বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 16 থেকে 22 অক্টোবর 2020

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 16 থেকে 22 অক্টোবর 2020

মাস – অক্টোবর, সপ্তাহ –তৃতীয়, (১৬-১০-২০২০ থেকে ২২-১০-২০২০)

 

       চাকরি বাজারের সাম্প্রতিক ঘটনাবলী বিভাগে সকলকে স্বাগত জানাই এই বিভাগে আমরা কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি অক্টোবর

 

১. সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম অয়োডিন স্যানিটাইজার চালু করতে চলেছে? উঃ – ভারত
২. সম্প্রতি রাশিয়ার স্বীকৃতি দেওয়া দ্বিতীয় কোভিড ১৯ ভ্যাকসিনের নাম কি? উঃ – এপিভাকরোনা
৩. সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার মহিলাদের সুরক্ষার জন্য “মিশন শক্তি” ক্যাম্পেন চালু করতে চলেছে? উঃ – উত্তরপ্রদেশ
৪.   ভারতের ডিজিটাল পেমেন্ট এর প্রসার ঘটাতে “অ্যামাজন পে” কোন কোম্পানির সাথে চুক্তি করেছে? উঃ – উবের
৫. সম্প্রতি “কপিলা কালাম” প্রোগ্রাম চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? উঃ – রমেশ পোখরিয়াল
৬. কোন রাজ্যের পুলিশ ভারতীয় সেনাবাহীনীর সহযোগিতায় “সুরক্ষা কবচ” নামের সন্ত্রাস বিরোধী মহড়া আয়োজন করেছে? উঃ –  মহারাষ্ট্র
৭. ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম “গ্রিন জিঙ্ক স্মেল্টার” প্রকল্প চালু করার কথা ঘোষোণা করেছে? উঃ – গুজরাট
৮.  কোন দেশ পুনরায় “আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স” এর প্রেসিডেন্ট হল? উঃ – ভারত
৯. কোন রাজ্যের পুলিশ প্রশাসন মহিলা এবং শিশুদের নিরাপত্তার জন্য “আ ও য়া জ” ক্যাম্পেন চালু করলো? উঃ – রাজস্থান
১০. সম্প্রতি প্রকাশিত “দি ব্যাটেল ওব বিলংগিং” বইটির লেখক কে? উঃ – শশি থারোর
১১. সম্প্রতি কোন ব্যাঙ্ক অ্যাপোলো হসপিটাল এর সাথে যুক্ত হয়ে “দি হেলথলাইফ প্রোগ্রাম” চালু করেছে? উঃ – এইচ ডি এফ সি ব্যাঙ্ক
১২. সম্প্রতি কোন রাজ্য “মাই টাউন মাই প্রাইড” প্রোগ্রাম চালু করেছে? উঃ – জম্মু-কাশ্মীর
১৩. কোন রাজ্য সরকার কৃষকদের উন্নয়নের জন্য “ওয়েলফেয়ার বোর্ড” গড়ে তলেছে? উঃ – কেরালা
১৪. ‘ইউনেসকো’ এর ভারতীয় স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন? উঃ – বিশাল ভি শর্মা
১৫. “এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া” কোন রাজ্যে একটি গ্রীনফিল্ড বিমানবন্দর নির্মাণ করতে চলেছে? উঃ – অরুণাচল প্রদেশ
১৬. সম্প্রতি প্রয়াত “সোভা নাইডু” কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? উঃ – নৃত্যশিল্পী
১৭.  “গোল্ড স্টিভ অ্যাওয়ার্ড ২০২০” পুরস্কার কে পেলেন? উঃ – সিমা গুপ্ত
১৮. কোন রাজ্য “রেড লাইট অন, গাড়ি অফ” ক্যাম্পেন চালু করেছে? উঃ – দিল্লী
১৯. সম্প্রতি প্রকাশিত “ মিস্টার প্রাইম মিনিস্টার, উই স্র্যাংক দা ড্রাগন” বইটির লেখক কে? উঃ – প্রদীপ গোরহা
২০. ভারত তার কোন প্রতিবেশী দেশকে “ আই এন এস সিন্ধুবির” নামক সাবমেরিন উপহার দিয়েছে? উঃ – মায়ানমার
২১. সম্প্রতি অনুষ্ঠিত “ওয়ার্ল্ড ব্যাঙ্ক” এর ১০২ তম বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন? উঃ – নির্মলা সীতারামন
২২. “ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পরেশন” (এন টি পি সি) এর ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? উঃ – গুরদীপ সিং
২৩. কোন বিখ্যাত ক্রিকেটারের জীবনী নিয়ে তৈরি হয়েছে বিখ্যাত বায়োপিক মুভি “৮০০”? উঃ – মুত্থাইয়া মুরলিধরন
