বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 22 থেকে 30 সেপ্টেম্বর 2020

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 22 থেকে 30 সেপ্টেম্বর 2020 চতুর্থ সপ্তাহ

মাসসেপ্টেম্বর, সপ্তাহচতুর্থ, (২২০৯২০২০ থেকে ৩০০৯২০২০)

 

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

 

১. এই প্রথম ভারতীয় নৌসেনার অন্তর্গত আই এন এস গরুড়া যুদ্ধজাহাজে অন্তর্গত এইচ সি ৬০ হেলিকপ্টারের পাইলট হিসাবে নিযুক্ত হলেন দুজন মহিলা অফিসার, তাদের নাম কি? উঃ – লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী এবং সাব-লেফটেন্যান্ট রিসিং রীতি সিং
২. প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি এর লেখা স্মৃতিচারণামূলক বই এর নাম কি? উঃ – এ প্রমিস’ড ল্যান্ড
৩. কৃষিতে শ্রেষ্ঠ অবদানের জন্য কৃষিকর্মন পুরস্কার পেল কোন রাজ্য? উঃ –  পশ্চিমবঙ্গ
৪. ভারতের নতুন সংসদ ভবন নির্মাণের জন্য কোন নির্মাণ সংস্থা বিড জিতেছে? উঃ – টাটা গ্রুপ
৫. ‘ব্লু ফ্লাগ’ সার্টিফিকেশন এর জন্য ভারতের মোট কয়টি সমুদ্র সৈকত মনোনীত হলো? উঃ – ৮ টি
৬. সম্প্রতি কোন ব্যাংক ‘আই লেড ২.০’ পরিষেবা চালু করেছে? উঃ – কানারা ব্যাঙ্ক
৭. চীনের সাথে উত্তেজনার মধ্যে লাদাখে অভিযানের জন্য ভারতীয় সেনা কোন বন্ধুক প্রস্তুত করেছে? উঃ – বোফোর্স
৮. করোনায় ক্ষতিগ্রস্ত মালদ্বীপকে সম্প্রতি ভারত কত টাকা আর্থিক সাহায্য প্রদান করল? উঃ –  ২৫০ মিলিয়ন মার্কিন ডলার
৯. সম্প্রতি কোন টেলিকম কম্পানি “৪ জি নেটওয়ার্ক সার্ভিস গিগা নেট”   পরিষেবা ব্যবস্থা চালু করল? উঃ – ভি আই
১০. ২০২৪ সালে নাসা চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করলো, এই মহাকাশ অভিযানের নাম কি রাখা হয়েছে? উঃ – আর্টোমিস
১১. সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্য শিক্ষক পুরস্কার আইন ২০২০ প্রকল্প চালু করল? উঃ – হরিয়ানা
১২. ভারতের প্রথম একচেটিয়া বেসরকারি জেট টার্মিনালটি কোন বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে? উঃ – ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
১৩. জে কে এল সি সিক্সার সিমেন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার? উঃ – রোহিত শর্মা
১৪. সম্প্রতি প্রয়াত পূর্বা দাম কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? উঃ –  সঙ্গীত
১৫. ‘ইন্টারন্যাশনাল ডে অব সাইন ল্যাংগুয়েজ’  পালন করা হয় কত তারিখে? উঃ – ২৩ শে সেপ্টেম্বর

 

 

১৬. কোন দেশ বিনামূল্যে রাষ্ট্রসংঘের সব কর্মীকে স্পুটনিক ভি করোনার টিকা দেওয়ার কথা ঘোষণা করল? উঃ – রাশিয়া
১৭. সম্প্রতি কোন দেশ টিকটক এবং উই চ্যাট ব্যান করল? উঃ – আমেরিকা
১৮. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ঘর তক ফাইবার স্কিম চালু করলেন কোন রাজ্যে? উঃ – বিহারে
১৯. সম্প্রতি কোন দেশ ধর্ষন কে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা কর? উঃ – লাইবেরিয়া
২০. পুরুষ বিভাগে ইটালিয়ান ওপেন ২০২০ শিরোপা জিতলেন কোন টেনিস খেলোয়াড়? উঃ – নোভাক জোকোভিচ 
২১. কৃষকদের পণ্যের সঠিক দাম এবং বাজারের সঙ্গে পরিচয়ের জন্য ‘ই-পিক পাহানি’ নামে আ্যাপ চালু করল কোন রাজ্য? উঃ – মহারাষ্ট্র
২২. “আজাদিঃফ্রিডম,ফ্যাসিজম,ফিকশান” বইটি কে লিখেছে? উঃ – অরুন্ধতী রায়
২৩. সম্প্রতি ভারত কোন দেশের সাথে ভারত মহাসাগরে দুই দিনের সামরিক অনুশীলনের আয়োজন করল? উঃ – অস্ট্রেলিয়া
 ২৪. ‘বিশ্ব গণ্ডার দিবস’ কবে পালন করা হয়? উঃ – ২২ শে সেপ্টেম্বর
 ২৫. সম্প্রতি কোন কেন্দ্র শাসিত অঞ্চল অনলাইনে জমি ক্রয় বিক্রয়ের জন্য ‘ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশান’ ব্যবস্থা ব্যবস্থা চালু করেছে? উঃ – জম্মু-কাশ্মীর
২৬. আই এম এফ এক্সিকিউটিভ ডিরেক্টরের  উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ – সিমাঞ্চলা দাস
 ২৭. বিশ্ব শান্তি দিবস -২০২০ এর থিম কি ছিল? উঃ – সেপিং পিস টুগেদার
 ২৮. সম্প্রতি প্রয়াত হলেন এভারেস্ট বিজয়ী নেপালের অঙ্গ রিতা শেরপা, ইনি কতবার এভারেস্ট জয় করেছেন?  উঃ – ১০ বার
২৯. সম্প্রতি গলফ ক্লাব চাম্পিয়নশিপ জয়ী অ্যাশ বার্টি কোন দেশের টেনিস তারকা? উঃ – অস্ট্রেলিয়া
৩০. ভারত সম্প্রতি বাণিজ্য শক্তি বৃদ্ধির জন্য কোন দেশের সাথে সরাসরি কার্গো ফেরি চালু করল? উঃ –মালদ্বীপ
 ৩১. “কিচেনস অব গ্রাটিটিউড” বইটি কে লিখেছে? উঃ – বিকাশ খান্না 
 ৩২. পি এম সি ব্যাঙ্ক এর নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ – এ কে দাস
৩৩. গেমিং কোম্পানি যেনি ম্যাক্স – কে ৭.৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিল কোন কোম্পানি? উঃ – মাইক্রোসফট
৩৪. কোন সংস্থা হাই স্পিড এক্সপেনডেবল অ্যারিয়াল টার্গেট ড্রোন এর সফল পরীক্ষা সম্পন্ন করল? উঃ –  ডি আর ডি ও
৩৫. ইসমাইল তোরোমা কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলে? উঃ – বোগেনভিল
 ৩৬. ভারতের প্রথম কোথায় কোস্ট গার্ড একাডেমি তৈরি হতে চলেছে? উঃ – ম্যাঙ্গালোর
 ৩৭. এসার ইন্ডিয়া– র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেন কোন বলিউড অভিনেতা? উঃ – সনু সুদ
 ৩৮. সম্প্রতি সোমালিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ – মোহাম্মদ হোসেন রুবেল
৩৯. ২৬ শে সেপ্টেম্বর ২০২০ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কত তম জন্মবার্ষিকী পালন করা হলো? উঃ – ২০০ তম
৪০. সম্প্রতি ‘গ্রাম্য পরিবহন আছনি’ যোজনা চালু করল কোন রাজ্য সরকার? উঃ – আসাম
৪১. গ্লোবাল পিস ইনডেক্স ২০২০ তে শীর্ষে রয়েছে কোন দেশ? উঃ – আইসল্যান্ড
 
৪২. প্রথম ভারতীয় মহিলা হিসেবে রাফাল যুদ্ধবিমান চালাবে কোন মহিলা? উঃ – শিবাঙ্গী সিং
৪৩.   ‘ইউ রাইস’ নামে জব পোর্টাল লঞ্চ করল কোন রাজ্য সরকার? উঃ- উত্তর প্রদেশ
৪৪. ভারতের কোন শহরে প্রথম ট্রাম লাইব্রেরী চালু হয়েছে? উঃ – কলকাতা
৪৫. উত্তর আরব সাগরে জে আই এম ই এক্স নামে দ্বিপাক্ষিক নৌসেনা অনুশীলনীর চতুর্থ সংস্করণ শুরু করলো কোন দুটি দেশ? উঃ – ভারত ও জাপান
৪৬. সম্প্রতি প্রয়াত হলেন শেখর বসু, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? উঃ – পরমাণু বিজ্ঞান
৪৭. ৫১ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়া অনুষ্ঠিত হতে চলেছে কোথায়? উঃ – গোয়া
৪৮. সচ কহুঁ তো শিরোনামে স্মৃতি মূলক গ্রন্থ প্রকাশ করেছেন কোন প্রখ্যাত লেখিকা? উঃ –  নীনা গুপ্তা
৪৯. সিয়েট টায়ারের নতুন বাণিজ্যিক মুখপাত্র নিযুক্ত হলেন কে? উঃ – আমির খান
৫০. উত্তর প্রদেশের প্রথম কোথায় শকুন সংরক্ষণ কেন্দ্র হতে চলেছে? উঃ – গোরখপুর
৫১. মুশিক নামে মাইক্রোপ্রসেসর তৈরি করল কোন প্রতিষ্ঠান? উঃ – আই আই টি মাদ্রাস
৫২. সম্প্রতি বেলারুশের রাষ্ট্রপতি হিসেবে ষষ্ঠবার শপথ গ্রহণ করলেন কে? উঃ – আলেকজান্ডার লুকাশেঙ্কো
৫৩. কোন দেশ বিখ্যাত স্বাধীনতা সংগ্রামে প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি হতে চলেছে? উঃ –  বাংলাদেশ
৫৪. মেডস্পার্ক নামে দেশের প্রথম মেডিকেল ডিভাইস পার্ক তৈরি হতে চলেছে কোথায়? উঃ – কেরালা
৫৫. প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর জীবনী নিয়ে যে সিনেমা তৈরি হতে চলেছে তার নাম কি? উঃ – ন্যায় দি জাস্টিস
৫৬. মিন্ত্রা কোম্পানির প্রথম বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী? উঃ – দিশা পাটানী
৫৭. যাত্রীদের জন্য ফ্লাইটে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রথম এয়ারলাইন সংস্থার নাম কি? উঃ – ভিস্তারা
৫৮. বি সি সি আই সম্প্রতি কাকে মহিলা ক্রিকেটার সিলেকশন প্যানেলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করল? উঃ – নীতু ডেভিড
৫৯. রাজস্থান রাজ্যের বিভিন্ন শহরের জল নিকাশি ব্যবস্থা ও পয়ঃপ্রণালীর উন্নতির জন্য কত মিলিয়ন ডলার ঋণ দিল এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক? উঃ – ৩০০ মিলিয়ন মার্কিন ডলার

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।