Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুন ২০২১, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৬-২০২১ তারিখ থেকে ৩০-০৬-২০২১ তারিখ পর্যন্ত জুন মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – জুন, সপ্তাহ – চতুর্থ , (২৩-০৬-২০২১ থেকে ৩০-০৬-২০২১)

√  ১) WWF এর ফরেস্ট ফ্রন্টলাইন হিরোস এর ব্রান্ড অ্যামব্যাসাডর কে হলেন?  উঃ- উপাসনা কামিনেনি

  ২) সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা যুব উদ্যামি যোজনা চালু করল?  

উঃ- বিহার
  ৩) ভারতের কোন রাজ্য সরকার কোভিড এ মাতা পিতা হারানো বাচ্চা দের জন্য আশির্বাদ যোজনা চালু করল? উঃ- ওডিশা
  ৪) কোন রাজ্য সরকার দৌড়বিদ মিলকা সিং এর স্মৃতিতে প্যারাগ্লাইডিং ক্লাব খুলতে চলেছে?  উঃ- হরিয়ানা
  ৫) জম্মু-কাশ্মীর থেকে মহিলা হিসেবে প্রথম যুদ্ধ বিমান এর পাইলট কে হলেন?  উঃ- মাউয়া সুদান
  ৬) ডঃ তাদাং মিনু প্রথম ভারতীয় মহিলা যিনি আন্তর্জাতিক বক্সিং সমিতি (এআইবিএ) এর কোচ কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা? উঃ- অরুণাচল প্রদেশ
  ৭) সম্প্রতি ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সাইন্সেস এর ডিরেক্টর কে হলেন? উঃ- প্রতিমা মূর্তি
  ৮) ভারতে 5G নেটওয়ার্ক স্থাপন করার জন্য এয়ারটেল কোন কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হয়েছে। উঃ- টাটা কন্সল্টেন্সি সার্ভিসেস
  ৯) সম্প্রতি কোন দেশ উচ্চ ক্ষমতা সম্পন্ন লেসার ওয়েপন সিস্টেম এর সফল পরীক্ষা করেছে?  উঃ- ইসরায়েল
  ১০) কোন দেশ আই সি সি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এ প্রথম স্থান দখল করেছে?  উঃ- নিউ জিল্যান্ড

 

 

  ১১) টোকিও অলিম্পিক ২০২১-এ অংশ নিয়ে ভারতীয় পুরুষদের হকি দলের ক্যাপ্টেন হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে? উঃ- মনপ্রীত সিং
  ১২) ভারতের কোন রাজ্যে, বিশ্বের প্রথমবারের মতো জিনগতভাবে পরিবর্তিত (জিএম) রাবার গাছ লাগানো হয়েছে? উঃ- আসাম
  ১৩) সম্প্রতি প্যানাসনিক কোম্পানির ব্রান্ড অ্যামব্যাসাডর হলেন কোন টেনিস খেলোয়াড়? উঃ- নাওমি ওসাকা
  ১৪) IFFCO সম্প্রতি ন্যানো ইউরিয়া উতপাদনের জন্য কোন দেশের সাথে চুক্তি বদ্ধ হল?  উঃ- আর্জেন্টিনা
  ১৫) ভারত সম্প্রতি ওডিশা উপকূলে তার দেশীয় প্রযুক্তিতে নকশাকৃত এবং বিকাশযুক্ত সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটির নাম কি? উঃ- নির্ভয়
  ১৬) কোন রাজ্য আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে তার পাঁচ সদস্যের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেছে? উঃ- তামিলনাড়ু
  ১৭) খ্যাতিমান সফটওয়্যার বিকাশকারী এবং ম্যাকাফি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটির নির্মাতা আত্মহত্যা করার কারণে ৭৫ বছর বয়সে মারা গেছেন, তাঁর নাম কি? উঃ- জন ম্যাকাফি
  ১৮) সম্প্রতি মিযোরাম এর স্বাস্থ্য ব্যবস্থা এর উন্নতির জন্য ভারত সরকার কোন ব্যাংক থেক ৩২ মিলিয়ন ডলার ঋণ নিয়েছে?  উঃ- বিশ্ব ব্যাঙ্ক
  ১৯) সম্প্রতি কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার প্রোটেকশান সেল তৈরি করেছে? উঃ- রাজস্থান
  ২০) কোন সংস্থা ২০২১ সালে ভারতের বেস্ট এমপ্লয়ার এর তকমা পেয়েছে?   উঃ- NTPC

 

 