২৪. সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রতিটি থানাতে “ওমেন হেল্প ডেস্ক” গড়ে তোলা হয়েছে? উঃ – উত্তরপ্রদেশ
২৫. কোন রাজ্য পন্ডা এবং মাপুসা নামক দুটি পুলিশ জেলা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে? উঃ – দিল্লি
২৬. “ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডেরেশন” এর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কে নিযুক্ত হলেন? উঃ – ডক্টর মাইকেল ইরানি
২৭. “ওয়ার্ল্ড হাঙ্গার ইনডেক্স ২০২০” এ ভারতের স্থান কত? উঃ – ৯৪
২৮. সম্প্রতি ভারত উন্নত মানের ডিজিটাল স্বাস্থ্য পরিসেবার জন্য কোন দেশের সাথে চুক্তি করলো? উঃ – নেদারল্যান্ড
২৯. সম্প্রতি ভারত ও শ্রীলঙ্কা এর নৌবাহিনির মধ্যে আয়োজিত দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়ার নাম কি? উঃ – এস এল আই এন ই এক্স – ২০২০
৩০. নিউজিল্যান্ড এর প্রধানমন্ত্রি নির্বাচিত হলেন কে? উঃ – জ্যাকিনডা অ্যারডের্ন
৩১. ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এর নতুন চেয়ারম্যান হলেন কে? উঃ – এয়াজকিরন রাই জি
৩২. “দিল্লী এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অয়াসোসিয়েশন –এর সাভাপতি হলেন কে? উঃ – রোহান জেটলি
৩৩. কে “ওয়াইল্ডলাইফ ফটোগ্র্যাফার অফ দা ইয়ার ২০২০” এর পুরস্কার পেলেন? উঃ – ঐশর্য্যা শ্রীধর
৩৪. সম্প্রতি প্রকাশিত “সি ইস ফর ক্যাট এন্ড ডি ইস ফর ডিপ্রেশন” বইটির ল্রখক কে? উঃ – কৈরভি ভারত রাম
৩৫. সম্প্রতি “ডি আর ডি ও” চন্ডিপুরে কোন মিসাইলের সফল উৎক্ষেপণ করল? উঃ – পৃথিবী-২
৩৬.  বিশ্বের প্রথম “ফেস ভেরিফিকেশন” পদ্ধতি চালু করলো কোন দেশ?   উঃ – সিঙ্গাপুর
৩৭. “ভারত পে” এর নতুন সি ই ও কে নিযুক্ত হলেন? উঃ – ধ্রুব ধনরাজ ভাল
৩৮. কোন সংস্থা “ইন্ডিয়া ফুটবল, ফরোয়ার্ড টুগেদার” নামক নতুন প্রকল্প চালু করল? উঃ – অল ইন্ডিয়া ফুটবল ফেডেরেশান
৩৯. কোন রাজ্য সরকার “মো বিদ্যুৎ” নামক মোবাইল অ্যাপ চালু করল? উঃ- ওডিশা
৪০.  “ডেনমার্ক ওপেন ২০২০ ওমেনস সিঙ্গেলস” খেতাব কে জয় করলেন? উঃ- নোজোমি ওকুহারা
 ৪১.  “ডেনমার্ক ওপেন ২০২০ মেনস সিঙ্গেলস” খেতাব কে জয় করলেন? উঃ- অ্যানডেরস অ্যানটনসেন
 ৪২. ভারত কোন দেশ থেকে “এয়ার কন্ডিশান মেশিন” আমদানির ওপর নিষেধাঞ্জা জারি করল? উঃ- চিন
 ৪৩. সম্প্রতি প্রকাশিত “এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২০” –এ ভারতের স্থান কত? উঃ- চতুর্থ
 ৪৪. কোন ব্যাঙ্ক “হয়াটসঅ্যাপ” এর মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা চালু করল? উঃ- আই ডি বি আই ব্যাঙ্ক
 ৪৫. “জি ২০ ইউথ ২০ সামিট ২০২০” কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? উঃ- সৌদি আরব
 ৪৬. কোন রাজ্য ২২ টি “পর্যটন কেন্দ্র” চালু করার সিদ্ধান্ত নিয়েছে?  উঃ- কেরালা
 ৪৭. ভারতের কোন রাজ্য “ফ্রি ডিজিটাল অনলাইন মোবাইল এডুকেশন লাইব্রেরি” চালু করল?
উঃ- মহারাষ্ট্র
 ৪৮. “ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড” এর ১৯০ তম সদস্য পদ কোন দেশ গ্রহন করল? উঃ- অ্যানডরা
 ৪৯. সম্প্রতি “ডি আর ডি ও” ওডিশা তে কোন মিসাইলের সফল উৎক্ষেপণ করল? উঃ- স্ট্যান্ড অফ অ্যান্টি ট্যাঙ্ক
 ৫০. সম্প্রতি প্রকাশিত “এন কে সিং” এর আত্মজীবনী এর নাম কি? উঃ- পোর্ট্রটস অব পাওয়ারঃ হাফ এ সেঞ্চুরি অব বিং রিংসাইড
 ৫১. সম্প্রতি “হওসলা প্রোগ্রাম” চালু করল কোন কম্পানি? উঃ- ফিলিপস
 ৫২. সম্প্রতি ভারতে কোন রাজ্যে প্রথম বাণিজ্যিক ভাবে “হং” চাষ শুরু হয়? উঃ- হিমাচল প্রদেশ

 

 

 

আরও পড়ুন 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।