সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি নভেম্বর ২০২০ প্রথম সপ্তাহ

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি 

মাস – নভেম্বর, সপ্তাহ –প্রথম, (০১-১১-২০২০ থেকে ০৭-১১-২০২০)

 

       চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই এই বিভাগে আমরা কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন

 

১. সম্প্রতি “টি-২০ ক্রিকেট ১০০০ টি ছয় মারার রেকর্ড কে গড়লেন? উঃ – ক্রিস গেইল
২. কোন দেশ ২০৫০ সালের মধ্যে কার্বন মুক্ত দেশ গড়ার সিদ্ধান্ত নিয়েছে? উঃ – জাপান
৩. ভারতের কোন রাজ্য প্রথম শাক-সবজির উপর সরকারি মূল্য নির্ধারণ করল? উঃ – কেরালা 
৪. সম্প্রতি কোন দেশ ভারতকে এফ / এ – ১৮ হরনেট মালটিরোল ফাইটার এয়ারক্র্যাফট প্রদান করার ঘোষণা করেছে? উঃ – আমেরিকা
৫. সম্প্রতিচিফ ইনফরমেশন কমিশনার অব ইন্ডিয়া পদে নিযুক্ত হলেন? উঃ – যষবর্ধন কুমার সিনহা
৬. সম্প্রতি নাসা ২০২২ সালে আই এস আর ও এর সাথে যুক্ত হয়ে কোন কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে? উঃ –  ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার
৭. এস এ আই  নামে একটি সহজ ও সুরক্ষিত মেসেজিং অ্যাপ চালু করল? উঃ – ইন্ডিয়ান আর্মি
৮. ভারতের কোন রাজ্য সরকার “ধরণী পোর্টাল” চালু করল? উঃ – তেলেঙ্গাণা
৯. কোন্ দেশ বিশ্বের সবচেয়ে উঁচু “ক্লাউড কম্পিউটিং ডেটা সেন্টার” তৈরি করতে চলেছে? উঃ –  চিন
১০. ভারতের কোন সংস্থা মহিলা দের সুরক্ষার জন্য “মেরি সাহেলি” নামক সেবা চালু করল? উঃ – ভারতীয় রেলওয়ে
১১. “গ্রীন দিল্লী” মোবাইল অ্যাপ কোন মুখ্যমন্ত্রী চালু করলেন? উঃ – অরবিন্দ কেজরিয়াল
১২. মহিলাদের ডিজিটাল প্রশিক্ষণ দেওয়ার জন্য “ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন” কো সংস্থার সাথে চুক্তি বদ্ধ হল? উঃ – মাইক্রোসফট
১৩. ১৪ তম এশিয়ান ফিল্ম পুরস্কার এ সেরা ছবির পুরস্কার পেলো কোন সিনেমা? উঃ – প্যারাসাইট
১৪. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “ইয়ং অয়াডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড” চালু করল? উঃ – তামিলনাড়ু
১৫. “এশিয়ার সবচেয়ে সুরক্ষিত ব্যাঙ্ক” এর তকমা পেল কোন ব্যাঙ্ক? উঃ – ডি বি এস ব্যাঙ্ক
১৬. “অ্যাথেলেটিক্স ফেডেরেশান অফ ইন্ডিয়া” এর নতুন প্রেসিদেন্ট কে নিযুক্ত হলেন? উঃ – অ্যাডীলি জে সুমারিওয়ালা
১৭. কোন রাজ্যের “কাবার্তাল জলাভুমি” কে রামসার সাইট হিসেবে চিনহিত করা হয়েছে? উঃ – বিহার
১৮. “মালাবার নৌসেনা অভ্যাস ২০২০” এর প্রথম পর্যায় কোথায় আয়োজিত হতে চলেছে? উঃ – বঙ্গোপসাগর এ
১৯. সম্প্রতি প্রকাশিত “বাই বাই করনা” বইটির লেখক কে? উঃ – প্রিদীপ শ্রীবাস্তব
২০. “অ্যানুয়াল স্টেট অব এডুকেশন ২০২০” এর রিপোর্ট অনুযায়ী স্কুল ছুটের হার কমানোর শীর্ষে রয়েছে কোন রাজ্য? উঃ – পশ্চিমবঙ্গ
২১. “ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব বোস্টন ২০২০” কাকে “লাইফটাইম অ্যাচিভমেন্ট” পুরস্কার দিয়ে সম্মানিত করল? উঃ –  ওম প্রকাশ পুরি
২২. ভারতের কোথায় প্রথম “টায়ার পার্ক” তৈরি করা হল? উঃ –পশ্চিমবঙ্গ
২৩. ভারতের কোন রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (পি এস সি) পরীক্ষায় ট্রান্সজেন্ডারদের সুযোগ দিল? উঃ – আসাম
২৪. সম্প্রতি “সাঙ্ঘাই কর্পোরেশন অর্গানাইজেশন ২০২০” এর কত তম বৈঠক অনুষ্ঠিত হল? উঃ – ১৯ তম
২৫. “ইন্দো আমেরিকান চেম্বার অব কমার্স” কোন ভারতীয় ব্যক্তিত্ব কে “লাইফটাইম অ্যাচিভমেন্ট” দ্বারা সম্মানিত করল? উঃ – রতন টাটা
২৬. ভারতের কোন ক্রিকেটার “ডক্টর ট্রাস্ট হেলথ কেয়ার” এর ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডর হিসেবে নিযুক্ত হলেন? উঃ – রোহিত শর্মা
২৭. সম্প্রতি জম্মু-কাশ্মীরের ইলেকশান কমিশনার পদে নিযুক্ত হলেন? উঃ – কে কে শর্মা
