চাকরি বাজারের পরীক্ষার প্রশ্নপত্র বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা বিগত সালে অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করে থাকি। রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, পুলিশ, প্রাইমারি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষায় বিগত সালে আগত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়। তাই বর্তমান সময়ের পরীক্ষার্থীদের জন্য এই বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ।
চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোজি |
|
আজকের পাঠে বিগত ২০১৫ সালে অনুষ্ঠিত হওয়া প্রাইমারি টেটের চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোজি বিষয়ে আগত প্রশ্ন উত্তর গুলি নিয়ে আলোচনা করা হলো। এই বিভাগ থেকে মোট ৩০ নম্বরের ৩০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ৪ টি করে বিকল্প থাকবে। এর মধ্যে থেকে পরীক্ষার্থীদের সঠিকটি নির্বাচন করতে হবে। আগত প্রাইমারি টেটের পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা আজ ২০১৫ সালের আগত শিশু মনস্তত্ত্ব বিষয়ের সমস্ত প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে তুলে ধরলাম।
|
|
কয়েকটি প্রশ্নের উদাহরণ |
|
বিগত সালের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে তার ধারণা পেতে অবশ্যই এই বিভাগটি অনুসরণ করুন। প্রার্থীরা অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে বিনামূল্যে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন।
|
|
প্রশ্ন |
উত্তর |
১) শিক্ষালাভের প্রথম উৎস কোনটি ?
ক. প্রাথমিক বিদ্যালয় যেখানে শিশুর লিখতে-পড়তে শেখে খ. গৃহ সমাজের মৌল উপাদান গ. যে কর্তৃপক্ষ শিক্ষাব্যবস্থার নিয়ন্ত্রক ঘ. খেলাধুলার মাধ্যমে শিক্ষা পদ্ধতি |
খ. গৃহ সমাজের মৌল উপাদান |
২) একটি শিশুকে সৃজনশীল বলা যায়, যখন তার মধ্যে থাকে ?
ক. ক্ষিপ্রতা খ. নমনীয়তা গ. মৌলিকতা ঘ. উপরের সবকটি |
ঘ. উপরের সবকটি |
৩) উন্নত টি এল এম হওয়া উচিত?
ক. ব্যয়বহুল এবং আকর্ষণীয় খ. ব্যয়বহুল এবং প্রাসঙ্গিক গ. ন্যূনতম ব্যয় সাপেক্ষ এবং প্রাসঙ্গিক ঘ. ওপরের কোনোটিই নয় |
গ. ন্যূনতম ব্যয় সাপেক্ষ এবং প্রাসঙ্গিক |
৪) শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করে ?
ক. শিক্ষক এর বয়স খ. শিক্ষকের লিঙ্গ গ. শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা ঘ. শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক |
ঘ. শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক |
৫) বোর্ডের উপর লেখা এবং ক্ষার ক্ষমতা একজন শিক্ষকের জন্য প্রয়োজনীয় জানিনা লিখিত একটি দক্ষতার সঙ্গে জড়িত
ক. আবেগগত দক্ষতা খ. মনোদৈহিক দক্ষতা গ. জ্ঞান মূলক দক্ষতা ঘ. উপরের সব কটি |
খ. মনোদৈহিক দক্ষতা |
৬) একজন অপসঙ্গতিপূর্ণ শিশুর মধ্যে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না ?
ক. মানুষ ও পরিবেশের প্রতি ধ্বংসাত্মক ব্যবহার খ. অন্ত মুর্খিতা গ. ভীরুতা ঘ. সঠিক ভাবে অন্যের প্রশংসা করা |
ঘ. সঠিক ভাবে অন্যের প্রশংসা করা |
৭) নিচের কোনটি শিখন প্রক্রিয়ার সঙ্গে সবথেকে কম সম্পর্কযুক্ত ?
ক. পাঠক্রম খ. শিক্ষক – শিক্ষিকা গ. পরিবেশ ঘ. সহযোগিতা |
খ. শিক্ষক – শিক্ষিকা |
৮) ভালো শিক্ষাদান বলতে বোঝায় −
ক. উচ্চশিক্ষার অধিকারী হওয়া খ. গবেষণামূলক কাজ করা গ. নিজেও বিষয়ে যথেষ্ট জ্ঞান এবং তাকে উপস্থাপনের দক্ষতা ঘ. দৃড় ব্যক্তিত্বের অধিকারী হওয়া |
গ. নিজেও বিষয়ে যথেষ্ট জ্ঞান এবং তাকে উপস্থাপনের দক্ষতা |
৯) প্রান্তীয় বাল্যকালে আবেগ এর চরম প্রকাশ ঘটে −
ক. পরিবেশগত কারণে খ. শারীরবৃত্তীয় কারণে গ. ক এবং খ সঠিক ঘ. কোনটিই সঠিক নয় |
গ. ক এবং খ সঠিক |
১০) নিচের কোন ব্যক্তিত্ব প্রথম চিরাচরিত প্রচলিত মৌখিক শিক্ষাব্যবস্থার বিরোধিতা করেন ?
ক. রুশো খ. ফ্রয়েবেল গ. হার্বাট ঘ. প্লেটো |
ক. রুশো |
সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করে নিন
|
|
|
ডাউনলোড পিডিএফ ফাইল |
আরও পড়ুন |
|
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন |