Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, নভেম্বর ২০২১, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-১১-২০২১ তারিখ থেকে ৩০-১১-২০২১ তারিখ পর্যন্ত নভেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – নভেম্বর, সপ্তাহ – চতুর্থ, (২৩-১১-২০২১ থেকে ৩০-১১-২০২১)

√  ১) আই সি সি এর নতুন সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Geoff Allardice

  ২) সম্প্রতি রাশিয়া যে হাইপারসনিক মিশাইল এর পরীক্ষা করল তার নাম কি? 

উঃ- Zircon
  ৩) সম্প্রতি কোন রাজ্য সরকার এর খাদ্য সরবরাহ দপ্তর হোয়্যাটসঅ্যাপ চ্যাট বট চালু করল?  উঃ- পশ্চিমবঙ্গ
  ৪) সম্প্রতি কাতার গ্রান্ড প্রিক্স জিতলেন কে?   উঃ- লুইস হ্যামিলটন
  ৫) বিশ্ব মৎস্য দিবস ২০২১-এ কোন রাজ্য সেরা মেরিন স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে? উঃ- অন্ধ্র প্রদেশ
  ৬) ২০২১ সালে টাটা লিটারেচার লাইভ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিজয়ীর নাম কি?  উঃ- Anita Desai
  ৭) কোন দেশ বিশ্বের প্রথম বিটকয়েন সিটি স্থাপনের পরিকল্পনা করেছে? উঃ- El Salvador
  ৮) কোন খেলোয়াড় ২০২১ ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছেন? উঃ- Kento Momota
  ৯) সম্প্রতি কোন দেশ বিশ্বের বৃহত্তম অর্কেস্ট্রা জন্য গিনেস রেকর্ড স্থাপন করেছে? উঃ- ভেনেজুয়েলা
  ১০) সম্প্রতি পার্বত্য ও উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্য বিভাগে, কোন রাজ্য বিশ্ব মৎস্য দিবস ২০২১-এ মৎস্য খাতে সেরা-রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন রাজ্য? উঃ- ত্রিপুরা

 

 

  ১১) ২০২১ সালে ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা একক শিরোপা জয়ী খেলোয়াড়ের নাম কি? উঃ- An Se-young
  ১২) ২৪ তম বেঙ্গালুরু টেক সামিট উদ্বোধন করলেন? উঃ- ভেঙ্কাইয়া নাইডু
  ১৩) সম্প্রতি কোন রাজ্য বর্জ্য বস্তু সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ চালু করল?  উঃ- কেরালা
  ১৪) প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট এ ১৫০ টি ছয় মেরে রেকর্ড গড়লেন?  উঃ- রোহিত শর্মা
  ১৫) সম্প্রতি কোন রাজ্যে রানি গাইদিনলিউ উপজাতি মুক্তিযোদ্ধা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? উঃ- মণিপুর
  ১৬) কে শ্রেষ্ঠ অভিনেতার জন্য ২০২১ সালে আন্তর্জাতিক এমি পুরস্কারে ভূষিত হয়েছেন? উঃ- David Tennant
  ১৭) ভারত অন্ধ্র প্রদেশ রাজ্যে শিক্ষার মান উন্নত করতে কোন আর্থিক প্রতিষ্ঠানের থেকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছে?  উঃ- বিশ্ব ব্যাঙ্ক
  ১৮) সম্প্রতি কোন ব্যাঙ্ক ট্রেড এমার্জ নামক অনলাইন ট্রেডিং প্লাটফর্ম চালু করল?  উঃ- আই সি আই সি আই ব্যাঙ্ক
  ১৯) সম্প্রতি ক্রিকেটে সৈয়দ মুসতাক আলী ট্রফি কোন দল জিতেছে? উঃ- তামিলনাডু
  ২০) সম্প্রতি কোন টেনিস খেলোয়াড় ২০২১ ATP ফাইনাল জিতেছে? উঃ-  Alexander Zverev

 

 

