Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, সেপ্টেম্বর ২০২১, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৯-২০২১ তারিখ থেকে ২২-০৯-২০২১ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly current affairs PDF Bengaliমাস – সেপ্টেম্বর, সপ্তাহ – তৃতীয় , (১৬-০৯-২০২১ থেকে ২২-০৯-২০২১) |
√ ১) অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? | উঃ- রাজা রনধির সিং |
√ ২) ভারতের কোন রাজ্যে প্রথম ব্রেস্ট মিল্ক পাম্প ব্যাঙ্ক চালু হল? |
উঃ- পাঞ্জাব |
√ ৩) ফ্লোরেন্স নাইটেজ্ঞেল পুরস্কার পেলেন কে? | উঃ- ভাণুমতি ঘিওয়ালা |
√ ৪) সম্প্রতি কোন গণিত বিদ স্বামী ব্রহ্মানন্দ পুরস্কার পেলেন? | উঃ- আনন্দ কুমার |
√ ৫) কোন রাজ্যে সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণ বাড়িয়ে ৪০% করা হল? | উঃ- তামিলনাড়ু |
√ ৬) ভারত সরকার ২০২১ সালে নভেম্বরে কোন রাজ্যে প্রথম বিশ্বব্যাপী বৌদ্ধ সম্মেলন আয়োজন করবে? | উঃ- বিহার |
√ ৭)কোন ভারতীয় প্রতিষ্ঠান AI-ভিত্তিক ভাষা অনুবাদক সফটওয়্যার “প্রজেক্ট উড়ান” চালু করেছে? | উঃ- আই আই টি বোম্বে |
√ ৮) সম্প্রতি কোন সামরিক সংস্থার সাথে যৌথ সামরিক অনুশীলন Peaceful Mission 2021 অনুষ্ঠিত হল? | উঃ- সাংহাই কো-অপারেশান ওরগানাইজেশান |
√ ৯) সম্প্রতি ফিটনেস ব্রান্ড হাইপারআইস এর ব্রান্ড অ্যামব্যাসাডর হলেন কোন খেলোয়াড়? | উঃ- বিরাট কোহলি |
√ ১০) আই সি সি মেন’স টি-২০ প্লেয়ার র্যাংকিং এ কোন ব্যাটসম্যান প্রথম স্থানে রয়েছেন? | উঃ- Dawid Malan |
√ ১১) কোন ভারতীয় সুরকার কে স্পেন এ অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল এ সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে? | উঃ- দেবজ্যোতি মিশ্র |
√ ১২) অস্ট্রেলিয়া কোন দেশের সঙ্গে মিলে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরি করতে চলেছে? | উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড |
√ ১৩) টেলিকম সেক্টর এ ইউনিয়ন কেবিনেট সম্প্রতি FDI এর সর্বাধিক সীমা কত করেছে? | উঃ- ১০০% |
√ ১৪) ড্রোন শিল্পের জন্য PLI স্কিমের অধীনে সরকার কত টাকা মঞ্জুর করেছে? | উঃ- ১২০ কোটি |
√ ১৫) পেপসি কো. সম্প্রতি ভারতের কোন রাজ্যে ৮০০ কোটি রুপি ব্যায়ে ফুড প্লান্ট গড়ে তুলতে চলেছে? | উঃ- উত্তর প্রদেশ |
√ ১৬) কোন দেশ ভারতকে মিশন গগনযান এর জন্য সহায়তা করার কথা ঘোষণা করেছে? | উঃ- অস্ট্রেলিয়া |
√ ১৭) সম্প্রতি প্রয়াত হলেন ফুটবল খেলোয়াড় ভবানি রায়, উনি কোন ক্লাবের হয়ে খেলতেন? | উঃ- মোহন বাগান |
√ ১৮) সম্প্রতি কোন কোম্পানি দেশের প্রথম কার্বন ক্যাপচারিং প্লান্ট চালু করল? | উঃ- টাটা ষ্টীল |
√ ১৯) ভারত কোন দেশের সাথে সূর্য কিরণ-১৪ সেনাবাহিনীর একটি যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া করল? | উঃ- নেপাল |
√ ২০) সম্প্রতি প্রকাশিত ফুটবল র্যাংকিং এ কোন দেশ শীর্ষ স্থানে রয়েছে? | উঃ- বেলজিয়াম |
