কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের বিখ্যাত ডাকনাম

 

চাকরি বাজারেরসাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা  কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের বিখ্যাত ডাকনাম নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি এস এস সি, পি এস সি, প্রাইমারি টেট, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, পুলিশ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।

 

কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের বিখ্যাত ডাকনাম

 

জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যুক্ত কয়েকটি বিখ্যাত স্থান। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। বিশেষত রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষায় এই বিষয় থেকে নানান প্রশ্ন নানান সময়ে এসেছে।  এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষায়, গ্রুপ ডি  পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে আসে তা দেখানো হল। ১. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ? উত্তর হবে খান আবদুল গফফর খান।  ২. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ? উত্তর হবে জয়নাল আবদীনকে

 

ডাকনাম

ব্যক্তিত্বের নাম

জাতির জনক /  বাপু মহাত্মা গান্ধী
সীমান্ত গান্ধী / বাদশা খান খান আবদুল গফফর খান
শান্তি মানব লাল বাহাদুর শাস্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মহীশুরের বাঘ টিপু সুলতান
বাংলার বাঘ / বেঙ্গল কেশরী আশুতোষ মুখোপাধ্যায়
লৌহ মানবী ইন্দিরা গান্ধী
লৌহ মানব সরদার বল্লভ ভাই প্যাটেল
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ
লোকমান্য বালগঙ্গাধর তিলক
বিশ্বকবি /  গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর
দেশরত্ন /  অজাত শত্রু ডঃ রাজেন্দ্র প্রসাদ
মহামান্য মদনমোহন মালব্য
মরুভূমির শিয়াল জেনারেল আরউইন রোমেল
বিহার কেশরী ডঃ শ্রীকৃষ্ণ সিং
অন্ধ্র কেশরী টি. প্রকাশম
রাজা জি চক্রবর্তী রাজা গোপালাচারী
বাবুজি জগজীবন রাম
ভারতের নেপোলিয়ান সমুদ্র গুপ্ত
ভারতীয় শেক্সপিয়ার মহাকবি কালিদাস
কাশ্মীরের আকবর জয়নাল আবদীন
ভারতের পক্ষী মানব সেলিম আলী
হকির জাদুকর ধ্যানচাঁদ
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত
ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নওরোজি
ব্রিটেনের গ্র্যান্ড ওল্ড ম্যান উইলিয়াম ই গ্ল্যাডস্টোন
শের-ই-কাশ্মীর শেখ আব্দুল্লা
চাচা / পন্ডিত জি জহরলাল নেহেরু
 

 

নেতাজি সুভাষচন্দ্র বসু
চড়ুই মেজর জেনারেল রাজেন্দ্র সিং
গুজরাটের জনক রবিশঙ্কর রবি শংকর মহারাজ
তরুণ তুর্কি চন্দ্রশেখর
শহীদ-ই-আজম ভগৎ সিং
উড়ন্ত পরি পি. টি. ঊষা
উড়ন্ত শিখ মিলখা সিং
স্বর কোকিলা লতা মঙ্গেসকার
লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডু
তোতা-ই-হিন্দ আমির খসরু
ভারতীয় ইতিহাসের কিং মেকার সাইয়েদ বান্ধু
ভারতীয় চলচ্চিত্রের দাদা ধুন্দীরাজ গোবিন্দ ফালকে
হরিয়ানা হারিকেন কপিল দেব
লিটল মাস্টার সুনীল গাভাস্কার
ম্যান অফ ডেসটিনি নেপোলিয়ন বোনাপাট
পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়
চাচা হু হো-চি-মিন
অ্যাভনের বার্ড উইলিয়াম শেক্সপিয়ার
ইংরেজি কবিতার জনক জিওফ্রে চসার
দীনবন্ধু সি.এফ. অ্যান্ড্রুজ
জননায়ক করপুরি ঠাকুর
আম্মা মাতা অমৃতানন্দমাই
অজাত শত্রু বিন্দুসার
বেহেনজি মায়াবতী
ঔষধ এর জনক হিপোক্রেট
স্থানীয় স্ব-সরকারের জনক লর্ড রিপন

 

 

 

 

সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন 

 

  • কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের বিখ্যাত ডাকনাম  
Famous-Nicknames-of-Eminent-Person

 

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!
%d bloggers like this: