্রয়াত হলেন প্রখ্যাত মার্কিন-ক্যানাডিয়ান অভিনেতা ম্যাথু পেরি (Matthew Perry), তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৫৪ বছর |
সাম্প্রতিক ঘটনা ২০২৩ অক্টোবর দ্বিতীয় সপ্তাহ
২১) কোন ফুটবল খেলোয়াড় সম্প্রতি অষ্টম ব্যালন ডি অর পুরস্কার জয়লাভ করলেন? | উঃ- লিওনেল মেসি |
আরও পড়ুন |
|