Weekly current Affairs May 2021

Weekly current Affairs May 2021: চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুলসার্ভিসকমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মে ২০২১, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৫-২০২১ তারিখ থেকে ১৫-০৫-২০২১ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 Weekly current Affairs May 2021 

Weekly Current Affairs 2021

মাস – মে, সপ্তাহ – দ্বিতীয় , (০৮-০৫-২০২১ থেকে ১৫-০৫-২০২১)

১) ভারতের কোন রাজ্য সরকার “প্রভাত ধারা যোজনা” চালু করল? 

 উঃ- হিমাচল প্রদেশ

  ২) কোন টেনিস প্লেয়ার “২০২১ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্স অ্যাওয়ার্ড” জিতলেন? 

উঃ- রাফায়েল নাদাল 

  ৩) পণ্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের সদ্য নিয়োগপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর নাম কি?

 উঃ- এন রাঙ্গসামি

  ৪) ২০২১ ওয়ার্ল্ড রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবসের মূল প্রতিপাদ্য কী?

 উঃ- অপ্রতিরোধ্য (Unstoppable)

  ৫) সম্প্রতি বিশ্বের প্রথম ২-ন্যানোমিটার চিপ তৈরি করল কোন কোম্পানি? 

উঃ- আই বি এম

  ৬) ভারতের কোন রাজ্য “মুখ্যমন্ত্রি সেবা সংকল্প হেল্পলাইন ১১০০” চালু করল? 

উঃ- হিমাচল প্রদেশ

  ৭) ভারতের কোন রাজ্য ফ্রি হেলথ ফুড স্কিম এর ব্যাবস্থা করল?

উঃ- মধ্যপ্রদেশ

  ৮) ভারত-ইউরোপ নেতৃত্ববৃন্দের সভার সময় পুনে মেট্রো রেল প্রকল্পের জন্য ভারত এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে কত পরিমাণ অর্থ চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

উঃ- ১৫০ মিলিয়ন ইউরো

  ৯) সম্প্রতি মারা গেছেন মহারাজ কৃষ্ণ কৌশিক এবং রবীন্দ্র পাল সিং, এই দুই ভারতীয় খেলোয়াড় কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন?

উঃ- হকি

  ১০) কোন খেলোয়াড় ২০২১ মাদ্রিদ ওপেন মহিলাদের একক শিরোপা জিতেছেন?

উঃ- আর্যনা সাবালেংকা

 

 

  ১১) NASA-এর ১৪ তম ADMINISTRATOR(প্রশাসক) পদে যোগ দিলেন কে? 

উঃ- বিল নেলসন

  ১২) কোন দেশে সম্প্রতি “জি-২০ টুরিসম মিনিস্টারস মিটিং” এর আয়োজন করা হয়েছিল? 

উঃ- ইটালি

  ১৩) ভারতের কোন রাজ্য সরকার “ফরেস্ট পন্ড” তৈরি করতে চলেছে? 

উঃ- হিমাচল প্রদেশ

  ১৪) কোন সংস্থা “মেফ্লাওয়ার-৪০০” নামের বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন জাহাজ তৈরি করতে চলেছে? 

উঃ- আই বি এম

  ১৫) সম্প্রতি কোন রাজ্য “‘মনোজ দাস আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার” প্রদান করার কথা ঘোষণা করল? 

উঃ- ওডিশা

  ১৬) সম্প্রতি কোন নেপালি শেরপা ২৫ বার মাউন্ট এভারেস্ট আরোহন করে বিশ্ব রেকর্ড করেন?

উঃ- কামি রিতা

  ১৭) কোন খেলোয়াড় ২০২১ মাদ্রিদ ওপেন পুরুষদের একক শিরোপা জিতেছেন?

উঃ- আলেকজান্ডার জাভেরেভ

  ১৮) কোন রাজ্য সরকার ডোর টু ডোর স্ক্রিনিং ড্রাইভ ক্যাম্পেইন চালু করল? 

উঃ- হরিয়াণা

  ১৯) বলিউড অভিনেতা অনুপম খের সম্প্রতি নিউ ইয়র্ক সিটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল ২০২১-এ কোন চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন?

উঃ- হ্যাপি বার্থডে

  ২০) সম্প্রতি কোন সম্প্রতি চর্চায় আসা “Dogecoin” নামক Cryptocurrency কোন প্রাণী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে?

উঃ- কুকুর

 

 

  ২১) ভারতের কোন শিক্ষা বোর্ড “দোস্ত ফর লাইফ” নামক অ্যাপ্লিকেশান চালু করেছে 

উঃ- সি বি এস ই

  ২২) সম্প্রতি ভারতের কোভিড মোকাবিলার জন্য টুইটার এর সি ই ও কত পরিমাণ অর্থ দান করলেন? 

উঃ- ১৫ মিলিয়ন ডলার

  ২৩) রিসার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এর নির্বাহী পরিচালক(Executive Director) পদে কে নিযুক্ত হলেন? 

উঃ- জস যে কাট্টোর

  ২৪) কোন রাজ্যের সরকার “মুখ্যমন্ত্রী কোভিড উপচার যোজনা” চালু করল? 

উঃ- মধ্য প্রদেশ

  ২৫) লণ্ডন এর নাইট ফ্রাঙ্ক সংস্থা কর্তৃক Global Prime Residential Index এ কোন শহর শীর্ষে আছে? 

উঃ- চিন এর শেনযেন 

  ২৬) সম্প্রতি কোন রাজ্য সরকার অনলাইন এ হসপিটাল বেড বুকিং এর জন্য অমৃত বাহিনি নামক Application চালু করল? 

উঃ- ঝাড়খন্ড

  ২৭) কোন ভারতীয় আই টি কোম্পানি কোভিড মোকাবিলার জন্য ১০০ কোটি টাকা দান করল? 

উঃ- Infosys

  ২৮) সম্প্রতি ২০২১ BRICS সম্মেলন এ কোন দেশ চেয়ারম্যান ছিলো?

উঃ- ভারত

  ২৯) কো-অর্ডিনেশান অব হিউম্যান অ্যাফেয়ার্স এর প্রধান কে হলেন?

উঃ- মার্টিন গ্রিফিত

  ৩০) সম্প্রতি ২০২১ সালে বিশ্ব খাদ্য পুরস্কার জিতলেন কে?

উঃ- এস এইচ থিলস্টেড

  ৩১) সম্প্রতি কোন কোম্পানি আন্তর্জাতিক স্তরে টাকা লেনদেন এর ব্যাবস্থা করল? 

উঃ- Google Pay

  ৩২) কোন ভারতীয় International Council for Advertising Self-Regulation এর এক্সেকিউটিভ কমিটি তে নিযুক্ত হয়েছেন?

উঃ- মনিষা কাপুর

  ৩৩) কে ২০২১ সালে ফরচুন ম্যাগাজিন এর ‘ওয়ার্ল্ড’স ৫০ গ্রেটেস্ট লিডারস’ তালিকায় শীর্ষে আছেন?

উঃ- জ্যাকিন্ডা আর্ডারন

  ৩৪) সম্প্রতি কে ২০২১ সালে নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন?

উঃ- কেপি শর্মা অলি

  ৩৫) ভারত থেকে, কে ফরচুন ম্যাগাজিন এর ‘ওয়ার্ল্ড’স ৫০ গ্রেটেস্ট লিডারস’ ২০২১ এ শীর্ষ স্থান অর্জন করেছেন?

উঃ- আদর পূনাওয়ালা

 

 

 

 

Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।