Current affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মার্চ ২০২২, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৩-২০২২ তারিখ থেকে ২২-০৩-২০২২ তারিখ পর্যন্ত মার্চ মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – মার্চ, সপ্তাহ – তৃতীয়, (১৬-০৩-২০২২ থেকে ২২-০৩-২০২২)

√  ১) কোন খেলোয়াড়কে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ICC ‘মেন’স প্লেয়ার’স অব দি মান্থ’ পুরস্কার দেওয়া হয়েছে? উঃ- শ্রেয়াস আইয়ার

  ২) খাদ্য, প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধ আমদানিতে সহায়তা করার জন্য ক্রেডিট লাইন হিসাবে শ্রীলঙ্কার জন্য ভারত কত পরিমাণ অর্থ অনুমোদন করেছে?

উঃ- ১ বিলিয়ন ডলার
  ৩) ভারতে, জাতীয় টিকা দিবস বার্ষিক কোন দিনে পালন করা হয়? উঃ- ১৬ মার্চ
  ৪) হাঙ্গেরির প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি?   উঃ- Katalin Novak
  ৫) কোন খেলোয়াড়কে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ICC ‘ওমেন’স প্লেয়ার’স অব দি মান্থ’ পুরস্কার দেওয়া হয়েছে? উঃ- Amelia Kerr
  ৬) ভারতের প্রথম ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল (FCEV) কোন অটোমোবাইল কোম্পানি চালু করেছে? উঃ- টয়োটা
  ৭) পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? উঃ- Bhagwant Mann 
  ৮) FIDE দাবা অলিম্পিয়াড ২০২২ টুর্নামেন্টটি – এ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? উঃ- চেন্নাই
  ৯) জাতিসংঘের সাধারণ পরিষদ কোন দিনটিকে ইসলামোফোবিয়া প্রতিরোধে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছে? উঃ- ১৫ মার্চ
  ১০) ২০২২ সালের ক্যালেন্ডার বছরে ভারতের প্রত্যাশিত GDP বৃদ্ধির হার কত? উঃ- ৯.১%

 

 

  ১১) ভারতের কোন ব্যাঙ্ক এশিয়ান ব্যাঙ্ক অফ দ্য ইয়ার ২০২১-এর জন্য IFR এশিয়া পুরস্কার জিতেছে? উঃ- অ্যাক্সিস ব্যাঙ্ক
  ১২) ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া (DCI) ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি ড্রেজার নির্মাণের জন্য কোন কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? উঃ- কোচিন শিপইয়ার্ড লিমিটেড
  ১৩) বিশ্বব্যাপী রিসাইক্লিং দিবস প্রতি বছর কবে পালন করা হয়? উঃ- ১৮ মার্চ
  ১৪) ২০২২ সালে বৈজ্ঞানিক গবেষণায় জিডি বিড়লা পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? উঃ- প্রফেসর নারায়ণ প্রধান
  ১৫) UPI Lite পেমেন্ট লেনদেনের উপরের সীমা কত?  উঃ- ২০০ রুপি 
  ১৬) ২০২২ সালের জাতিসংঘের বিশ্ব সুখ প্রতিবেদনে ভারতের স্থান কত? উঃ- ১৩৬ তম
  ১৭) কোন সংস্থা ‘কোল্ড রেসপন্স 2022’ সামরিক মহড়া শুরু করেছে? উঃ- NATO 
  ১৮) টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর নতুন সি ই ও ও ম্যানেজিং ডিরেক্টর কে হলেন?  উঃ- রাজেশ গোপিনাথন
  ১৯) প্রতি বছর আন্তর্জাতিক সুখ দিবস কবে পালিত হয়?  উঃ- ২০ মার্চ
  ২০) জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?  উঃ- ৬ টি

 

 

√  ২১) প্রতি বছর কোন দিন আন্তর্জাতিক বন দিবস পালিত হয়? উঃ- ২১ মার্চ

  ২২) কোন খেলোয়াড় ফর্মুলা ওয়ান বাহরাইন গ্র্যান্ড প্রিক্স ২০২২ জিতেছেন?

উঃ- Charles Leclerc
√  ২৩) SBI ব্যাঙ্ক ভারতের কোন শহরে তার ইনোভেশন, ইনকিউবেশন এবং অ্যাক্সিলারেশন সেন্টার (IIAC) স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে? উঃ- হায়দ্রাবাদ

  ২৪) বিশ্ব কবিতা দিবস প্রতি বছর কোন দিন পালিত হয়?

উঃ- ২১ মার্চ
√  ২৫) মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২-এ ‘স্পোর্টস আইকন’ পুরস্কারে ভূষিত হওয়া ভারতীয় ক্রিকেট খেলোয়াড়ের নাম কি? উঃ- সুরেষ রায়না

  ২৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক জাতিগত বৈষম্য দূরীকরণ দিবস পালিত হয়?

উঃ- ২১ মার্চ

 

 

Weekly current affairs 2022 PDF March 3rd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।