Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুন ২০২১, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৬-২০২১ তারিখ থেকে ০৭-০৬-২০২১ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly current affairs PDF Bengaliমাস – জুন, সপ্তাহ – প্রথম , (০১-০৬-২০২১ থেকে ০৭-০৬-২০২১) |
√ ১) ২০২১ এ Belgrade Open – Singles এর খেতাব জিতলেন? | উঃ- নোভাক জাকোভিচ |
√ ২) কোন ভারতীয় মহিলা বক্সার এশিয়ান বক্সার চ্যাম্পিয়নশিপ ২০২১ এ সোনা জিতলেন? |
উঃ- পুজা রানী |
√ ৩) সম্প্রতি বিমান দুর্ঘটনায় মারা গেলেন টারজান খ্যাত অভিনেতা জো লারা, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিলো? | উঃ- ৫৮ বছর |
√ ৪) ভারতের কোন রাজ্য স্মার্ট কিচেন প্রকল্প চালু করল? | উঃ- কেরালা |
√ ৫) ভারতের কো রাজ্য মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করল? | উঃ- আসাম |
√ ৬) সম্প্রতি India Bio-Diversity Award 2021 কে পেলেন? | উঃ- শাজি এন. এম. |
√ ৭) প্রতি বছর, ০১ জুন কোন দিবস উদযাপন করা হয়? | উঃ- বিশ্ব দুগ্ধ দিবস |
√ ৮) জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এর নতুন মহাপরিচালক পদে কে নিয়োগ হয়েছেন? | উঃ- কুলদীপ সিং |
√ ৯) সি আই আই এর নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? | উঃ- টি ভি নরেন্দ্রন |
√ ১০) সম্প্রতি কোন শিক্ষা বোর্ড কোভিড মোকাবিলা করার জন্য ইয়ং ওয়ারিওর মুভমেন্ট চালু করল? | উঃ- CBSE |
√ ১১) ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশান এর চেয়ারম্যান কে হলেন? | উঃ- বিক্রমজিত সেন |
√ ১২) কোন দেশ বিশ্বজুড়ে কৃষকদের কল্যাণে বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া চালু করেছে? | উঃ- ভারত |
√ ১৩) সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? | উঃ- জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র |
√ ১৪) কোভিড এর নতুন দুটি ভেরিয়েন্ট এর নাম কি? | উঃ- ডেল্ট এবং কাপ্পা |
√ ১৫) জাতীয় হিউম্যান রাইটস কমিশান এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? | উঃ- অরুন কুমার মিশ্র |
√ ১৬) সম্প্রতি কোন সংস্থা মিলিটারি অনুশীলন “Steadfast Defender 21 war games” এর আয়োজন করেছে? | উঃ- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান |
√ ১৭) সম্প্রতি হোয়াটসঅ্যাপে ভারতের অভিযোগ কর্মকর্তা হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? | উঃ- পরেশ বি লাল |
√ ১৮) সম্প্রতি আসাম রাইফেল এর ২১ তম ডিরেক্তর জেনারেল কে হলেন? | উঃ- প্রদীপ চন্দ্র নায়ার |
√ ১৯) জলবায়ু ইসরায়েল এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? | উঃ- আইজ্যাক হার্জোগ |
√ ২০) ভারতের কোন রাজ্য ঘর ঘর অশুদ্ধি যোজনা চালু করেছে? | উঃ- রাজস্থান |
√ ২১) কোন ভারতীয় সংস্থা AmbiTag নামক IOT ডিভাইস তৈরি করল? | উঃ- আইআইটি রোপার |
√ ২২) সম্প্রতি কে নতুন ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ পদে নিয়োগ হয়েছেন? | উঃ- রভনীত সিং |
√ ২৩) বিশ্ব ব্যাংক এর Advisor পদে কে নিযুক্ত হলেন? | উঃ- স্যার রঞ্জিতসিংহ দিশলে |
√ ২৪) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর এক্সেকিউটিভ বোর্ড এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? | উঃ-প্যাট্রিক আমোথ |
√ ২৫) আন্তর্জাতিক ডুবেলিন লিটেরারি পুরস্কার ২০২১ কে জিতলেন? | উঃ- ভ্যালেরিয়া লুইসেলি |
√ ২৬) ভারত সরকার শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) এর যোগ্যতা শংসাপত্রের বৈধতার মেয়াদ বাড়িয়েছে, শংসাপত্রের নতুন মেয়াদকাল কী? | উঃ- লাইফটাইম |
√ ২৭) ২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কী? | উঃ- বাস্তুতন্ত্র পুনরুদ্ধার |
√ ২৮) ২০২১ বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ কে ছিলো? | উঃ- পাকিস্তান |
√ ২৯) ভারতীয় বায়ু সেনা এর ভাইস চিফ পদে কে নিযুক্ত হলেন? | উঃ- বিবেক রাম চৌধুরি |
√ ৩০) আন্তর্জাতিক বিজনেস বুক অব দি ইয়ার কোন ব্যক্তিত্বরা জিতলেন? | উঃ- নিতিন রাকেশ ও জেরি উইন্ড |
√ ৩১) ফোর্বস পত্রিকায় প্রকাশিত পৃথিবীর ১০০ জন ধনি খেলোয়াড় দের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে কে স্থান পেয়েছেন? | উঃ- বিরাট কোহলি |
√ ৩২) কোন দেশ ৪৭ তম কোপা আমেরিকা ২০২১ অনুষ্ঠিত করতে চলেছে? | উঃ- ব্রাজিল |
√ ৩৩) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী কোন শহরে একটি পাইলট প্রকল্পের আওতায় তিনটি ই-১০০ ইথানল বিতরণ কেন্দ্র চালু করেছেন? | উঃ- পুনে |
√ ৩৪) ২০২১ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার বিজয়ী কে হয়েছেন? | উঃ- ডেভিড ডিওপ |
√ ৩৫) আন্তর্জাতিক ডেয়ারি ফেডেরেশান এর বোর্ডে নিযুক্ত হলেন কোন ভারতীয়? | উঃ- R.S. Sodhi |
√ ৩৬) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সিকিম এর রোড প্রজেক্ট এর জন্য কত পরিমাণ অর্থ দান করতে চলেছে? | উঃ- ২.৫ মিলিয়ন মার্কিন ডলার |
√ ৩৭) আন্তর্জাতিক হকি ফেডেরেশান এর র্যাংকিং এ শীর্ষে কোন দেশ আছে? | উঃ- বেলজিয়াম |
√ ৩৮) আই সি সি টেস্ট র্যাংকিং এর শীর্ষে কোন দল রয়েছে? | উঃ- ভারত |
Weekly current affairs 2021 PDF June 1st week Download pdf
আরও পড়ুন |
|
|