২৮. সম্প্রতি আই এস আর ও এর লঞ্চ করা কৃত্রিম উপগ্রহের নাম কি? উঃ – ই ও এস – ১
২৯. কোন কোম্পানি “বি সি সি আই  ওমেন’স টি২০ চ্যালেঞ্জ ২০২০” এর টাইটেল স্পন্সার করতে চলেছে? উঃ – জিও
৩০. সম্প্রতি “ফিলিপিন্স” এ আছড়ে পড়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের নাম কি? উঃ – গনি
৩১. সম্প্রতি কোন কেন্দ্রীয়মন্ত্রী “ফিট ইন্ডিয়া ওয়াকাথন” উদ্বোধন করলেন? উঃ – কিরণ রিজিজু
৩২. সম্প্রতি কোন ভারতীয় নিউজিল্যন্ড এর “মেম্বার অব পার্লামেন্ট” এর সদস্য হলেন? উঃ – প্রিয়ংকা রাধাকৃষ্ণান
৩৩. সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন? উঃ – সেন ওয়াটসন
৩৪. সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার “ওয়েলভার্সড” কোম্পানির ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডর হলেন? উঃ – যুবরাজ সিং
৩৫. সম্প্রতি ইউ এন ই এস সি ও এর “ওয়ার্ল্ড নেটওয়ার্ক অব বায়োস্ফিয়া রিসার্ভ” এ ভারতের কোন জাতীয় উদ্যানকে অন্তর্ভুক্ত করা হয়েছে? উঃ – মধ্যপ্রদেশের পান্না টাইগার রিসার্ভ
৩৬. সম্প্রতি “এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স ২০২০” পুরস্কার কে জিতলেন? উঃ – লুইস হ্যামিলটন
৩৭. সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করল? উঃ – রাজস্থান
৩৮. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় “আরোগ্য ভ্যান” “আরোগ্য কুর্তি” এর উদ্বোধন করলেন? উঃ – গুজরাট
৩৯. জ্যোতির্বিদ্যায় ও প্রযুক্তিগত উন্নতির জন্য ভারত কোন দেশের সাথে “এম ও ইউ” চুক্তি স্বাক্ষর করল? উঃ- স্পেন
৪০. সম্প্রতি ইলেকট্রনিক সেক্টর কাউন্সিল অব ইন্দিয়া এর সি ই ও হিসেবে নির্বাচিত হলেন কে? উঃ- পি ভি জি মেনন
৪১. সম্প্রতি কোন কোম্পানি ভারতীয় ক্রিকেট দলের “কিট স্পন্সর” করার দায়িত্ব পেল? উঃ- মোবাইল প্রিমিয়ার লিগ 
৪২. সম্প্রতি “অ্যালায়েন্স এয়ার” এর সি ই ও হিসেবে নির্বাচিত হলেন কে? উঃ- হরপ্রিত এ ডি সিং
৪৩. ভারতের কোন রাজ্য প্রথম “সোলার এনার্জি ড্রিভেন মিনিএয়াচার ট্রেন” এর উদ্বোধন করল? উঃ- কেরালা
৪৪. ভারতের কোথায় “পৃথিবীর প্রথম টেকনলজি ড্রিভেন নিউট্রিসান পার্ক” এর উদ্বোধন করা হল? উঃ- গুজরাট
৪৫. “ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার” এর মতে কোন ভারতীয় শহর ২০৫০ সালের মধ্যে পানীয় জল সংকটের তালিকায় শীর্ষে থাকবে? উঃ-   জয়পুর
৪৬. “প্যাণ্ডেমোনিয়ামঃ দা গ্রেট ইন্ডিয়ান ব্যাঙ্ক ট্র্যাজেডি” বইটির লেখন কে? উঃ- তমাল বন্দ্যোপাধ্যায়
৪৭. সম্প্রতি বাংলাদেশ কোভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়ার জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? উঃ- ভারত
৪৮. “ও এন জি সি বিদেশ লিমিটেড” এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সেকিউটিভ অফিসার নিযুক্ত হলেন? উঃ- এ কে গুপ্ত
৪৯. সম্প্রতি কোন রাজ্যে “প্লাস্টিক লাও মাস্ক লে জাও” উদ্যোগ চালু হল? উঃ- উত্তরাখন্ড
৫০. সম্প্রতি প্রকাশিত “টিল উই উইন” বইটির লেখক কে? উঃ- রনদীপ গুলেরিয়া
৫১. সম্প্রতি কোন ব্যাঙ্ক “মাইন” প্রোগ্রাম চালু করল? উঃ- আই সি আই সি আই ব্যাঙ্ক
৫২. “ন্যাশনাল ব্র্যান্ড ইনডেক্স ২০২০” এর নতুন তে কোন দেশ শীর্ষে রয়েছে? উঃ- জার্মানী
৫৩. কোন ভারতীয় ক্রিকেটারকে “একলব্য পুরস্কার ২০২০” দ্বারা সম্মানিত করা হল? উঃ- কে এল রাহুল
৫৪. সম্প্রতি কোন রাজ্য সরকার “অনলাইন গেমিং, অনলাইন বেটিং এবং গ্যাম্বলিং” এর মত ১৩২ টি ওয়েবসাইট এবং অ্যাপ ব্যান করল? উঃ- অন্ধ্রপ্রদেশ
৫৫. “ইন্টার-প্ররলামেন্টারি ইউনিয়ন” এর নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন? উঃ- দুরাত পাছেও

 

আরও পড়ুন 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।