প্রাইমারি টেট পরিবেশ বিজ্ঞান

 

আজকের পাঠে বিগত প্রাইমারি টেট, বিষয় – পরিবেশ বিজ্ঞান – ২০১৩ এর আগত প্রশ্ন ও উত্তর গুলি নিয়ে আলোচনা করা হলো। এই বিভাগ গুলি থেকে মোট ৩০ নম্বরের ৩০ টি করে মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য টি করে বিকল্প থাকবে। এর মধ্যে থেকে পরীক্ষার্থীদের সঠিকটি নির্বাচন করতে হবে। ২০১৩ সালে প্রাইমারি টেট পরীক্ষায হয়েছিল মোট ১০০ নম্বরের এবং প্রতি বিষয়ে ২০ নম্বরের ২০ টি করে প্রশ্ন ছিল। আগত প্রাইমারি টেটের পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা আজ বিগত ২০১৩ সালের পরিবেশ বিজ্ঞান বিষয়ের সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম এবং এর প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে তুলে ধরলাম।

 

 

 প্রাইমারি টেট পরিবেশ বিজ্ঞান এর প্রশ্ন ও উত্তর

বিগত প্রাইমারি টেট ২০১৩ সাল এ কি ধরনের প্রশ্ন এসেছে তার ধারণা পেতে অবশ্যই এই বিভাগটি অনুসরণ করুন। প্রার্থীরা অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে বিনামূল্যে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন।

কয়েকটি প্রশ্নের উদাহরণ

প্রশ্ন

উত্তর

১) তালাব শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত ?

    ক) মৃত্তিকা সংরক্ষণ

     খ) বন সংরক্ষণ

     গ) শস্য সংরক্ষণ

     ঘ) জল সংরক্ষণ

ঘ)  জল সংরক্ষণ
২) দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় ?  

     ক) অ্যালবুমিন 

     খ) গ্লোবিউলিন

     গ) ল্যাকটোজ

     ঘ) কেসিন

ক) অ্যালবুমিন
৩) আরাবারি নিচের কোন ঘটনার জন্য বিখ্যাত ?  

     ক) চিপকো আন্দোলন

     খ) গ্যাস দুর্ঘটনা 

     গ) যৌথ বনরক্ষা ব্যবস্থা 

     ঘ) স্পঞ্জ আয়রন কারখানা

গ) যৌথ বনরক্ষা ব্যবস্থা
৪) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন ?

     ক)  সালফারের গলন

     খ)  জলের  স্ফুটন 

     গ)  সম্পৃক্ত দ্রবণ থেকে চিনির কেলাস প্রস্তুতকরণ

     ঘ)  সালফারের জলন 

ঘ)  সালফারের জলন 
৫) নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয় ?          

     ক)  রেসারপিন

     খ)   কুইনাইন

     গ)    মরফিন

     ঘ)   রোটেনন

 

খ)   কুইনাইন

 

 

 

 

সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন 

 

  • বিষয়  –  পরিবেশ বিজ্ঞান   →

primary_tet_2013_EVS

 

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

%d bloggers like this: