সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি সেপ্টেম্বর

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি 

মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – প্রথম, (০১-০৯-২০ থেকে ০৭-০৯-২০)

 

    চাকরি বাজারের সাম্প্রতিক ঘটনাবলী বিভাগে সকলকে স্বাগত জানাই। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি সেপ্টেম্বর।
 . কেরালা রাজ্য প্রথম যে সামুদ্রিক এম্বুলেন্স চালু করল তার  নাম কি? উঃ –প্রতীক্ষা

 . সম্প্রতি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া(MCI) কোন মডিউলটি MBBS কোর্সে সংযুক্ত করেছে?

উঃ – প্যানডেমিক ম্যানেজমেন্ট
 . কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা প্রথম লন্ডনে মেমোরিয়াল ফলক পেলেন? উঃ – নুর ইনায়াত হান
 . ২০২০ সালের ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া’ (IFFI) ভারতের কোন রাজ্যে আয়োজিত হবে?  উঃ – গোয়া
 . সম্প্রতি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? উঃ – ১৩ তম
 . সম্প্রতি ভারতের ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’ (CISF) পেনশন ধারীদের জন্য যে মোবাইল অ্যাপ টি চালু করলেন তার নাম কি?  উঃ – পেনশন কর্নার

 . লেবাননের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন কে?

 উঃ – মুস্তাফা আদিব
 . সম্প্রতি কে লোকসভার সেকরেটারি পদে নিযুক্ত হলেন?  উঃ – উৎপল কুমার সিং
 . ভারত যৌথ ভাবে কোন দেশের সাথে ইন্টারন্যাশনাল চেজ অলিম্পিয়াড জিতেছে?  উঃ – রাশিয়া
 ১০. কোন দেশ ভারতীয় ডাক্তার দ্বারকানাথ কোটনিসের সম্মানী মূর্তি স্থাপন করবেন?  উঃ – চিন

 

 

 ১১. ভারতের কোন রাজ্য প্রথম “আন্তর্জাতিক মহিলা বাণিজ্য কেন্দ্র” চালু করতে চলেছে? উঃ –কেরালা
 ১২. প্রথম মহিলা হিসেবে “বিউরো অফ সিভিল এভিয়েশন” এর সিকিউরিটির ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?  উঃ – ঊষা পাধে
 ১৩. কোন দেশ ভারতীয় কৃষক এবং খাদ্য শিল্পের মধ্যে ব্যবধান কমাতে কি মার্কেট প্ল্যাটফর্ম ‘এগ্রিওটা‘ চালু করল?  উঃ – সংযুক্ত আরব আমিরাত
 ১৪. সম্প্রতি কত তম ইন্ডিয়া-সিঙ্গাপুর Defense Policy Dialogue (DPD) অনুষ্ঠিত হলো?  উঃ – ১৪ তম
 ১৫. সম্প্রতি প্রকাশিত নীতি আয়োগ এর রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্য রপ্তানি প্রস্তুত সূচীর প্রথম স্থানে রয়েছে?  উঃ – গুজরাত

 ১৬. চারু সিনহা সম্প্রতি কোন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন?

 উঃ – CRPF
 ১৭. সম্প্রতি ভারত সরকার PUBG সহ কতগুলি চিনা অ্যাপ নিষিদ্ধ করল?  উঃ – ১১৮টি
 ১৮. পশ্চিমবঙ্গে World’s Largest Solar Tree কোন সংস্থা তৈরি করেছে?  উঃ – CSIR – CMERI
 ১৯. পশ্চিমবঙ্গে কোন দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়?  উঃ – ১ লা সেপ্টেম্বর
 ২০. বিশ্ব নারেকেল দিবস কবে পালিত হয়?  উঃ – ২ রা সেপ্টেম্বর

 


