Weekly current affairs PDF

Weekly current affairs PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুলসার্ভিসকমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মে ২০২১, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৫-২০২১ তারিখ থেকে ২২-০৫-২০২১ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – মে, সপ্তাহ – তৃতীয় , (১৬-০৫-২০২১ থেকে ২২-০৫-২০২১)

১) ভারতের পাব্জাবের ২৩ তম জেলা এর নাম কি? 

 উঃ- Malerkotla

  ২) নর্টন মোটরসাইকেল কোম্পানি এর সি ই ও কে হলেন?

উঃ- রবার্ট হেনচেল

  ৩) সম্প্রতি ভারতীয় মহিলা দলের প্রধান কোচ কে হলেন?

 উঃ- রমেশ পাওয়ার

  ৪) সম্প্রতি এয়ারটেল পেমেন্টস ব্যাংক ডিজিটাল মাধ্যমে সোনা কেনার জন্য যে ডিজিটাল প্লাট ফর্ম এর স্থাপনা করেছে তার নাম কি? 

 উঃ- ডিজি গোল্ড

  ৫) বাটা পাদুকা প্রতিষ্ঠানের নবনির্বাচিত প্রধান নির্বাহী কর্মকর্তা’র(Chief Executive Officer) নাম কি?

উঃ- গুঞ্জন শাহ

  ৬) গোদরেজ কন্সুমার প্রোডাক্টস এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও পদে কে নিযুক্ত হলেন? 

উঃ- সুধির সেনাপতি 

  ৭) সম্প্রতি “গো এয়ার” নামক এয়ার লাইন সংস্থা তাদের নাম পরিবর্তন করে কি নাম রেখেছে? 

উঃ- গো ফার্স্ট

  ৮) সম্প্রতি ভারতের কোন রাজ্য “জল জীবন মিশন” চালু করল? 

উঃ- কেরালা

  ৯) মিনি টিভি একটি নতুন চালু করা ফ্রি ভিডিও স্ট্রিমিং পরিষেবা, এই পরিষেবাটি কোন কোম্পানি চালু করেছে?

উঃ- অ্যামাজন 

  ১০) সম্প্রতি ২০২১ সালে “ইউথ ফটোগ্রাফার অব দি ইয়ার” কে হলেন? 

উঃ- পুবারুন বসু

 

 

  ১১) ভারতের কোন রাজ্য সরকার “মোমা মার্কেট” নামক মোবাইল অ্যাপ্লিকেশান চালু করল? 

উঃ- মণিপুর

  ১২) সম্প্রতি কোন ভারতীয় হুইটলি অ্যাওয়ার্ডস ২০২১  জিতেছেন?

উঃ- ওয়াই. নুকলু ফোম

  ১৩) কোন পোল্যান্ড এর টেনিস খেলোয়াড় ইটালিয়ান ওপেন ২০২১ এ মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন? 

উঃ- ইগা সোয়েটেক

  ১৪) লা লিগা সম্প্রতি কোন আমেরিকান ফুটবল খেলোয়াড় এর নামে সোশ্যাল জাস্টিস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এর ঘোষণা করল?

উঃ- করিম আবদুল-জব্বার 

  ১৫) সুযুকি মোটরসাইকেল এর ভারতীয় হেড কে হলেন?

উঃ- সাতোশি উচিদা

  ১৬) সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান Whitw House এর সিনিয়র অ্যাডভাইসার হলেন? 

উঃ- নীরা টান্ডান

  ১৭) কোন সংস্থা উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য Google Cloud এর সাথে পার্টনারশিপ করল? 

উঃ- Space-X

  ১৮) ভারতের প্রথম কৃষি রফতানি সুবিধা কেন্দ্রটি কোন শহরে তৈরি করা হয়েছে?

উঃ- পুণে

  ১৯) সম্প্রতি ইরাণ এর তৈরি করা সুপার কম্পিউটারের নাম কি? 

উঃ- সিমোরগ

  ২০) সম্প্রতি ২০২১ সালে “International Invincible Gold Medal” কে পেলেন? 

উঃ- রমেশ পোখরিয়াল নিশঙ্ক

 

 

  ২১) ভারতের কোন রাজ্যে প্রথম “এগ্রিকালচার এক্সপোর্ট স্যাসিলিয়েশান সেন্টার” তৈরি হতে চলেছে? 

উঃ- মহারাষ্ট্র

  ২২) সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে কে “MMA World Champion” এ প্রথম স্থান অধিকার করেছেন?

উঃ- অর্জুন ভুলার

  ২৩) ভারতের কোন কোম্পানি বৃহত্তম আন্তর্জাতিক সাবমেরিন কেবল সিস্টেম স্থাপন করতে চলেছে?

উঃ- রিলায়েন্স জিও

  ২৪) কে ভোডাফোন আইডিয়া এর চিফ ডিজিটাল অফিসার হলেন?

উঃ- রীমা জৈন

  ২৫) সম্প্রতি ভারতের কোন রাজ্য বিধান পরিষদ গঠন করতে চলেছে?

উঃ- পশ্চিমবঙ্গ

  ২৬) DRDOকর্তৃক তৈরি করা কোভিড-১৯ এর ঔষধ এর নাম কি?

উঃ- 2-DG (2-Deoxy-D-glucose)

  ২৭) সদ্য চালু হওয়া অক্সিজেন পুনর্ব্যবহারযোগ্য সিস্টেম (ওআরএস) কোন সংস্থা তৈরি করেছে?

উঃ- ভারতীয় নৌবাহিনী

  ২৮) এস এন্ড পি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য অনুসারে মোট বিনিয়োগের প্রতি আকৃষ্ট হওয়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভারতীয় বীমা-প্রযুক্তি বাজারের র‌্যাঙ্ক কত?

উঃ- দ্বিতীয়

  ২৯) আরবিআই কর্তৃক অর্থবছর (২০২১-২১) এর উদ্বৃত্ত হিসাবে কেন্দ্রীয় সরকারকে কত পরিমাণ স্থানান্তরিত করবে?

উঃ- ৯৯,১২২ কোটি রুপি

  ৩০) ভারতীয় নৌবাহিনী ৪১ বছর ধরে পরিষেবাতে থাকার পরে তার প্রথম ধ্বংসকারী জাহাজকে বাতিল করেছে, এই ধ্বংসকারী জাহাজের নাম কী?

উঃ- আইএনএস রাজপুত

  ৩১) সম্প্রতি আসাম এর গ্রামীন যোগাযোগ ব্যাবস্থার উন্নতির জন্য ন্যাবার্ড সংস্থা কত পরিমাণ অর্থ প্রদান করল? 

উঃ- ১২৩৬ কোটি রুপি

  ৩২) ICMR এর অনুমতি প্রাপ্ত ভারতের প্রথম কোভিড-১৯ সেলফ টেস্টিং কিট এর নাম কি? 

উঃ- কোভি সেলফ

 

 

 

 

Weekly current affairs PDF May 3rd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।