Current affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জানুয়ারি ২০২২, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০১-২০২২ তারিখ থেকে ২২-০১-২০২২ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – জানুয়ারি, সপ্তাহ – তৃতীয়, (১৬-০১-২০২২ থেকে ২২-০১-২০২২)

√  ১) NPCI-এর ডেটা অনুসারে, সম্প্রতি কোন ব্যাঙ্ক UPI লেনদেনের পরিমাণের সর্বাধিক প্রাপক ছিল?  উঃ- পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক

  ২) ভারতীয় খেলোয়াড় তাসনিম মীর সম্প্রতি কোন খেলায় প্রথম ভারতীয় হিসেবে বিশ্বের এক নম্বর হওয়ার খেতাব জয় করেছেন?

উঃ- ব্যাডমিন্টন
  ৩) কোন ভারতীয় নৌবাহিনীর জাহাজ ২০২২ সালের জানুয়ারিতে আরব সাগরে রাশিয়ান নৌবাহিনীর জাহাজের সাথে PASSEX অনুশীলনে অংশগ্রহণ করেছিল? উঃ- আইএনএস কোচি
  ৪) সেনা দিবস উপলক্ষে, কোন স্থানে ভারতীয় সেনাবাহিনী খাদি কাপড়ের তৈরি বিশ্বের বৃহত্তম মনুমেন্টাল জাতীয় পতাকা উত্তোলন করে?   উঃ- লংয়েওয়ালা, জয়সালমের
  ৫) সম্প্রতি প্রয়াত হলেন বিশিষ্ট কত্থ্যক নৃত্য শিল্পী পন্ডিত বির্জু মহারাজ, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৩ বছর
  ৬) মিসেস ওয়ার্ল্ড ২০২২ প্রতিযোগিতায় সেরা জাতীয় পোশাক এর পুরস্কারে ভূষিত ভারতীয় অংশগ্রহণকারীর নাম কি? উঃ- নবদীপ কৌর
  ৭) সম্প্রতি প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সমাজকর্মী শান্তী দেবী, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল এবং তিনি ভারতের কোন রাজ্যের বাসিন্দা ছিলেন?  উঃ- ৮৮ বছর, ওডিশা
  ৮) কোন খেলোয়াড় মহিলা একক ইন্ডিয়ান ওপেন (ব্যাডমিন্টন) ২০২২ এর শিরোপা জিতেছেন? উঃ- Busanan Ongbamrungphan
  ৯) ভারতের কোন রাজ্যে নবম জাতীয় মহিলা হকি চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- হিমাচল প্রদেশ
  ১০) সম্প্রতি ফিফা মেন’স প্লেয়ার অব দি ইয়ার এর খেতাব জিতলেন কে?  উঃ- Robert Lewandowski

 

 

  ১১) প্রয়াত হলেন বিখ্যাত বাংলা কমিক আর্টিস্ট নারায়ণ দেবনাথ, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৯৭ বছর
  ১২) ২০২২ সালে কে মিসেস ওয়ার্লস জিতলেন?  উঃ- Shaylyn Ford
  ১৩) ভারতের কোন টেলিকম এন্টারপ্রাইজ প্রথম UPI অটোপে টেকনলজি চালু করেছে? উঃ- জিও
  ১৪) সম্প্রতি ফিফা ওমেন’স প্লেয়ার অব দি ইয়ার এর খেতাব জিতলেন কে?  উঃ- Alexia Putellas
  ১৫) সম্প্রতি ফিফা মেন’স গোল কিপার অব দি ইয়ার এর খেতাব জিতলেন কে?  উঃ- Edouard Mendy
  ১৬) বিশ্বের কোন দেশ সর্বপ্রথম উটেদের জন্য হোটেল তৈরি করল?  উঃ- সৌদি আরব
  ১৭) অনলাইন গেমিং প্লাটফর্ম ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট কে অধিগ্রহণ করতে চলেছে কোন কোম্পানি?  উঃ- মাইক্রোসফট
  ১৮) সিকিউরিটিজ মার্কেটের প্রাথমিক ধারণা সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং বিনিয়োগকারীদের শিক্ষার জন্য SEBI দ্বারা চালু করা অ্যাপটির নাম কি? উঃ-SaaRthi
  ১৯) ২০২২ সালের জানুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- Roberta Metsola
  ২০) ভারতীয় নৌবাহিনী এবং জাপানি নৌবাহিনী ২০২২ সালের জানুয়ারিতে কোন অঞ্চলে সামুদ্রিক সেনা অনুশীলন করেছিল? উঃ- বঙ্গোপসাগর

 

 

√  ২১) AFC মহিলা এশিয়ান কাপ ২০২২ ফুটবল টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হবে? উঃ- ভারত

  ২২) এয়ার ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (CMD) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উঃ- বিক্রম দেব দত্ত
  ২৩) সম্প্রতি কোন রাজ্য সরকার তার রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম চালু করার সিদ্ধান্ত নিল? উঃ- তেলঙ্গানা
  ২৪) কোন দেশ সম্প্রতি ARROW-3 নামক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করল?   উঃ- ইসরায়েল
  ২৫) ২০২২ সালে জেনেসিস পুরস্কার বিজয়ীর নাম কি? উঃ-  Albert Bourla
  ২৬) ২০২১ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস চিলড্রেনস ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে কোন শব্দটি বেছে নেওয়া হয়েছে? উঃ- Anxiety
  ২৭) স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি সম্প্রতি ১১২ বছর ৩৪১ দিন বয়সে মারা গেছেন। তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? উঃ- স্পেন
  ২৮) সম্প্রতি ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ (IFFCO) এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- দিলীপ সন্ধানী
  ২৯) কোন ভারতীয় কোম্পানি টোরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারথন এর টাইটেল স্পন্সর করতে চলেছে?  উঃ- TCS
  ৩০) মিনিস্ট্রি অব লেবার অ্যান্ড এমপ্লয়েমেন্ট এর অ্যাডিশনাল সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন?   উঃ- শশাঙ্ক গোয়েল

 

 

√  ৩১) RBI কর্তৃক ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড এর বোর্ডের স্বাধীন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- বিনোদ রায়

  ৩২) ২০২২ সালের প্রথম BRICS বৈঠক কোন দেশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল?

উঃ- চিন
  ৩৩) কোন ভারতীয় অভিনেত্রী সম্প্রতি DC সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল (DCSAFF) ২০২১-এ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়ার্কিং ওমেন অ্যাওয়ার্ড জিতেছেন? উঃ- সুস্মিতা সেন

 

 

Weekly current affairs 2022 PDF January 3rd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।