  ২১) কোন দেশের মহাকাশ সংস্থা ইচ্ছাকৃতভাবে একটি মহাকাশযানকে গ্রহাণুতে বিধ্বস্ত করার জন্য DART মিশন চালু করেছে? উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র
  ২২) সম্প্রতি উদ্বোধনী SDG আরবান ইনডেক্স এবং ড্যাশবোর্ড ২০২১ এ কোন শহর শীর্ষস্থান অর্জন করেছে? উঃ- সিমলা
  ২৩) প্রতি বছর কোন দিনটিতে জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয়?  উঃ- Thanjavur 
  ২৪) কোন ক্রিকেট খেলোয়াড় ২০২১ সালে আই সি সি মেন’স টেস্ট প্লেয়ার ব্যাটিং র‍্যাংকিং এ শীর্ষ স্থানে রয়েছেন? উঃ- Joe Root
  ২৫) কোন দেশ ২২১ সালে ১৩ তম ASEM শীর্ষ সম্মেলন আয়োজন করছে? উঃ- কম্বোডিয়া
  ২৬ কোন আর্থিক সংস্থা একটি নিরাপদ এবং কার্যকর COVID ভ্যাকসিন সংগ্রহের জন্য ভারতে ১.৫ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে? উঃ- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
  ২৭) সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে  কোঅর্ডিনেট প্যাট্রোল (CORPAT) সম্পন্ন হল? উঃ- ইন্দোনেশিয়া 
  ২৮) কোন ভারতীয় সম্প্রতি ইন্টারপোল এক্সেকিউটিভ কমিটি এর সদস্য পদে নিযুক্ত হলেন?  উঃ- প্রবিন সিনহা
  ২৯) রোমানিয়া এর নতুন প্রধানমন্ত্রী কে হলেন?  উঃ- Klaus Iohannis
  ৩০) সম্প্রতি প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল ও তাঁর নাম কি?  উঃ- ১২৪ বছর, Francisca Susano

 

 

  ৩১) ভারতের প্রথম সাইবার তহসিল কোথায় তৈরি হচ্ছে?  উঃ- মধ্য প্রদেশ
  ৩২) যৌথ সশস্ত্র বাহিনীর মহড়া দক্ষিণ শক্তি ২০২১ সম্প্রতি কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে? উঃ- জয়সলমীর
  ৩৩) প্রতি বছর কোন দিনটিতে জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয়?  সম্প্রতি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত কোন অসমীয়া কবি প্রয়াত হলেন?  উঃ- সনন্ত তাঁতী
  ৩৪) কোন রাজ্যে সম্প্রতি ইন্টারন্যাশনাল টুরিসম মার্ট চালু করা হল?  উঃ- ণাগাল্যান্ড
  ৩৫) ২০২১ সালে আন্তর্জাতিক এম্মি অ্যাওয়ার্ড এ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কে?  উঃ- ডেভিড টেনেট
  ৩৬ কোন রাজ্য সরকার সম্প্রতি Schoolnet কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হল?  উঃ- পশ্চিমবঙ্গ
  ৩৭) ভারতীয় রেলওয়ে দেশের কোন রাজ্যে বিশ্বের সবচেয়ে উঁচু পিয়ার রেল ব্রিজ স্থাপন করছে? উঃ- মণিপুর
  ৩৮) ২০২১ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল (IISF) কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? উঃ- গোয়া
  ৩৯) কোন খেলোয়াড় ২০২১ মালয়েশিয়ান ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা জিতেছেন? উঃ- সৌরভ ঘোষাল
  ৪০) BRICS ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন? উঃ- ধনুশ

 

 

  ৪১) চেক রিপাবলিক এর নতুন প্রধানমন্ত্রী কে হলেন?  উঃ- Petr Fiala
  ৪২) মেরিয়াম-ওয়েবস্টার অভিধানে কোন শব্দটিকে ২০২১ সালের ওয়ার্ড অব দি ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে? উঃ- Vaccine 
  ৪৩) বিশ্বের প্রথম ভাসমান শহর কোন দেশে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে? উঃ- দক্ষিণ কোরিয়া
  ৪৪) ২০২১ সালে মালয়েশিয়ান ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের মহিলাদের একক ফাইনাল শিরোপা জয়ী কে? উঃ- Aifa Azman
  ৪৫) ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশান  এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হলেন?  উঃ- Harshwanti Bisht
  ৪৬ ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স এ কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে?  উঃ- বিহার
  ৪৭) সম্প্রতি ইয়েস ব্যাঙ্ক কোন ইন্সট্যান্ট পেমেন্ট সার্ভিস এর সাথে পার্টনারশিপ করল?  উঃ- অ্যামাজন পে
  ৪৮) কোন রাজ্য সম্প্রতি ন্যাশনাল টি-২০ ক্রিকেট ফর ব্লাইন্ড এর চ্যাম্পিয়ন হল?  উঃ- অন্ধ্র প্রদেশ

 

Weekly current affairs 2021 PDF November 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।