Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুলাই ২০২১, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৭-২০২১ তারিখ থেকে ১৫-০৭-২০২১ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – জুলাই, সপ্তাহ – দ্বিতীয় , (০৮-০৭-২০২১ থেকে ১৫-০৭-২০২১)

√  ১) ভারতের নতুন স্বাস্থ্য মন্ত্রী কে হলেন? উঃ- মনসুখ মন্দাভিয়া

  ২) কোন অভিনেত্রী বিশ্বব্যাপী তহবিল (WWF) এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর হলেন?

উঃ- অনুষ্কা শেট্টি
  ৩) সম্প্রতি মিযোরাম এর গভর্ণর কে হলেন?  উঃ- হরি বাবু কামভম্পতি
  ৪) ভারতের কোন রাজ্য সরকার টোকিও অলিম্পিক এ সোনা জয়ীদের ১.২ কোটি রুপি দেওয়ার কথা ঘোষণা করলেন?   উঃ- মণিপুর
  ৫) কোন অনলাইন পেমেন্ট কোম্পানি পোস্ট পেড মিনি নামক ছোট লোন এর সার্ভিস চালু করেছে? উঃ- পেটিএম
  ৬) সরকার মাছ চাষিদের জন্য একটি অনলাইন লার্নিং কোর্স অ্যাপ্লিকেশন চালু করেছে, তার নাম কি? উঃ- মৎস্ সেতু
  ৭) ভারতের নতুন রেলমন্ত্রী কে হলেন?  উঃ- অশ্বিনী বৈষ্ণব
  ৮) সম্প্রতি মারা গেলেন টেনিস খেলোয়াড় কেশব চন্দ্র দত্ত, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৯৫ বছর
  ৯) কোন ভারতীয় ইটালি তে যুদ্ধ স্মৃতি সৌধ উদ্বোধন করলেন? উঃ- আর্মি চিফ মনোজ মুকুন্দ নারাভনে
  ১০) ভারতের কোন রাজ্য সরকার OTT প্লাটফর্ম চালু করতে চলেছে?  উঃ- কেরালা

 

 

  ১১) কোন এয়ারলাইন কোম্পানি ২০২১ সালে সেরা এয়ারলাইন কোম্পানির তকমা পেয়েছে? উঃ- কোরিয়ান এয়ারলাইন
  ১২) ভারতের প্রথম আরবিট্রেশন সেন্টার স্থাপন করা হচ্ছে কোন শহরে? উঃ- গান্ধিনগর
  ১৩) ভারতীয় রেলওয়ে কোন শহরে ‘অ্যাকোয়াটিক কিংডম’ নামক ভারতের প্রথম চলমান মিষ্টি জলের টানেল অ্যাকোয়ারিয়াম স্থাপন করেছে? উঃ- বেঙ্গালোর
  ১৪) সম্প্রতি কে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নতুন মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন? উঃ- পশুপতি কুমার পরশ
  ১৫) বিশ্বের দীর্ঘতম বালির তৈরি দুর্গ সম্প্রতি কোন দেশে উদ্বোধন করা হয়েছে? উঃ- ডেনমার্ক
  ১৬) সম্প্রতি কোন ভারতীয় অর্থনীতিবিদ Humboldt Research পুরস্কার পেলেন?  উঃ- কৌশিক বসু
  ১৭) ভারতের কোন রাজ্য সরকার ৫৭ বছর বেশি বয়সের নাগরিকদের জন্য পেনশান এর ব্যাবস্থ্যা করল?  উঃ- তেলেঙ্গানা
  ১৮) Fengyun-3E নামক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল কোন দেশ?  উঃ- চিন
  ১৯) সম্প্রতি ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীরের গুলমার্গে কোন বলিউড অভিনেত্রীর নাম অনুসারে একটি ফায়ারিং রেঞ্জের নাম দিয়েছে? উঃ- বিদ্যা বালন
  ২০) প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমানবাহিনীকে আকাশ ক্ষেপণাস্ত্র তৈরি ও সরবরাহের জন্য কোন সংস্থার সাথে ৪৯৯ কোটি টাকার চুক্তি করেছে? উঃ- ভারত ডায়নামিক্স লিমিটেড

 

 

