Famous Characters in Bengali Literature

      চাকরি বাজারের GK বিভাগে সকলকে স্বাগত, আজকের পাঠে আমরা Famous Characters in Bengali Literature নিয়ে আলোচনা করলাম। এই জি. কে বিভাগটি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।

      জি. কে.  বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল বাংলা সাহিত্যের কয়েকটি বিখ্যাত চরিত্র এবং তাদের লেখকগন। বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং চাকরির পরীক্ষায় এই বিভাগ থেকে নানান ধরনের প্রশ্ন এসে থাকে। বিশেষত্ব রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষায় এই বিষয়ে থেকে নানান প্রশ্ন নানান সময় এসেছে। প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষাম, গ্রুপ ডি, সহ নানান পরীক্ষায় নানান ধরনের প্রশ্ন এই বিভাগ থেকে বিভিন্ন সময় এসে থাকে। কয়েকটি উদাহরণের সাহায্যে এই বিভাগ থেকে কি ধরনের প্রশ্ন আসে তা দেখানো হলো। ১. লাবণ্যলতা চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বিখ্যাত উপন্যাসের অংশ ?  উত্তর হবে শেষের কবিতা।  ২. নবকুমার চরিত্রটির স্রষ্টা কে ? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় ? উত্তর হবে ১৮৮২ সাল । ৪. ঘরে বাইরে কার লেখা ? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরকম নানান ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বার বার এসেছে। তাই এই বিভাগটি পরীক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

Famous Characters in Bengali Literature

চরিত্রের নাম

বইয়ের নাম

রবীন্দ্রনাথ ঠাকুর

গোরা, সুচরিতা, বিনয়, ললিতা গোরা (উপন্যাস) – ১৯১০ সাল
অন্নপূর্ণা, বিনোদিনী, মহেন্দ্র, রাজলক্ষী → চোখের বালি (উপন্যাস) – ১৯০৩ সাল
★ কুমুদিনী, বিপ্রদাস, মধুসূদন, শ্যামা → যোগাযোগ (উপন্যাস) – ১৯২৯ সাল
★ নলিনাক্ষ, রমেন, কমলা → নৌকাডুবি (উপন্যাস) – ১৯০৬ সাল
★ অপর্ণা, নক্ষত্ররায়, গোবিন্দমাণিক্য → বিসর্জন (নাটক) – ১৮৯০ সাল
★ অমিত রায়, লাবণ্যলতা → শেষের কবিতা (উপন্যাস) – ১৯২৯ সাল
★ শর্মিলা, উর্মিমালা, শশাঙ্ক  → দুই বোন (উপন্যাস) – ১৯৩৩ সাল 
রঞ্জন, নন্দিনী → রক্তকরবী (নাটক) – ১৯২৬ সাল
মোহিনী, রজনী → করুণা (উপন্যাস) – ১৮৭৭ সাল
বিল্লন, গোবিন্দমাণিক্য → রাজর্ষি (উপন্যাস)
★ মদন, অর্জুন চিত্রাঙ্গদা (চিত্রনাট্য) – ১৪৯২ সাল
★ মিনি, রহমত কাবুলিওয়ালা (ছোট গল্প) – ১৮৯২ সাল
★ রতন → পোস্টমাস্টার (ছোট গল্প)
★ চারুলতা → নষ্টনীড় (ছোট গল্প) – ১৯০১ সাল
★ তারাপদ → অতিথি (ছোট গল্প)
★ বিমলা, নিখিলেশ, সন্দীপ → ঘরে বাইরে (উপন্যাস) – ১৯১৬ সাল
★ চন্দ্রকান্ত, ক্ষান্তমণি → শেষ রক্ষা (নাটক)
★ জগমোহন, নীলমণি, নিলান্দ স্বামী, ননীবালা → চতুরঙ্গ (উপন্যাস) – ১৯১৬ সাল
সরলা, আদিত্য  মালঞ্চ (উপন্যাস) 
মৃণাল, বিন্দু  → স্ত্রীর পত্র (ছোট গল্প) – ১৯১৪ সাল 
য় কালী → অনধিকার প্রবেশ (ছোটগল্প) 
রাজপুত্র, সওদাগর পুত্র →  নিত্য নব্য তাসের দেশ 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

