Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুলাই ২০২১, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৭-২০২১ তারিখ থেকে ০৭-০৭-২০২১ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – জুলাই, সপ্তাহ – প্রথম , (০১-০৭-২০২১ থেকে ০৭-০৭-২০২১)

√  ১) মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা TECHNO এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন?  উঃ- Chris Evans

  ২) টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উৎসাহের জন্য কোন মন্ত্রী “Cheer Up” নামক অভিযান চালু করলেন? 

উঃ- কিরেন রিজ্জু
  ৩) ICC T-20 র‍্যাংকিং এ শীর্ষে রয়েছে কোন দল?  উঃ- ইংল্যান্ড
  ৪) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “Dalit Empowerment Program” চালু করলেন?   উঃ- তেলেঙ্গানা
  ৫) কোন রাজ্য সরকার সম্প্রতি সরকারি চাকরির পরীক্ষা থেকে ইন্টারভিউ পদ্ধতি বাদ দিল?  উঃ- অন্ধ্র প্রদেশ
  ৬) এশিয়ার দীর্ঘতম হাই-স্পিড ট্র্যাক (HST), NATRAX ভারতের কোন শহরে উদ্বোধন করা হয়েছে? উঃ- ইন্দোর
  ৭) আই সি সি T-20 বিশ্বকাপ ২০২১কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- সংযুক্ত আরব আমিরাত এবং ওমান
  ৮) ভারতে 5G নেটওয়ার্ক স্থাপন করার জন্য এয়ারটেল কোন কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হয়েছে। উঃ- টাটা কন্সল্টেন্সি সার্ভিসেস
  ৯) ভারতীয় ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনসের (IFUNA) চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? উঃ- বিচারপতি শম্ভু নাথ শ্রীবাস্তব
  ১০) কোন দেশ গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স ২০২০ তে প্রথম স্থানে আছে? উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র

 

 

  ১১) Whatsapp Payment এর ভারতীয় প্রধান কে হলেন? উঃ- Manesh Mahatme
  ১২) এয়ার ফোর্স এর নতুন ভাইস চিফ কে হলেন? উঃ- বিবেক রাম চৌধুরি
  ১৩) গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২১ এ ভারতের র‌্যাঙ্ক কী? উঃ- ২০
  ১৪) সম্প্রতি Flipkart ভারতীয়দের বিনা পুঁজিতে অনলাইন ব্যাবসার জন্য যে সার্ভিস চালু করেছে তার নাম কি?  উঃ- Shopsy app
  ১৫) দাবা ইতিহাসের সর্বকনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হিসেবে নিজের নাম লিখিয়েছেন কে? উঃ- অভিমন্যু মিশ্র
  ১৬) গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২১ এ শীর্ষে রয়েছে কোন দেশ? উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র
  ১৭) “Salaam Dil Sey” নামক অভিযান চালু করল কোন ব্যাংক উঃ- DHDFC ব্যাংক
  ১৮) সম্প্রতি ভারতীয় নোবাহিনী কোন দেশের নৌবাহিনী এর সাথে সামরিক অনুশীলন করল?  উঃ- দক্ষিণ কোরিয়া
  ১৯) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ ঘোষণা করল?  উঃ- চিন
  ২০) কোন রাজ্য সরকার “YSR” বিমা চালু করল?  উঃ- অন্ধ্র প্রদেশ

 

 