  ২১) কোভিড -১৯ দ্বারা আক্রান্ত স্বল্প আয়ের গ্রাহকদের জন্য কোন ব্যাংক ‘ঘর ঘর রেশন’ প্রোগ্রাম চালু করেছে? উঃ- IDFC ফার্স্ট ব্যাংক
  ২২) কোন ই-কমার্স কোম্পানি প্যাকেজিং এর জন্য সিঙ্গেল ইউস প্লাস্টিক ব্যবহার বন্ধ করল? উঃ- ফ্লিপকার্ট
  ২৩) Federal Bank এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও কে হলেন? উঃ- শ্যাম স্রিনিবাসন
  ২৪) ভূমধ্যসাগর এ কোন দেশের সাথে ভারতীয় সেনার অনুশীলন অনুষ্ঠীত হল?  উঃ- ইটালি
  ২৫) আই সি সি মহিলা ওয়ান ডে ইন্টারন্যাশনাল র‍্যাংকিং এ কোন ব্যাটসম্যান শীর্ষে আছেন? উঃ- মিথালি রাজ
  ২৬) ভারতের প্রথম বেসরকারী তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্রটি কোন শহরে উদ্বোধন করা হয়েছে? উঃ- নাগপুর এ
  ২৭) ২০২১ সালে উইম্বলডন টেনিসে মহিলাদের একক শিরোপা কে জয়লাভ করেন? উঃ- অ্যাশলেইগ বার্টি
  ২৮) কোন শহরে ৫০ টিরও বেশি প্রজাতির ক্রিপ্টোগাম গাছের বৈশিষ্ট্যযুক্ত ভারতের প্রথম ক্রিপ্টোগামিক বাগান স্থাপন করা হয়েছে? উঃ- দেরাদুন এ
  ২৯) কোন খেলোয়াড় ২০২১ সালে উইম্বলডন টেনিস পুরুষদের একক শিরোপা জিতেছেন? উঃ- নোভাক জোকোভিচ
  ৩০) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর সি ই ও কে হলেন? উঃ- মনু সোহনি
  ৩১) ভারতে টুইটার এর অভিযোগকারী কর্মকর্তা হিসেবে কে নিযুক্ত হয়েছেন?  উঃ- বিনয় প্রকাশ

 

 

  ৩২) কোন দল ২০২১ সালে কোপা আমেরিকা শিরোপা জিতেছে? উঃ- আর্জেন্টিনা
  ৩৩) মালদহের কোন আম এবার বাহরিন এ রপ্তানি করা হল?  উঃ- ফজলি
  ৩৪) ইউরো কাপ জিতল কোন দেশ? উঃ- ইতালি
  ৩৫) ভারতের কোন এয়ার পোর্ট “ওপারেশান প্রবাহ” চালু করল?  উঃ- কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
  ৩৬) সুইডেন এর প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Stefan Löfven
  ৩৭) কোন ব্যাংক ভারতীয় সৈন্যদের সম্মানে “Power Salute” চালু করল?  উঃ- Axis ব্যাংক
  ৩৮) ২০২১ সালে “খেলো ইন্ডিয়া” ইউথ গেমস এর আয়োজন করবে কোন রাজ্য? উঃ- হরিয়াণা
  ৩৯) সম্প্রতি কোন রাজ্য দুই সন্তান পলিসি” এর কথা ঘোষণা করেছে?  উঃ- উত্তর প্রদেশ
  ৪০) কোন দেশে পৃথিবীর সবচেয়ে গভির সুইমিং পুল তৈরি করা হয়েছে?  উঃ- সংযুক্ত আরব আমিরাত
  ৪১) ২০২১ ইউরো কাপ টুর্নামেন্ট এ কোন খেলোয়াড় সোনার বুট জিতেছেন?  উঃ- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  ৪২) নেপালের নতুন প্রধানমন্ত্রী কে হলেন?  উঃ- শের বাহাদুর দেউবা
  ৪৩) ভারতের সহায়তায় ৬৭৯-মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কোন দেশ ভারতের সাথে ১.৩ বিলিয়ন ডলার চুক্তি করেছে? উঃ- নেপাল
  ৪৪) সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশ “BHIM UPI” পেমেন্ট সিস্টেম চালু করল?  উঃ- ভূটান
  ৪৫) ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হল?  উঃ- বিহারের পাটনা
  ৪৬) সম্প্রতি জর্জিয়া তে মহাত্মা গান্ধীর মূর্তি উদ্বোধন করলেন কে?  উঃ- S. Jaishankar

 

Weekly current affairs 2021 PDF July 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।