★ নবকুমার,মৃন্ময়ী  → কপালকুণ্ডলা (উপন্যাস)  – ১৮৬৬ সাল 
★ অমরনাথ, শচীন্দ্র → রজনী (উপন্যাস) – ১৮৭৭ সাল
★ নগেন্দ্র, সূর্যমুখী → বিষবৃক্ষ (নাটক) – ১৮৭৩ সাল 
★ তিলোত্তমা, আয়েশা → দুর্গেশ নন্দিনী (প্রথম উপন্যাস) – ১৮৬৫ সাল
★ মহেন্দ্র, কল্যাণী → আনন্দমঠ (উপন্যাস) – ১৮৮২ সাল 
★ ভ্রমর, রোহিণী  → কৃষ্ণকান্তের উইল উপন্যাস – ১৮৯৬ সাল 
★ শৈবালিনী → চন্দ্রশেখর (উপন্যাস) – ১৮৭৫ সাল
★ দরিয়া → রাজ সিংহ (উপন্যাস) 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

কিরণময়ী, সতীশ, সাবিত্রী → চরিত্রহীন (উপন্যাস)  – ১৯১৭ সাল
★ রমেশ, বেনি ঘোষাল → পল্লীসমাজ (উপন্যাস) – ১৯১৬ সাল 
★ সব্যসাচী, অপূর্ব → পথের দাবী (উপন্যাস) – ১৯২৬ সাল 
★ অভাগী, কাঙ্গালি → অভাগীর স্বর্গ (ছোট গল্প)
★ কোমল → শেষ প্রশ্ন (উপন্যাস)  – ১৯৩১ সাল 
★ আমিনা, গফুর মহেশ (ছোট গল্প) 
★ মহিম গৃহদাহ (উপন্যাস) 

মানিক বন্দ্যোপাধ্যায় 

★ শশী, কুসুম → পুতুল নাচের ইতিকথা (উপন্যাস) – ১৯৩৬ সাল
★ কপিলা,  মালা → পদ্মা নদীর মাঝি ( উপন্যাস) – ১৯৩৬ সাল
★ শ্যামা,  শীতলা জননী (উপন্যাস) – ১৯৩৫ সাল 
★ আনন্দ, হেরেমবো দিবারাত্রির কাব্য (উপন্যাস) 
★ যতীন, অতসী  অতসী মামি (ছোট গল্প)
সদানন্দ, বিপিন  অহিংসা (উপন্যাস)
যশোদা  শহরতলী (উপন্যাস)

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ভানুমতী, সত্যচরণ অরণ্যক (ছোটগল্প)
কুসুম, খোকা  → হিংয়ের কচুরি – (ছোট গল্প) 
★ অপু,হরিহর, সর্বজয়া  → পথের পাঁচালী (উপন্যাস) – ১৯২৯ সাল
শংকর রায় চৌধুরী → চাঁদের পাহাড় (উপন্যাস) – ১৯৩৭ সাল
 বেচু চক্রবর্তী, হাজারী ঠাকুর → আদর্শ হিন্দু হোটেল (উপন্যাস) – ১৯৪০ সাল 
গঙ্গাচরণ চক্রবর্তী,  মতি,নিবারণ, দিনোবন্ধু, মোক্ষদা → অশনি সংকেত (উপন্যাস) – ১৯৭৩ সাল 

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

বনওয়ারী, করারী → হাঁসুলী বাঁকের উপকথা (উপন্যাস) – ১৯৪১ সাল 
★ বেকু পন্ডিত,  পদ্ম → গনদেবতা (উপন্যাস)
★ বিশ্বম্ভর রায়, মহিম  জলসাঘর (ছোট গল্প)
★ জীবন  আরোগ্য নিকেতন (উপন্যাস) 
★ নিতাই বসন  কবি (উপন্যাস) 
পক্ষী  তামাশা (ছোট গল্প)
★ নটু বিহারী দুই পুরুষ (উপন্যাস)

বলাইচাঁদ মুখোপাধ্যায়

★ বংশী, মাখন বাবু →  কিছুক্ষণ (ছোটগল্প)
সদাশিব ডাক্তার  →  হাটে বাজারে (উপন্যাস) 

আশাপূর্ণা দেবী

সত্যবতী  → প্রথম প্রতিশ্রুতি (উপন্যাস) – ১৯৬৪ সাল

আশুতোষ মুখোপাধ্যায়

★ লাবণ্য, সোনা বউ  → কাল তুমি আলেয়া (উপন্যাস)

 

 

 

  • সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন 
  • বাংলা সাহিত্যের কয়েকটি বিখ্যাত চরিত্র এবং তাদের লেখকগন  →

বাংলা-সাহিত্যের-কয়েকটি-বিখ্যাত-চরিত্র-এবং-তাদের-লেখকগন

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।