সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

মাস – অক্টোবর, সপ্তাহ –চতুর্থ, (২৩-১০-২০২০ থেকে ৩০-১০-২০২০)

        চাকরি বাজারের সাম্প্রতিক ঘটনাবলী বিভাগে সকলকে স্বাগত জানাই এই বিভাগে আমরা কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

 

১. চাঁদে “৪জি মোবাইল নেটওয়ার্ক” চালু করার জন্য নাসা কোন মোবাইল সংস্থা কে নির্বাচন করেছে? উঃ – নকিয়া
২. সম্প্রতি “আয়ুস্মান সহকার স্কিম” চালু করলেন কোন মন্ত্রী? উঃ – নরেন্দ্র সিং তোমর
৩. সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার কোন রাজ্যে “আত্মনির্ভর ভারত” প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে? উঃ – মহারাষ্ট্র
৪.সি ও ভি আই আর এ পি” নামক কোভিড টেস্ট কিট তৈরি করলো কোন সংস্থা? উঃ – আই আই টি খড়গপুর
৫.অ্যানিমিয়া মুক্ত ভারত” ইন্ডেক্স ২০২০ তে শির্ষে কোন রাজ্য? উঃ – হরিয়ানা
৬. সম্প্রতি প্রয়াত হলেন ভারতীয় বায়ু সেনার “প্রথম মহিলা উইং কমান্ডর”, তাঁর নাম কি? উঃ –  বিজয়ালক্ষ্মী রামনান
৭. ভারতের কোন রাজ্যে সম্প্রতি “ওয়াটার ট্যাক্সি সার্ভিস” চালু করেছে? উঃ – কেরালা
৮. কোন কোম্পানি পৃথিবীর “প্রথম রোলেবল টিভি” আবিস্কার করল? উঃ – এল জি
৯. সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার “স্মার্ট ব্ল্যাক বোর্ড স্কিম” চালু করল? উঃ – তামিলনাড়ু
১০.পোর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স ২০২০” কে জিতলেন? উঃ – লুইস হ্যামিলটন
১১.গ্লোবাল মোবাইল ইন্টারনেট স্পিড” এ ভারত কত স্থান এ রয়েছে? উঃ – ১৩১ তম
১২. কোন দেশ “ইন্টারন্যাশনাল লেবার ওরগানাইজেশন” এর সভাপতি হিসেবে দায়িত্ব নিল? উঃ – ভারত
১৩. ভারতের কোন সংস্থা “দা ইট রাইট মুভমেন্ট” চালু করেছে? উঃ – এফ এস এস এ আই
১৪.লেবানন এর নতুন প্রধানমন্ত্রি” কে নিযুক্ত হলেন? উঃ – সাদ হারিরি
১৫. কোন ভারতীয় ক্রিকেটার “ভেগা মেন” এর ব্র্যান্ড এম্ব্যাসাডর হলেন? উঃ – অরুণাচল প্রদেশ
১৬. “আই সি আই সি আই ব্যাঙ্ক” কোন দেশে তাদের পরিসেবা বন্ধ করল? উঃ – শ্রীলঙ্কা
১৭. কোন শিক্ষা সংস্থা দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী দের জন্য  “ফেসিয়াল রেকগনেশান সিস্টেম” চালু করল? উঃ – সি বি এস ই
১৮. সম্প্রতি ভারতের বৃহত্তম “কার্ডিয়াক হসপিটাল” কোথায় চালু হল? উঃ – আমেদাবাদ
১৯. কোন দেশ “নো মাস্ক নো সার্ভিস” পলিসি চালু করল? উঃ – বাংলাদেশ
২০. “এইচ ডি এফ সি ব্যাঙ্ক” এর নতুন চিফ এক্সেকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? উঃ – শশিধর জগদীশন
২১. কোন কেন্দ্রীয় মন্ত্রীর তত্ত্বাবধানে “ই ব্লাড সার্ভিস” অ্যাপ চালু করা হল? উঃ – ডঃ হর্ষবর্ধন
২২. “ফেডেরেশান অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্স” এর নতুন চেয়ারম্যান কে হলেন? উঃ – বিমল জুলকা
২৩. ভারতের কোথায় প্রথম “স্যান্ড দুন পার্ক” এবং “ইন্টারপ্রেটেশান সেন্টার” তৈরি হতে চলেছে? উঃ – গোয়া
২৪. কোন রাজ্য সরকার “টেক ফর ট্রাইবালস” স্কিম চালু করল? উঃ – ছত্তিশগড়
২৫. কোন দেশ ভারতের বিখ্যাত লেখক “হরিবংশ রায় বচ্চন” এর নামে একটি চৌরাস্তার নাম রেখেছে? উঃ – পোল্যান্ড
২৬. সম্প্রতি কোন রাজ্যে “প্লাস্টিক প্রিমিয়ার লিগ (পি পি এল )” চালু হল?  উঃ – মধ্যপ্রদেশ
২৭. “বলিভিয়ার প্রেসিডেন্ট” কে নির্বাচিত হলেন? উঃ – লুইস আর্স
২৮. “এন এ টি ও” কোন দেশে তাদের নতুন স্পেস সেন্টার তৈরি করতে চলেছে? উঃ – জার্মানি
২৯. গুয়েনা এর নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন? উঃ – আলফা কনডে
৩০. সম্প্রতি কোন সংস্থা “চাঁদে জলের সন্ধান” পেয়েছে? উঃ – নাসা
৩১. “বিশ্বের শ্রেষ্ঠ নিয়োগকর্তা সংস্থা ২০২০” এর তকমা পেল কোন সংস্থা? উঃ – স্যামসং
৩২. “ই ধরতি জিও পোর্টাল” কে চালু করলেন? উঃ – হরদীপ সিং পুরি
৩৩. কোন রাজ্য সরকার নারী ও শিশু পাচার রুখতে “অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং পুলিশ স্টেশান” স্থাপন করেছে? উঃ – উত্তরপ্রদেশ
৩৪. সম্প্রতি আমেরিকাতে যে ঘূর্ণিঝড় হয়েছে তার নাম কি? উঃ – যেটা
৩৫. শকুন সংরক্ষণ অ্যাকশান প্ল্যান ২০২০-২০২৫ অনুসারে কতগুলি রাজ্যে “শকুন সংরক্ষণ ওপ্রজনন কেন্দ্র” খোলা হবে? উঃ – ৫ টি
৩৬. ভারতের কোন রাজ্য সরকার “সুমঙ্গল এন্ড স্টুডেন্ট স্কলারশিপ ওয়েব পোর্টাল” চালু করল? উঃ – ওডিশা
৩৭. “চতুর্থ ইন্ডিয়া এনার্জি ফোরাম” এর উদ্বোধন করলেন? উঃ – নরেন্দ্র মোদি
৩৮. “ফেণী” ব্রিজ ভারতের কোন রাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত করবে? উঃ – ত্রিপুরা
৩৯. সম্প্রতি “ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া” কোন আই আই টি এর সাথে চুক্তি স্বাক্ষর করল? উঃ- আই আই টি জোধপুর
৪০. “পরম্পরা সিরিস ২০২০ ন্যাশনাল ফেস্টিভ্যাল অব মিউসিক এন্ড ড্যান্স” এর উদ্বোধন করলেন কে? উঃ- ভেংকিয়া নাইডু

 

 

আরও পড়ুন 

 

 

 

 

বিঃদ্রঃ চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।