Current Affairs

 Current affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মার্চ ২০২২, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৩-২০২২ তারিখ থেকে ১৫-০৩-২০২২ তারিখ পর্যন্ত মার্চ মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – মার্চ, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০৩-২০২২ থেকে ১৫-০৩-২০২২)

√  ১) কোন মন্ত্রক মহিলাদের জন্য SAMARTH নামক একটি বিশেষ উদ্যোক্তা প্রমোশন ড্রাইভ চালু করেছে? উঃ- মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস মিনিস্ট্রি

  ২) ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া SLINEX ২০২২ সালে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?

উঃ- বিশাখাপত্তনম
  ৩) ভারতী এয়ারটেল ভারতের ডিজিটাল ইকোসিস্টেমের বৃদ্ধিকে শক্তিশালী করতে একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে কোন ব্যাঙ্কের সাথে হাত মিলিয়েছে? উঃ- অ্যাক্সিস ব্যাঙ্ক
  ৪) মিশরের কায়রোতে ২০২২ সালের ISSF বিশ্বকাপে ভারত কতগুলি পদক জিতেছিল?  উঃ- ৭ টি
  ৫) ডিজিটাল পেমেন্টের জন্য RBI একটি 24×7 হেল্পলাইন চালু করেছে, এর নাম কি? উঃ- ডিজি সাথী
  ৬) ফিচার ফোনের জন্য আর বি আই কর্তৃক চালু করা ইউ পি আই সিস্টেম এর নাম কি?  উঃ- UPI123pay
  ৭) রাশিয়া কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ হয়েছে? উঃ- ইরান
  ৮) WHO গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন (WHO GCTM) ভারতের কোন শহরে আসবে? উঃ- জামনগর
  ৯) কোন ব্যাঙ্ক “VoiceSe UPI পেমেন্ট পরিষেবা” জন্য সফ্টওয়্যার কোম্পানি ToneTag-এর সাথে অংশীদারিত্ব করেছে? উঃ- NSDL Payments Bank
  ১০) ভারতের বৃহত্তম ভগবান বুদ্ধের মূর্তি কোন তীর্থস্থানে নির্মিত হচ্ছে? উঃ- বুদ্ধ গয়া

 

 

  ১১) ভারতের ২৩তম এবং সর্বশেষ মহিলা গ্র্যান্ডমাস্টার (WGM) হিসাবে কাকে ঘোষণা করা হয়েছে? উঃ- প্রিয়াঙ্কা নুটাক্কি
  ১২) FICCI লেডিস অর্গানাইজেশন (FLO) ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা মালিকানাধীন শিল্প পার্ক কোন রাজ্যে চালু করেছে? উঃ- তেলাঙ্গানা
  ১৩) দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উঃ- Yoon Suk-yeol
  ১৪) কোন ব্যাঙ্ক শহরের শিক্ষিত মহিলাদের জন্য ‘হাউসওয়ার্ক ইস ওয়ার্ক‘ উদ্যোগ চালু করেছে যারা পেশাদার জায়গায় আবার যোগ দিতে চায়? উঃ- অ্যাক্সিস ব্যাঙ্ক
  ১৫) সুপ্রিম কোর্ট চারধাম প্রকল্পে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির (HPC) নতুন চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করেছে? উঃ- বিচারপতি এ কে সিকরি
  ১৬) ২০২২ সালে IRDAI এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- দেবাশীষ পান্ডা
  ১৭) জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক নারী বিচারক দিবস ২০২২ সালে কোন দিনে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে? উঃ- ১০ মার্চ
  ১৮) বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সম্প্রতি কোন শহরে প্রথম ড্রোন স্কুলের উদ্বোধন করেছেন? উঃ- গোয়ালিয়র
  ১৯) এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- কবচ
  ২০) ভারতীয় নৌবাহিনী কোন স্টেলথ ডেস্ট্রয়ার থেকে বর্ধিত-পাল্লার ল্যান্ড-অ্যাটাক ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে? উঃ- এন চন্দ্রশেকরন

 

 

√  ২১) জার্মান ওপেন ২০২২-এর পুরুষদের একক ব্যাডমিন্টন ফাইনালে লক্ষ্য সেন কোন খেলোয়াড়ের কাছে হেরে রৌপ্য জিতলেন? উঃ- Kunlavut Vitidsarn

  ২২) ২০২২ সালে BAFTA পুরস্কারে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে?

উঃ- The Power of the Dog 
√  ২৩) বিশ্ব উপভোক্তা অধিকার দিবস বিশ্বব্যাপী পালিত হয় কোন দিন? উঃ- ১৫ মার্চ

  ২২) ২০২২ সালের বিশ্ব উপভোক্তা অধিকার দিবস এর থিম কি?

উঃ-  Fair Digital Finance

 

 

Weekly current affairs 2022 PDF March 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।