 ২১. কোন সংস্থা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এর পরবর্তী অফিশিয়াল পার্টনার হচ্ছে?  উঃ – আনএকাডেমি
 ২২. সম্প্রতি কোন বিমা সংস্থা ‘লীগো‘ নামে চ্যাট বোর্ড পরিষেবা চালু করেছে?  উঃ – ICICI Prudential
 ২৩. ভারতের কোন রাজ্য সম্প্রতি বিদ্যুৎ চুরি রুখতে রাজ্যের প্রতিটি জেলায় পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?  উঃ – উত্তরপ্রদেশ
 ২৪. সম্প্রতি ভারতের কোন ইয়ারপোর্ট “ন্যাশনাল এনার্জি লিডার” অ্যাওয়ার্ড পেল?  উঃ – রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
 ২৫. সম্প্রতি ভারতের কোন সংস্থা করোনা আক্রান্ত রোগীদের জন্য ‘MEDBOT‘ নামক রিমোট কন্ট্রোল মেডিকেল ট্রলি তৈরি করল? উঃ – ভারতীয় রেলওয়ে
 ২৬. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন মাসকে ‘পুষ্টি মাস’ হিসেবে পালনের কথা বললেন?  উঃ – সেপ্টেম্বর মাস

 ২৭. আসাম রাজ্য প্রথম শিশুদের জন্য সংবাদপত্র প্রকাশ করল, এটির নাম কি?

উঃ – The Young Minds
 ২৮. “The Big Thoughts of Little Luv” বইটি কে লিখেছেন?  উঃ – করন জোহর
 ২৯. ‘বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স ২০২০‘ কে জিতেছেন? উঃ – লুইস হ্যামিলটন
 ৩০. ‘ব্লুমবার্গ বিলিয়নিয়ার’ সূচক অনুসারে কে মার্ক জুকারবার্গ কে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় ধোনি ব্যক্তি হয়ে উঠছেন?  উঃ – Elon Musk

 

 

 ৩১. সম্প্রতি ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূত কে নিযুক্ত হলেন? উঃ – রাজ শ্রীবাস্তব
 ৩২. সুপ্রিম কোর্টের বিচারপতি পদ থেকে সম্প্রতি অবসর গ্রহণ করলেন কে? উঃ – অরুণ কুমার মিশ্র

 ৩৩. সম্প্রতি রেলওয়ে বোর্ডের CEO পদে নিযুক্ত হলেন কে?

উঃ – ভি. কে. যাদব
 ৩৪. সম্প্রতি কোন বলিউড অভিনেত্রী Myntra কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন? উঃ – কাইরা আদবানি
 ৩৫. ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ প্রোগ্রামের আওতায় ঝাড়খণ্ডের সঙ্গে জোট গড়লো কোন রাজ্য? উঃ – গোয়া
 ৩৬. ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে দায়িত্ব পেলেন? উঃ – কে. পদ্মকার
 ৩৭. সম্প্রতি ভারত জনপ্রিয় অনলাইন ভিডিও গেম PUBG র বদলে যে গেমটি লঞ্চ করতে চলেছে তার নাম কি? উঃ – FAUG
 ৩৮. সম্প্রতি ভারতীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল ইংরেজি শিক্ষার জন্য যে মোবাইল অ্যাপ টি উদ্বোধন করলেন তার নাম কি? উঃ – English Pro
 ৩৯. ‘কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন’ এ পুনরায় যোগদান করলো কোন দেশ? উঃ – মালদ্বীপ
 ৪০. তিউনিসিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন কে? উঃ – হিচেম মেচিচি



 

 ৪১. বাজাজ এলিয়ানস লাইফ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? উঃ – আয়ুষ্মান খুরানা
 ৪২. ২০২০ সালের ‘হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতল কোন ব্যাংক? উঃ – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
 ৪৩. ‘ইন্টার্নেশনাল ডে অফ চ্যারিটি’ প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয়? উঃ – ৫ ই সেপ্টেম্বর
 ৪৪. ইতালিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ – ডঃ নিনা মালহোত্রা
 ৪৫. আমেরিকার কোন শহরকে দেশর প্রথম ‘World War II Heritage City‘ হিসেবে ঘোষণা করল রাষ্ট্রপতিডোনাল্ড ট্রাম্প? উঃ – ওয়েলিংটন
 ৪৬. ‘Let Us Dream’ শিরোনামে বই লিখলেন Pope Francis তিনি কোথাকার বাসিন্দা?  উঃ – ভ্যাটিকান সিটি

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।