Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুন ২০২১, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৬-২০২১ তারিখ থেকে ২২-০৬-২০২১ তারিখ পর্যন্ত জুন মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – জুন, সপ্তাহ – তৃতীয় , (১৬-০৬-২০২১ থেকে ২২-০৬-২০২১)

√  ১) ইসরায়েল এর নতুন প্রধানমন্ত্রী কে হলেন? উঃ- Naftali Bennett

  ২) সেলুলার ওপারেটর্স অ্যাসোসিয়েশান অব ইন্ডিয়া (COAI) এর চেয়ারম্যান কে হলেন? 

উঃ- অজয় পুরি
  ৩) ইন্টারন্যাশনাল সুইমিং ফেডেরেশান (FINA) এর প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হলেন?  উঃ- হুসেন আল মুসালাম
  ৪) ভারতের কোন রাজ্য যুবশক্তি করোনা মুক্তি অভিযান চালু করল?   উঃ- মধ্য প্রদেশ
  ৫) সম্প্রতি ভারতের ফুটবল ফেডেরেশান এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মারা গেলেন। তাঁর নাম কি? উঃ- সি. আর. বিশ্বনাথন
  ৬) সম্প্রতি প্রয়াত হলেন অভিনেত্রী শ্বাতীলেখা সেনগুপ্ত, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৭১
  ৭) সম্প্রতি কোন ভারতীয় মহিলা রেস্টলার “পোল্যান্ড ওপেন ২০২১” এ স্বর্ণ পদক জিতলেন?  উঃ- Vinesh Phogat
  ৮) চেন্নাই কন্যাকুমারী শিল্প করিডোরের পরিবহন যোগাযোগের উন্নয়নের জন্য কোন আর্থিক সংস্থা ভারত সরকারের সাথে ৪৮৪ মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে?  উঃ- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
  ৯) ২০২১ সালে ব্রিকস নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়সমূহের সম্মেলন কোন ভারতীয় ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে? উঃ- আই আই টি বোম্বে
  ১০) ওয়ার্ল্ড হেলথ ওর্গানাইজেশান এর টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ এর ভারতীয় সদস্য কে হলেন?  উঃ- মুকেশ শর্মা

 

 

  ১১) কোন সংস্থা বিশ্বের প্রথম কাঠের ন্যানোস্যাটেলিট তৈরি করল? উঃ- ইউরোপীয় স্পেস এজেন্সি 
  ১২) ভারতের কোন রাজ্য সরকার একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক উৎপাদন বন্ধ করল?  উঃ- বিহার
  ১৩) ভারতের কোন রাজ্য সরকার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম “Revv Up” চালু করল উঃ- তেলেঙ্গানা
  ১৪) কোন ভারতীয় ক্রিকেটার ওয়ান প্লাস মোবাইল সংস্থার ব্রান্ড অ্যামব্যাসাডর উঃ- জসপ্রিত বুমরা
  ১৫) সম্প্রতি প্রয়াত হলেন অ্যাথলিট মিলখা সিং মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৯১ বছর
  ১৬) গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২১-এ ভারতের র‌্যাঙ্ক কত? উঃ- ১৩৫
  ১৭) কোন দেশ গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২১-এ শীর্ষে আছে? উঃ- আইসল্যান্ড
  ১৮) কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক তৈরি করল?  উঃ- ফ্রান্স
  ১৯) SEBI এর নতুন সদস্য হলেন কে?  উঃ- আনন্দ মোহন বাজাজ
  ২০) ইস্পোর্স প্রিমিয়ার লিগ কোন বলিয়ুড অভিনেতাকে তাদের ব্রান্ড অ্যামব্যাসাডর করল?  উঃ- টাইগার শ্রফ

 

 

  ২১) পণ্ডিচেরি বিধানসভার স্পিকার পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Embalam Selvam
  ২২) কোন আয়ারল্যান্ড এর ক্রিকেট খেলোয়ার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন?  উঃ- কেভিন ও’ব্রিয়েন
  ২৩) বিশ্ব প্রতিযোগিতা সূচক ২০২১ এ শীর্ষে রয়েছে কোন দেশ? উঃ- সুইজারল্যান্ড
  ২৪) সম্প্রতি কোন রাজ্য সরকার পিঠা অন হুইলস নামক অভিযান চালু করল?  উঃ- ওডিশা
  ২৫) গ্লোবাল ইনিশিয়েটিভ পার্টনার এর পুরস্কার পেল কোন সংস্থা? উঃ- L&T Infotech
  ২৬) কোন দেশ ভ্যাকসি পাসপোর্ট চালু করলতে চলেছে?  উঃ- জাপান
  ২৭) ২০২১ ফরাসী ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিকস কোন খেলোয়াড় জিতেছেন? উঃ- Max Verstappen
  ২৮) কোন ভারতীয় বংশোদ্ভুত নাগরিক কানাডার সুপ্রিম কোর্ট এর বিচারপতি হিসেবে যোগ দিলেন?  উঃ- মহম্মদ জামাল
  ২৯) ২০২১ সালের ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সহযোগিতায় ভারত সরকার যে অ্যাপ চালু করআর ঘোষণা করল তার নাম কি?  উঃ- m-Yoga
  ৩০) সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) তথ্যের ভিত্তিতে, ২০২০ সালে সুইস ব্যাংকের নাগরিক এবং উদ্যোগী ব্যক্তিরা যে অর্থোপার্জন করেছেন তার অর্থের ক্ষেত্রে ভারতের অবস্থান কত? উঃ- ৫১ তম
  ৩১) সবুজ ও পরিষ্কার শক্তির লক্ষ্য অর্জনে ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি হাইড্রোজেন টাস্ক ফোর্স গঠন করেছে? উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র

 

 

Weekly current affairs 2021 PDF June 3rd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।