current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুলাই ২০২১, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৭-২০২১ তারিখ থেকে ২২-০৭-২০২১ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – জুলাই, সপ্তাহ – তৃতীয় , (১৬-০৭-২০২১ থেকে ২২-০৭-২০২১)

√  ১) ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশান ভারতের কোন রাজ্যে দেশের বৃহত্তম সোলার পার্ক নির্মাণ করতে চলেছে? উঃ- গুজরাট

  ২) কোন রাজ্যে ভারতের বৃহত্তম ইলেক্ট্রিক গাড়ী চার্জিং স্টেশান তৈরি হল? 

উঃ- গুজরাট
  ৩) সম্প্রতি মিযোরাম এর গভর্ণর কে হলেন? রাজ্য সভার লিডার অব দি হাউস পদে কে নিযুক্ত হলেন?  উঃ- পীযূষ গোয়েল
  ৪) ভারতের প্রথম শস্য বিতরণ এটিএম কোন শহরে উদ্বোধন করা হয়েছে?  উঃ- গুরুগ্রাম
  ৫) ভারতের কোন রাজ্য সরকার ইলেকট্রিক বাইক এবং ট্যাক্সি এর জন্য বিশেষ স্কিম এর ব্যাবস্থা করেছে? উঃ- কর্ণাটক
  ৬) ২০২১ এ কোথায় পুরুষদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- সংযুক্ত আরব আমিরাত
  ৭) মহিন্দ্রা ইলেকট্রিক এর সি ই ও  কে হলেন?  উঃ- সুমন মিশ্র
  ৮) জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিঙ্গাপুর বিশ্বের অন্যতম বৃহত্তম ভাসমান সোলার প্যানেল ফার্ম চালু করেছে। এই সোলার প্যানেল ফার্ম এর ক্ষমতা কত? উঃ- ৬০ মেগা ওয়াট
  ৯) কোন দেশ বিশ্বেরও বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি করল?  উঃ-  সিঙ্গাপুর
  ১০) সম্প্রতি ২০২১ সালে জুনিয়র উইম্বেলডন জিতল কোন টেনিস প্লেয়ার?  উঃ- সমির ব্যানার্জি

 

 

  ১১) কোন ভারতীয় সংস্থা Sputnik V টিকা তৈরি করার ছাড়পত্র পেয়েছে?  উঃ- সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া
  ১২) সম্প্রতি কোন রাজ্য সরকার বজ্রপাতে নিহত ব্যাক্তিদের পরিবারকে ৫ লক্ষ রুপি অনুদান দেওয়ার কথা ঘোষণা করল?  উঃ- রাজস্থান
  ১৩) কোন দিনটিকে নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে হিসেবে পালন করা হয়? উঃ- ১৮ জুলাই
  ১৪) ভারতের প্রথম গ্রিন এনার্জি মোবিলিটি প্রোজেক্ট কোথায় তৈরি করা হচ্ছে? উঃ- লাদাখ
  ১৫) সম্প্রতি বায়োডিগ্রেডেবল প্যাকেট তৈরি করল কোন ভারতীয় সংস্থা?  উঃ- DRDO
  ১৬) কোন দেশ বিশ্বের প্রথম কোভিড এর Conjugate Vaccine তৈরি করল? উঃ- কিউবা
  ১৭) ভারত কোন দেশ থেকে প্রথম দফায় দুটি MH-60R helicopter কিনল?  উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র
  ১৮) গুগল ক্লাউড ভারতে দ্বিতীয় ক্লাউড সিস্টেম কোথায় চালু করেছে? উঃ- দিল্লী
  ১৯) সম্প্রতি ২০২১ সালে Cannes ফিল্ম ফেস্টিভ্যালে Palme d’Or জিতেছে কোন সিনেমা? উঃ- Titane
  ২০) কোষে ক্যান্সার সৃষ্টিকারী পরিবর্তনগুলি সনাক্ত করতে সম্প্রতি কোন ইনস্টিটিউট কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যালগরিদম তৈরি করেছে? উঃ- আই আই টি মাদ্রাস

 

 

  ২১) ২০২১ সালে ব্রিটিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের বিজয়ীর নাম কি? উঃ- লুইস হ্যামিলটন
  ২২) টোকিও অলিম্পিক গেমস ২০২১ উপস্থাপনের জন্য অলিম্পিক লরেল হিসেবে কোন ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয়েছে? উঃ- মুহাম্মদ ইউনূস
  ২৩) ভারতের কোন রাজ্য সরকার “One Block One Product” স্কিম চালু করতে চলেছে?  উঃ- হরিয়ানা
  ২৪) কোন কোম্পানি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক এয়ারপোর্ট এর পরিচালনার দায়িত্ব নিল?  উঃ- আদানি গ্রুপ
  ২৫) ভারতের প্রথম “মঙ্ক ফ্রুট” চাষ শুরু হল কোথায়?  উঃ- হিমাচল প্রদেশ
  ২৬) সম্প্রতি কোন খেলোয়াড় টি-২০ ক্রিকেট এ ১৪০০০ রান এর রেকর্ড গড়লেন?  উঃ- ক্রিস গেইল
  ২৭) মোহন বাগান ফুটবল ক্লাব কোন খেলোয়াড় কে “মরণোত্তর মোহন বাগান রত্ন” সম্মানে সম্মানিত করল?  উঃ- শিবাজি ব্যানার্জি
  ২৮) কোন হাই কোর্ট তার বিচার প্রক্রিয়া Youtube এ লাইভ স্ট্রিম শুরু করল?  উঃ- গুজরাট হাই কোর্ট
  ২৯) কোন দেশে প্রথম “মাঙ্কি বি ভাইরাস” এ আক্রান্ত ব্যাক্তির মৃত্যু হল?  উঃ- চিন
  ৩০) ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সম্প্রতি কোন রাজ্যের সাথে চুক্তি বদ্ধ হল?  উঃ- রাজস্থান
  ৩১) ইন্টারনেট সিকিউরিটি এর উন্নতির জন্য মাইক্রোসফট সম্প্রতি কোন সংস্থা কে কিনে নিতে চলেছে?  উঃ- RISKIQ

 

 

  ৩২) ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে ভারতের কোন রাজ্য সর্বপ্রথম শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সংক্রান্ত নথি প্রদান করার ঘোষণা করেছে? উঃ- মহারাষ্ট্র
  ৩৩) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোন শহরে ভারতের প্রথম ‘গ্রিন হাইড্রোজেন’ প্লান্ট স্থাপনের পরিকল্পনা করেছে? উঃ- মথুরা
  ৩৪) কোন খেলোয়াড় ২০২১ সালে Sparkassen Trophy জিতেছেন? উঃ- বিশ্বনাথ আনন্দ
  ৩৫) কোন দেশ বিশ্বের দ্রুততম ইন্টারনেট স্পীডের রেকর্ড গড়ল? উঃ- জাপান
  ৩৬) কোন রাজ্য সরকার পিছিয়ে পড়া দুর্বল সম্প্রদায়ের জন্য ১০% সংরক্ষণ এর কথা ঘোষণা করল?  উঃ- অন্ধ্র প্রদেশ
  ৩৭) আই সি সি ট-২০ র‍্যাংকিং এ শীর্ষে রয়েছে কোন দল?  উঃ- ইংল্যান্ড

 

Weekly current affairs 2021 PDF July 3rd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।