  ২১) দেশীয় পদ্ধতিতে তৈরি ড্রোন ডিফেন্স সিস্টেম এর নাম কি?  উঃ- ইন্দ্রজাল
  ২২) প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে টোকিও অলিম্পিকে অংশগ্রহন করার যোগ্যতা অর্জন করলেন কে?  উঃ- মান্না প্যাটেল
  ২৩) কোন ব্যাংক “Salute Doctors” নামক অভিযান শুরু করল?  উঃ- আই সি আই সি আই ব্যাংক
  ২৪) ভারত মহাসাগর নেভাল সিম্পোজিয়াম (IONS) এর সপ্তম সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? উঃ- ফ্রান্স
  ২৫) রাফেল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম লিমিটেড কোন দেশের নৌবাহিনীর জন্য “সি ব্রেকার” নামক একটি গাইডেড মিসাইল সিস্টেম উন্মোচন করেছে? উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র
  ২৬) উত্তরাখণ্ড এর নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?  উঃ- পুস্কর সিং ধামি
  ২৭) প্রথম ভারতীয় হিসেবে ৪০০ মিটার Hurdle race এ টোকিও অলিম্পিকে যাওয়ার যোগ্যতা অর্জন করলেন কে?  উঃ- M.P. Jabir
  ২৮) স্বাস্থ্য ক্ষেত্রে গবেষণার জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি বদ্ধ হল?  উঃ- মায়ানমার
  ২৯) ভারতীয় রেল কোথায় প্রথম Freshwater tunnel aquarium চালু করল?  উঃ- ব্যাঙ্গালোর
  ৩০) অরুণ জেটলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট (AJNIFM) এআই এবং উদীয়মান প্রযুক্তি কেন্দ্র গড়ে তুলতে কোন সংস্থার সাথে অংশীদার হয়েছে? উঃ- মাইক্রোসফট
  ৩১) জাতীয় হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে কাকে নিয়োগ করা হয়েছে? উঃ- Satish Agnihotri

 

 

  ৩২)  টোকিও ওলিম্পিকে ভারতের হয়ে পতাকাবাহক হিসাবে অংশগ্রহণ করেছেন কারা? উঃ- মেরি কম এবং মনপ্রীত সিং
  ৩৩) pinaka উত্তর প্রদেশ এর নতুন DGP পদে কে নিযুক্ত হলেন?  উঃ- মুকুল গোয়েল
  ৩৪) ICC পুরুষ টি-২0 প্লেয়ার র‍্যাংকিং এ কোন ব্যাটসম্যান শীর্ষে রয়েছেন?  উঃ- Dawid Malan
  ৩৫) কে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় রাষ্ট্রদূত কে হলেন?  উঃ- অতুল কেসপ
  ৩৬) তামিলনাড়ু এর নতুন ডেপুটি জেনারেল অব পুলিশ কে নিযুক্ত হলেন? উঃ- সি. সৈলেন্দ্র বাবু
  ৩৭) কে মহাকাশে  দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে পাড়ি দিতে চলেছেন?  উঃ- সিরিশা বন্দালা
  ৩৮) All India Radio এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?   উঃ- N. Venudhar Reddy
  ৩৯) কোন রাজ্য সরকার তার রাজ্যের দলিত পরিবার দেরকে ১০ লক্ষ রুপি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে?  উঃ- তেলেঙ্গানা
  ৪০) এক্সিস ব্যাংক কোন কোম্পানির সাথে ব্যাংকের ডিজিটাল ট্রান্সফর্মেশন প্রোগ্রামের জন্য চুক্তি করেছে? উঃ- অ্যামাজন ওয়েব সার্ভিস
  ৪১) ফ্লিপকার্ট Pay on delivery তে যোগাযোগবিহীন ‘স্ক্যান এবং পে’ এর সুবিধা চালু করার জন্য কোন পেমেন্ট সরবরাহকারীর সাথে অংশীদারিত্ব করেছে? উঃ- PhonePe
  ৪২) সম্প্রতি জেফ বেজোসকে প্রতিস্থাপনের জন্য অ্যামাজনের নতুন সিইও পদে হলেন? উঃ- Andy Jassy
  ৪৩) কোন রাজ্যের প্রশাসন সম্প্রতি ‘দরবার মুভ’ নামে ১৪৯ বছরের পুরনো প্রথাটি শেষ করেছে? উঃ- জম্মু ও কাশ্মীর
  ৪৪) ২০২১ অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্সের বিজয়ীর নাম বলুন? উঃ- Max Verstappen
  ৪৫) প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৯৮ বছর
  ৪৬) ভারতের প্রথম ও একমাত্র গরুর গোবর থেকে তৈরি রঙ যার নাম “Khadi Prakritik Paint” এই রঙ কোম্পানির ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হয়েছেন? উঃ- নিতিন গড়করি

 

Weekly current affairs 2021 PDF July 1st week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।