Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুন ২০২২, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৬-২০২২ তারিখ থেকে ০৭-০৬-২০২২ তারিখ পর্যন্ত জুন মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – জুন, সপ্তাহ – প্রথম, (০১-০৬-২০২২ থেকে ০৭-০৬-২০২২)

√  ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক প্যরেন্টস ডে পালন করা হয়?  উঃ- ১ জুন

  ২) প্রতি বছর কোন দিনে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়? 

উঃ- ১ জুন
  ৩) বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের কোন রাজ্যকে তামাক নিয়ন্ত্রনের জন্য পুরস্কৃত করতে চলেছে?  উঃ- ঝাড়খণ্ড
  ৪) ২০২২ সালে টাইমস বিজনেস অ্যাওয়ার্ড জিতলেন কে?   উঃ- রশমি সাহু
  ৫) সশস্ত্র সীমা বল এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?  উঃ- S L Thaosen
  ৬) পুরুষদের এশিয়া হকি কাপ এ ভারত কোন পদক জিতেছে?  উঃ- ব্রোঞ্জ
  ৭) বিউরো অব সিভিল অ্যাভিয়েশান সিকিউরিটি এর ডেপুটি জেনারেল পদে কে নিযুক্ত হলেন?  উঃ- যুলফিকার হাসান 
  ৮) সম্প্রতি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি হয়েছে। এর নাম কি? উঃ- Frontier
  ৯) প্রতি বছর কোন দিনে বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়?  উঃ- ০৩ জুন
  ১০) সারা দেশে ফিট ইন্ডিয়া ফ্রিডম রাইডার সাইকেল এর সূচনা করলেন কে?  উঃ- অনুরাগ ঠাকুর

 

 

  ১১) ভারতের প্রথম লিকুইড মিরর টেলিস্কোপ কোথায় প্রতিস্থাপন করা হবে?  উঃ-  উত্তরাখন্ড
  ১২) প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী অঞ্জলাই পোন্নুসামি, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ১০২ বছর
  ১৩) ভারতের কোন রাজ্য ইউনাইটেড নেশানস এ বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড পেয়েছে?  উঃ- মেঘালয় 
  ১৪) সম্প্রতি HDFC ব্যাঙ্ক ডিজিটাল ট্রান্সফর্মেশান এর জন্য কোন সংস্থার সাথে চুক্তি করেছে?  উঃ- Accenture
  ১৫) সম্প্রতি রাজস্থান সরকার গর্ভবতী মহিলাদের জন্য যে হেলথ কেয়ার অভিযান চালু করেছে তার নাম কি?  উঃ- আঁচল
  ১৬) ইউনাইটেড নেশানস Turkey এর নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহন করেছে। এই দেশের নতুন নাম কি হতে চলেছে?  উঃ- Turkiye
  ১৭) উত্তরপ্রদেশ এ জেওয়ার এয়ারপোর্ট তৈরি করার বরাত পেল কোন সংস্থা?     উঃ- টাটা প্রজেক্টস
  ১৮) ভারত বাংলাদেশ যৌথ সেনা অনুশীলন সম্প্রীতি কবে চালু হল?  উঃ- ০৫ জুন
  ১৯) ইউনিয়ন ব্যাঙ্ক এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- A Manimekhalai 
  ২০) বেস্ট ইউস অব জিরো কার্বন টেকনলজি তে ইন্টারন্যাশনাল সাস্টেইনেবল রেলওয়ে অ্যাওয়ার্ড জিতল কোন রেলওয়ে? উঃ- ভারতীয় রেলওয়ে

 

 

 

√  ২১) কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় চেন্নাই এর ড্রোন নির্মাতা সংস্থা গরুড় অ্যারোস্পেস এ নিবেশ করেছেন?  উঃ- এম এস ধোনি
  ২২) প্রতি বছর কোন দিনে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করা হয়?  উঃ- ০৭ জুন
  ২৩) অন্ধ্রপ্রদেশ সরকার দুর্নীতিগ্রস্ত সরকারী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য যে অ্যাপের উদ্বোধন করেছেন তার নাম কি?  উঃ- ১৪৪০০ অ্যাপ

 

Weekly Current Affairs 2022 PDF June 1st week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।