√ ২১) ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিস কর্পোরেশান লিমিটেড এ সি এম ডি পদে নিযুক্ত হলেন? | উঃ- Alka Nangia Arora |
√ ২২) কোন প্রতিষ্ঠান জলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা, জলের ধারা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন যন্ত্র আবিস্কার করেছে? | উঃ- আই আই টি দিল্লী |
√ ২৩) এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু ও মহিলাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নের জন্য গঠিত মন্ত্রীদের দলের প্রধান কে? | উঃ- রাজনাথ সিং |
√ ২৪) পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? | উঃ- চিরঞ্জিত সিং ছন্নি |
√ ২৫) ডিজনি-হটস্টার এর নতুন ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন? | উঃ- রামচরন |
√ ২৬) কলকাতা উচ্চ আদালত এর প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হলেন? | উঃ- প্রকাশ স্রিবাস্তব |
√ ২৭) সীরারখং লঙ্কা এবং তামেংলং কমলা লেবু কোন রাজ্যের নতুন ভৌগোলিক সূচক (জিআই) ট্যাগযুক্ত পণ্য হিসেবে গণ্য করা হল? | উঃ- মণিপুর |
√ ২৮) কোন খেলোয়াড় ২০২১ এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছেন? | উঃ- পঙ্কজ আডবানি |
√ ২৯) সম্প্রতি কোন বিদেশী গাড়ি নির্মাণকারী সংস্থা ভারতে তাদের ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? | উঃ- ফোর্ড |
√ ৩০) এলআইসি তার উন্নয়ন কর্মকর্তাদের জন্য চালু করা মোবাইল অ্যাপের নাম কি? | উঃ- PRAGATI |
√ ৩১) স্পেসএক্স যে মিশনের অধীনে পৃথিবীর প্রথম যাত্রীবাহী মহাকাশান চালু করেছে তার নাম কি? | উঃ- Inspiration-4 |
√ ৩২) ভারতের ৭০ তম গ্রান্ডমাস্টার এর পুরস্কার জিতলেন কে? | উঃ- আর রাজা রিতভিক |
√ ৩৩) ভারতের বিভিন্ন রাজ্যের ১১২ টি জেলায় শিক্ষা প্রদানের জন্য ভারত সরকার কোন শিক্ষা সংস্থার সাথে চুক্তি বদ্ধ হয়েছে? | উঃ- BYJU’S |
√ ৩৪) প্রতি বছর বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটিকে | উঃ- ২১ সেপ্টম্বর |
√ ৩৫) গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২১ -এ ভারতের স্থান কত? | উঃ- ৪৬ |
√ ৩৬) কোন দেশ গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২১ -এ শীর্ষে আছে? | উঃ- সুইজারল্যান্ড |
√ ৩৭) US Open মেন’স সিঙ্গেলস পুরস্কার ২০২১ জিতলেন কে? | উঃ- Daniil Medvedev |
√ ৩৮) FSSAI কর্তৃক সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য খাদ্য সুরক্ষা সূচিতে প্রথম স্থানে রয়েছে? | উঃ- গুজরাট |
√ ৩৯) ভারত কোন দেশের সাথে সমুদ্র শক্তি নামক নৌ অনুশীলন করল? | উঃ- ইন্দোনেশিয়া |
√ ৪০) কোন দেশ সাংহাই কো-অপারেশান অর্গানাইজেশান নতুন সদস্য হল? | উঃ- ইরান |
√ ৪১) উত্তরপ্রদেশ সরকার কোথায় ‘ইলেকট্রনিক পার্ক’ স্থাপনের অনুমোদন দিয়েছে? | উঃ- নয়ডা |
Weekly current affairs 2021 PDF September 3rd week Download pdf
আরও পড়ুন |
|
|