বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যুক্ত বিখ্যাত স্থান

 

চাকরি বাজারেরসাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা  বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যুক্ত কয়েকটি বিখ্যাত স্থান নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি এস এস সি, পি এস সি, প্রাইমারি টেট, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, পুলিশ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।

 

বিশিষ্ট ব্যাক্তিদের সঙ্গে যুক্ত বিখ্যাত স্থান

 

জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যুক্ত কয়েকটি বিখ্যাত স্থান। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। বিশেষত রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষায় এই বিষয় থেকে নানান প্রশ্ন নানান সময়ে এসেছে।  এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষায়, গ্রুপ ডি  পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে আসে তা দেখানো হল। 

 

 

স্থানের নাম

ব্যক্তিত্বের নাম

কপিলাবস্তু   গৌতম বুদ্ধ
জালিয়ানওয়ালাবাগ   জেনারেল ডায়ার
আনন্দ ভবন   জহরলাল নেহেরু
মেসিডোনিয়া   আলেকজান্ডার
হলদিঘাট   মহারানা প্রতাপ
কুশিনগর  গৌতম বুদ্ধ
লুম্বিনী  গৌতম বুদ্ধ
পোরবন্দর  মহাত্মা গান্ধী
ফতেপুর সিক্রি  আকবর
বেলুড় মঠ   রামকৃষ্ণ পরমহংস
ত্রিমূর্তি ভবন   জহরলাল নেহেরু
পাওয়াপুরি   মহাবীর
সবরমতী   মহাত্মা গান্ধী
চিত্তর  মহারানা প্রতাপ
পুডুচেরি   অরবিন্দ ঘোষ
সীতব দিয়ারা   জয়প্রকাশ নারায়ণ
জিরাদেই    ডঃ রাজেন্দ্র প্রসাদ
কর্সিকা    নেপোলিয়ন বোনাপার্ট
জেরুজালেম   যীশু খ্রীষ্ট
ওয়াটার লু   নেপোলিয়ন বোনাপার্ট
মক্কা   নবী মোহাম্মাদ
বারডোলি   সরদার বল্লভ ভাই প্যাটেল
তালবন্দি   গুরু নানক
পবনর   বিনোবা ভাবে
শান্তিনিকেতন   রবীন্দ্রনাথ ঠাকুর
কুন্দগ্রাম   মহাবীর
কটক   সুভাষচন্দ্র বোস
সেবা গ্রাম   মহাত্মা গান্ধী

 

 

 

 

সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন 

 

  • বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যুক্ত কয়েকটি বিখ্যাত স্থান    
famous-places-associated-with-eminent-persons

 

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।