Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, অক্টোবর ২০২১, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-১০-২০২১ তারিখ থেকে ৩১-১০-২০২১ তারিখ পর্যন্ত অক্টোবর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – অক্টোবর, সপ্তাহ – চতুর্থ, (২৩-১০-২০২১ থেকে ৩১-১০-২০২১)

√  ১) Adidas কোম্পানির গ্লোবাল ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন?  উঃ- দীপিকা পাডুকন

  ২) ভারতে ওয়ান প্লাস এর সি ই ও কে হলেন? 

উঃ- Navnit Nakra
  ৩) সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার জেনেরিক মেডিক্যাল স্টোর চালু করল?  উঃ- ছত্তিশগড়
  ৪) সম্প্রতি প্রয়াত হলেন শ্রীলঙ্কার প্রথম টেস্ট ক্রিকেট ক্যাপ্টেন, তাঁর নাম কি?   উঃ- Bandula Warnapura
  ৫) রোজগার বাজার ২.০ পোর্টাল চালু করল কোন রাজ্য?  উঃ- দিল্লী
  ৬) ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড (IPGL) এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে? উঃ- অলোক মিশ্র
  ৭) অক্টোবর মাসে, কোন দিনটিকে বার্ষিক আন্তর্জাতিক তুষার চিতা দিবস হিসাবে চিহ্নিত করা হয়? উঃ- ২৩ অক্টোবর
  ৮) সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন?  উঃ- জেমস প্যাটিনসন
  ৯) ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (WJP) রুল অফ ল ইনডেক্স ২০২১-এ কোন দেশ শীর্ষে আছে? উঃ- ডেনমার্ক 
  ১০) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) কর্তৃক টার্গেট অলিম্পিক পডিয়াম স্কিম (TOPS) এর নতুন সি ই ও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- পিকে গর্গ

 

 

  ১১) কোন দল ফিফা মেন’স রাংকিং ২০২১ এ প্রথম স্থান অধিকার করেছে?  উঃ- বেলজিয়াম
  ১২) ভারতের কোন রাজ্য মুখ্যমন্ত্রী রেশন আপকে দোয়ার” যোজনা চালু করল?  উঃ- মধ্য প্রদেশ
  ১৩) প্রতি বছর বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটিকে?  উঃ- ২৪ অক্টোবর
  ১৪) ২০২১ সালে মিস ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন কে?  উঃ- Dr. Akshata Prabhu
  ১৫) যেটি সম্প্রতি DRDO কর্তৃক হাই-স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট (HEAT) ফ্লাইট-পরীক্ষা করা হয়েছিল, এর নাম কি? উঃ- ABHYAS
  ১৬) বছরের কোন দিনটিকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়? উঃ- ২৪ অক্টোবর
  ১৭) কোন ভারতিয় ক্রিকেটার রিয়েলমি এর ব্রান্ড অ্যামব্যাসাডর হলেন?  উঃ- কে এল রাহুল
  ১৮) সম্প্রতি কোন দেশ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রকেট NURI উৎক্ষেপণ করল?  উঃ- দক্ষিণ কোরিয়া
  ১৯) সম্প্রতি জাপানের কোন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছে?  উঃ- Mount Aso
  ২০) সম্প্রতি ৫১ তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন কে?  উঃ- রজনিকান্ত

 

 

  ২১) কোন খেলোয়াড় ২০২১ সালে ডেনমার্ক ওপেন এ পুরুষদের একক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন? উঃ- Viktor Axelsen
  ২২) আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের জন্য ভারতীয় নৌবাহিনী কোন জায়গায় অফশোর সেলিং রেগাটার আয়োজন করেছে? উঃ- কোচি থেকে গোয়া
  ২৩) সমস্ত ভোট কেন্দ্রের ডিজিটাল ম্যাপিংয়ের জন্য ভারতের নির্বাচন কমিশন (ECI) যে মোবাইল অ্যাপ চালু করেছে তার নাম কি? উঃ- Garuda (গরুড়)
  ২৪) কোন ভারতীয় রাজ্য 2022 সালে দক্ষিণ এশিয়ান ফেডারেশন ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ এবং 56 তম জাতীয় ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে চলেছে? উঃ- ণাগাল্যান্ড
  ২৫) কোন খেলোয়াড় ২০২১ সালে ডেনমার্ক ওপেন এ মহিলাদের একক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন? উঃ-  Akane Yamaguchi
  ২৬ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের জন্য মোট ব্যয় কত হতে চলেছে? উঃ- ৬৪,১৮০ কোটি রুপি
  ২৭) কনফারেন্স অফ পার্টিস (COP26) এর পাশে ভারত কোন দেশের সাথে রেজিলিয়েন্ট আইল্যান্ড স্টেটস (IRIS) উদ্যোগের পরিকাঠামো চালু করতে সহযোগিতা করেছে? উঃ- অস্ট্রেলিয়া এবং ইংল্যন্ড
  ২৮) নিপুন ভারত মিশন বাস্তবায়নের জন্য গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির (এনএসসি) প্রধান কে হবেন? উঃ- ধর্মেন্দ্র প্রধান
  ২৯) ২০২১-২০২৩ এর জন্য ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (WAIPA) এর সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- ভারত
  ৩০) কোন ফর্মুলা ওয়ান ড্রাইভার ২০২১ মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যান্ড প্রিক্স জিতেছে? উঃ- Max Verstappen

 

 