  ২১) কোন ব্যাংক স্বাস্থ্যসেবা খাতে আরোগ্যাম স্বাস্থ্যসেবা ব্যবসায়ীক লোন প্রকল্প চালু করেছে? উঃ- SBI
  ২২) দিল্লি স্পোর্টস ইউনিভার্সিটির প্রথম উপাচার্য পদে কে নিযুক্ত হয়েছেন? উঃ- কর্ণম মলেশ্বরী
  ২৩) সি বি আই  এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?  উঃ- প্রবিন সিনহা
  ২৪) সম্প্রতি Airtel এর CPO কে হলেন?  উঃ- অমৃতা পাড্ডা
  ২৫) নেটওয়ার্ক সংস্থা Jio, 5G নেটওয়ার্ক চালু করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হল? উঃ- Google Cloud
  ২৬) ভারতের কোন রাজ্য সরকার Student Credit Card চালু করতে চলেছে? উঃ- পশ্চিমবঙ্গ
  ২৭) কোন আর্থিক সংস্থা ‘রেসিলেেন্ট কেরালা প্রোগ্রাম’ এর জন্য ১২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে? উঃ- বিশ্ব ব্যাংক
  ২৮) কোন ভারতীয় রাজ্যটি ইন্ডিয়া স্মার্ট সিটিস অ্যাওয়ার্ড কনটেস্টে (আইএসএসি) 2020 শীর্ষে রয়েছে? উঃ- উত্তর প্রদেশ
  ২৯) এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ্লিকেশন ‘উইকার’ সম্প্রতি কোন টেক জায়ান্ট দ্বারা অর্জিত হয়েছে? উঃ- Amazon
  ৩০) প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করার নতুন বর্ধিত সময়সীমা কী? উঃ- ৩০ সেপ্টেম্বর ২০২১
  ৩১) সম্প্রতি কোন সংস্থা E-pgs নামক ওয়েব পোর্টাল চালু করল?  উঃ- LIC

 

 

  ৩২) কোন রাজ্য পশুদের জন্য Animal War Room চালু করল? উঃ- কর্ণাটক
  ৩৩) pinaka মিসাইল এর সফল পরীক্ষা করল কোন সংস্থা? উঃ- DRDO
  ৩৪) ভারতের কোন রাজ্য সরকার অলিম্পিকে সোনা জয়ীদের ৬ কোটি রুপি পুরস্কারের কথা ঘোষণা করল? উঃ- হরিয়াণা
  ৩৫) কে ভারতে টুইটার অভিযোগ কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন? উঃ- Jeremy Kessel 
  ৩৬) একদিনে পরপর তিনটি স্বর্ণপদক জয়ের জন্য সম্প্রতি ভারতের দীপিকা কুমারী খবরে এসেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত?  উঃ- তীরন্দাজি
  ৩৭) ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এর Additional Chairman পদে কে নিযুক্ত হলেন?  উঃ- মিনিশ সাহ
  ৩৮) সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করেছেন কোন ফুটবল খেলোয়াড়?  উঃ- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  ৩৯) সম্প্রতি নির্মলা সীতারমণ কোভিড -১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ এ ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও ব্যবসায়িকদের জন্য কত মূল্যের প্যাকেজের ঘোষণা করেছেন? উঃ- ৬,২৮,৯৯৩ কোটি রুপি
  ৪০)  অনুশীলন Sea Breeze ২০২১ একটি বহুজাতিক সামুদ্রিক অনুশীলন, এই অনুশীলন এর আয়োজক দেশ কারা? উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন
  ৪১) ২০২১ সালের সার্ভে অনুসারে ভারতের কোন শহর বিদেশী দের কাজের জন্য খুব ব্যায় সাপেক্ষ? উঃ- মুম্বাই
  ৪২) সম্প্রতি কথায় DRDO Agni-Prime নামক পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর সফল পরীক্ষা সম্পন্ন করল?  উঃ- ওডিশা
  ৪৩) কোন রাজ্য ফেন্টন বর্জ্য জল শোধনাগার তৈরি করল?  উঃ- গুজরাট
  ৪৪) জাপান সম্প্রতি কোন ভারতীয় সাংবাদিককে Fukuoka Grand Prize 2021 দিয়ে সম্মানিত করল?  উঃ- পি. সাইনাথ
  ৪৫) সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত আমেরিকান অভিনেতা স্টুয়ার্ট ড্যামন, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৪ বছর
  ৪৬) রাহি সারনোবাত সম্প্রতি কোন ইভেন্টে ভারতের হয়ে স্বর্ণপদক দাবি জিতেছেন? উঃ- সুটিং এ
  ৪৭) মোস্তফা কামাল আতাতুর্ক ২০২১, যৌথ সামরিক মহড়া কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? উঃ- তুরস্ক এবং আজারবাইজান
  ৪৮) ভারতে হোয়াটসঅ্যাপ পেমেন্টস এর প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উঃ- Manesh Mahatme

 

Weekly current affairs 2021 PDF June 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।