Weekly Current Affairs

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মে ২০২১, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৫-২০২১ তারিখ থেকে ০৭-০৫-২০২১ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি [Weekly current Affairs ]

মাস – মে, সপ্তাহ – প্রথম , (০১-০৫-২০২১ থেকে ০৭-০৫-২০২১)
১) মার্চেন্ট স্ট্যাক নামক ডিজিটাল প্লাটফর্ম চালু করল কোন ব্যাঙ্ক? 

 উঃ- ICICI ব্যাঙ্ক

২) কোন দেশে সম্প্রতি বোরখা পরা নিষিদ্ধ করা হল? 

উঃ- শ্রীলঙ্কা

৩) বাজাজ অটো এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? 

 উঃ- নিরাজ বাজাজ

৪) ভারতের প্রথম থ্রিডি প্রিন্টেড বাড়ি কোন প্রতিষ্ঠান বানালো? 

 উঃ- আই আই টি মাদ্রাস

৫) ট্রাইফেড নামক সংস্থা সম্প্রতি ‘ভারতের উপজাতি পরিবারের জন্য টেকসই জীবনধারণ’ প্রকল্পের জন্য কোন সংস্থার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?

উঃ- দি লিঙ্ক ফান্ড

৬) ডিফেন্ডার-ইউরোপ ২১ কোন আঞ্চলিক সংগঠনের সাথে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে একটি বহুজাতিক সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে?

উঃ- NATO

৭) সম্প্রতি কোন দেশ চালকবিহীন গাড়ির অনুমতি দিলো?

উঃ- UK

৮) সম্প্রতি জাতীয় মহিলা কমিশান কোন সংস্থার মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল?

উঃ- হোয়াটসঅ্যাপ

৯) বর্ডার রোড অর্গানাইজেশান এর প্রথম মহিলা কমান্ডর কে হলেন?

উঃ- বৈশালীর হাইওয়াসে

 

১০) IPL – এ প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ টি হাফ-সেঞ্চুরি করার নতুন রেকর্ড কে করলেন? 

উঃ- ডেভিড ওয়ার্নার

 

 

১১) কোন রাজ্য সরকার করোনা মোকাবিলা করার জন্য “অক্সিজেন ওয়ার রুম” চালু করেছে”?

উঃ- কেরালা

১২) অপারেশন ‘সমুদ্র সেতু ২’ এর আওতায় ভারত বিভিন্ন দেশ থেকে মেডিকেল অক্সিজেন সিলিন্ডার এবং এর সাথে সম্পর্কিত চিকিৎসা সরঞ্জাম আনতে কয়টি ভারতীয় নৌ-বাহিনির জাহাজ মোতায়েন করা হয়েছে?

উঃ- ৭ টি

১৩) সম্প্রতি মারা গেলেন পণ্ডিত দেবু চৌধুরি, তিনি কোন বাদ্যযন্ত্রের কিংবদন্তী ছিলেন? 

উঃ- সেতার

১৪) কোন ভারতীয় লজিস্টিক সংস্থা উৎপাদন কেন্দ্র থেকে উৎপাদিত অক্সিজেন সরাসরি হাসপাতালে বা বাড়িতে পরিবহনের জন্য ‘অক্সিজেন অন হুইলস’ প্রকল্প চালু করেছে?

উঃ- মহিন্দ্রা লজিস্টিকস

১৫) ভারতের কোন রাজ্য ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন বিলি করার অনুমতি দিল? 

উঃ- তেলেঙ্গানা

১৬) বি এস এন এল কোন ব্যাঙ্কের সাথে চুক্তি বদ্ধ হল?

উঃ- ইন্ডিয়ান ব্যাঙ্ক

১৭) কোন দেশ ৪৭ তম জি ৭ বৈঠক অনুষ্ঠিত করতে চলেছে?

উঃ- ইংল্যান্ড

১৮) কোন দেশ পৃথিবীর দীর্ঘতম পায়ে হাঁটা ঝুলন্ত ব্রিজ তৈরি করল? 

উঃ- পোর্তুগাল

১৯) আর বি আই এর চতুর্থ ডেপুটি গভর্নরের নাম কি, যিনি সম্প্রতি বি পি কানুনগোয়ের জায়গায় স্থান পেয়েছেন?