  ৩১) ২০২১ সম্প্রতি Eicher Motors এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- সিদ্ধার্থ লাল
  ৩২) ভারতের বৃহত্তম হাইড্রোজেন ইলেকট্রোলাইসার তৈরি করতে চলেছে কোন সংস্থা?  উঃ- গ্যাস অথরিটি অব ইন্ডিয়া 
  ৩৩) সম্প্রতি ভারত এবং ইংল্যান্ড এর মধ্যে অনুষ্ঠিত সৈন্য অনুশীলন এর নাম কি? উঃ- কোঙ্কণ শক্তি
  ৩৪) অ্যাসোসিয়েশান অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সম্প্রতি মিযোরাম এর উন্নয়ণ এর জন্য ভারত সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর থেকে কত পরিমাণ ঋণ নিয়েছে?   উঃ- ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার
  ৩৫) ৬৭ তম জাতীয় চলচিত্র পুরস্কার এ সেরা অভিনেতা এর পুরস্কার পেলেন কে? উঃ- মনোজ ত্রিপাঠি ও ধনুষ
  ৩৬) সম্প্রতি কোন রাজ্য সরকার জাফরান চাষিদের আয় বৃদ্ধির জন্য জশন এ যাফরান নামক উদ্যোগ শুরু করলেন?  উঃ- জম্মু ও কাশ্মীর
  ৩৭) হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস প্রত্যয়িত, বিশ্বের বৃহত্তম ব্যাট উদ্বোধন করেছে, এই ব্যাটার উচ্চতা কত? উঃ- ৫৬.১০ ফুট
  ৩৮) দেশের প্রধান প্রধান বন্দরের জন্য ভারতে প্রথমবারের মতো রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল (ROIP) সিস্টেম কোন বন্দরে উন্মোচন করা হয়েছে?  উঃ- কলকাতা বন্দর
  ৩৯) আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে কোন মন্ত্রণালয় অমৃত মহোৎসব পডকাস্ট চালু করেছে? উঃ- সংস্কৃতি মন্ত্রণালয়
  ৪০) কোন মন্ত্রণালয় ই-জাতীয় স্তরের সচেতনতা এর জন্য ‘সম্ভব’ নামক কর্মসূচি চালু করেছে? উঃ- Ministry of MSME

 

  ৪১) প্রতি বছর কোন দিন্টিতে আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস পালিত হয়? উঃ- ২৮ অক্টোবর
  ৪২) কোন আর্থিক প্রতিষ্ঠান চেন্নাইতে সমন্বিত নগর বন্যা ব্যবস্থাপনার জন্য ভারতের সাথে ২৫১ মিলিয়ন ডলার ঋণ চুক্তি করেছে? উঃ- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
  ৪৩) ভারতে স্টার্টআপ ইকোসিস্টেমকে সমর্থন করার জন্য কোন কোম্পানি এ আই ইনোভেট উদ্যোগ চালু করেছে? উঃ- মাইক্রোসফট
  ৪৪) ভারতের কোন রাজ্য সরকার এডুকেসান অ্যাট ডোরস্টেপ স্কিম চালু করল?  উঃ- তামিলনাড়ু
  ৪৫) কোন ভারতীয় বংশোদ্ভূত কানাডার প্রতিরক্ষা মন্ত্রী হলেন?  উঃ- অনীতা আনন্দ
  ৪৬) কোন দেশ জলবায়ু পরিবর্তন কে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসেবে ঘোষণা করল?  উঃ- ইসরায়েল
  ৪৭) ২০২১ সালে MOTO GP ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন কে?  উঃ- Fabio Quartararo
  ৪৮) কোন রাজ্যের মুখমন্ত্রী গো গ্রিন স্কিম চালু করলেন?  উঃ- গুজরাট
  ৪৯) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালিত হয়? উঃ- ২৯ অক্টোবর
  ৫০) কোন দেশ Syracuse 4A নামক একটি সামরিক যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? উঃ- ফ্রান্স

 

 

  ৫১) সম্প্রতি ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়্যাটসঅ্যাপ  এর প্যারেন্ট কোম্পানির নাম কি রাখা হল?  উঃ- মেটা
  ৫২) কোন রাজ্যে ২ দিন ব্যাপি আপেল উৎসব শুরু হল?  উঃ- জম্মু ও কাশ্মীর
  ৫৩) ভারতে কোন রাজ্যে দেশের বৃহত্তম সুগন্ধি বাগান এর উদ্বোধন করা হল? উঃ- উত্তরাখন্ড
  ৫৪) ভারতের কোন রাজ্য সরকার ফিফা ফুটবল ফর স্কুল প্রোগ্রাম চালু করল? উঃ- ওডিশা
  ৫৫) কোন ভারতীয় রাজ্য স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইনডেক্স ২০২০ তে প্রথম স্থান অধিকার করেছে? উঃ- কর্ণাটক
  ৫৬) ন্যাশনাল স্মল ম্যাচবক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ম্যাচবক্সের দাম ০১ ডিসেম্বর, ২০২১ থেকে ১ টাকা থেকে বাড়িয়ে  ২ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। ২ টাকার ম্যাচবক্সে কয়টি ম্যাচস্টিক থাকবে?? উঃ-  ৫০ টি
  ৫৭) কোন দেশ সম্প্রতি বিশ্বের বৃহত্তম হাইড্রোজেন ফুয়েল সেল পাওয়ার প্লান্ট উন্মোচন করেছে? উঃ- দক্ষিণ কোরিয়া
  ৫৮) কোন আর্থিক প্রতিষ্ঠান ভারতে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (NICDP) কে সমর্থন করার জন্য ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে? উঃ- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক

 

Weekly current affairs 2021 PDF October 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।