উঃ- টি. রবি সংকর

২০) সম্প্রতি কোন শ্রীলঙ্কান ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন?

উঃ- থিসারা পেরেরা

 

 

২১) সম্প্রতি কোন ভারতীয়কে জাপানী সম্মান “ওর্ডার অব দি রাইসিং সান ২০২১” পেলেন?

উঃ- শ্যামলা গণেশ

২২) সম্প্রতি কোভিড-১৯ এ মারা গেলেন অভিনেতা বিক্রমজিত কানওয়্যারপাল, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিলো?

উঃ- ৫২ বছর

২৩) সম্প্রতি কোন দেশে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২১ অনুষ্ঠিত হতে চলেছে?

উঃ- সংযুক্ত আরব আমিরাত

২৪) কোন ভারতীয় ব্যাঙ্ক কোভিড-১৯ মোকাবিলার জন্য ৭১ কোটি টাকা বরাদ্দ করল?

উঃ- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

২৫) টাটা কন্সালটেন্সি সার্ভিস এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে কে নিযুক্ত হলেন?

উঃ- সমীর সেকসারিয়া

২৬) সম্প্রতি মহিলাদের একক পোর্সে টেনিস গ্র্যান্ড প্রিক্স এর খেতাব কে জয় করলেন? 

উঃ- অ্যাশলেইগ বার্টি

২৭) আই সি সি টি-২০ র‍্যাংকিং এ কোন ক্রিকেট টিম শীর্ষে রয়েছে?

উঃ- ইংল্যান্ড

২৮) সম্প্রতি মারা গেলেন জগমোহন মালহোত্রা, কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?

উঃ- জম্মু-কাশ্মীর

২৯) সম্প্রতি স্নুকার এর চতুর্থ বারের জন্য ওয়ার্ল্ড চাম্পিয়ন কে হলেন? 

উঃ- মার্ক শেলবি

৩০) সম্প্রতি কোটাক মহিন্দ্রা লাইফ ইন্সুরেন্স এর ম্যানেজিং ডিরেক্টর কে হলেন? 

উঃ- মহেশ বালাসুব্রাহ্মণ্য

 

 

৩১) কোন ভারতীয় অ্যাথিলিট “আন্তর্জাতিক অলিম্পিক কমিটি’র” বিলিভ ইন স্পোর্টস ক্যাম্পেইন অ্যাম্ব্যাসাডর হিসেবে নিযুক্ত হলেন?

উঃ- পি.ভি. সিন্ধু

৩২) সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ ওর্গানাইজেশান কোন কোভিড-১৯ ভ্যাকসিন কে জরুরি ব্যবহারের নির্দেশ দিলো?

উঃ- মডার্না

৩৩) ইউনেসকো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ ২০২১ কে জিতলেন? 

উঃ- মারিয়া রেসা

৩৪) সম্প্রতি কোন শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড়কে আইসিসি দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের জন্য সমস্ত ধরণের খেলা থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করেছে?

উঃ- ০৫ মে

৩৬) সম্প্রতি সর্বপ্রথম ভারত-ফ্রান্স-অস্ট্রেলিয়া ত্রিপক্ষীয় বিদেশমন্ত্রীর সংলাপটি সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

উঃ- লন্ডন

৩৭) সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার “স্বাস্থ্য আধার যোজনা” স্কিম চালু করল?

উঃ- মধ্য প্রদেশ

৩৮) কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল অটো রিক্সা এবং ট্যাক্সি ড্রাভারদের ৫ হাজার টাকার ভাতা ঘোষ্ণা করল?

উঃ- দিল্লী

৩৯) তামিলনাড়ু এর মুখ্যমন্ত্রী কে হলেন? 

উঃ- এম কে স্টালিন

৪০) “ইন্ডিয়ান ইন্সটিটিউট অব রাইস রিসার্চ” এর নতুন ডিরেক্টর কে হলেন? 

উঃ- রমন মীনাক্ষী সুন্দরম

 

 

 

Weekly Current Affairs , মে-২০২১ (প্রথম সপ্তাহ) পিডিএফ -বাংলা 

 

CA-March-2021-3rd-week..

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।