পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সাল

 

চাকরি বাজারেরসাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সহ সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা  পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সাল নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি এস এস সি, পি এস সি, প্রাইমারি টেট, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, পুলিশ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।

 

পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সাল

 

জি. কে.  বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সালপশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকেবিশেষত রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষায় এই বিষয়ে থেকে নানান প্রশ্ন নানান সময় এসেছে । প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষাম, গ্রুপ ডি, পরীক্ষায় নানান ধরনের প্রশ্ন এই বিভাগ থেকে বিভিন্ন সময় এসে থাকে । কয়েকটি উদাহরণের সাহায্যে এই বিভাগ থেকে কি ধরনের প্রশ্ন আসে তা দেখানো হলো । ১. ঝারগ্রাম জেলাটি কত সালে প্রতিষ্ঠিত হয়  ? উত্তর হবে ২০১৭ সালে।  ২. উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোনটি ? উত্তর রায়গঞ্জ৩. কলকাতা জেলাটি কোন বিভাগের মধ্যে অবস্থিত ? এক্ষেত্রে উত্তর হবে প্রেসিডেন্সি বিভাগ । এরকম নানান ধরনের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বার বার এসেছে। তাই এই বিভাগটি পরীক্ষার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

 

বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ২৩ টি  জেলা আছে , যেগুলি পাঁচটি বিভাগে বিভক্ত করা হয়েছে । বিভাগগুলি হল মালদা বিভাগ, বর্ধমান বিভাগ,‌ জলপাইগুড়ি বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ । 

  •  মালদা বিভাগের মধ্যে আছে – মালদা জেলা, উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, মুর্শিদাবাদ জেলা।
  •  বর্ধমান  বিভাগের মধ্যে আছে – বর্ধমান জেলা, হুগলী জেলা, পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা।
  •  জলপাইগুড়ি বিভাগের মধ্যে আছে – জলপাইগুড়ি জেলা , কোচবিহার জেলা , দার্জিলিং জেলা , আলিপুরদুয়ার জেলা ,কালিম্পং জেলা।
  •  প্রেসিডেন্সি  বিভাগের মধ্যে আছে  – হাওড়া জেলা, কলকাতা জেলা , নদিয়া জেলা , উত্তর ২৪ পরগনা জেলা, দক্ষিণ ২৪ পরগণা জেলা।
  •  মেদিনীপুর বিভাগের মধ্যে আছে  – বাঁকুড়া জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, পুরুলিয়া জেলা, ঝারগ্রাম জেলা। 

 

 

জেলার নাম 

সদর শহর

প্রতিষ্ঠিত সাল

   
দার্জিলিং দার্জিলিং ১৯৪৭ 
কালিম্পং – কালিংপং ২০১৭
আলিপুরদুয়ার –  আলিপুরদুয়ার ২০১৪ 
জলপাইগুড়ি –  জলপাইগুড়ি ১৯৪৭
♦ কোচবিহার – কোচবিহার ১৯৫০
♦ উত্তর দিনাজপুর –  রায়গঞ্জ ১৯৯২
♦ দক্ষিণ দিনাজপুর –  বালুরঘাট ১৯৯২
♦ মালদা –  ইংলিশ বাজার ১৯৪৭
♦ মুর্শিদাবাদ –  বহরমপুর ১৯৪৭
♦ নদীয়া – কৃষ্ণনগর ১৯৪৭
♦ পশ্চিম বর্ধমান –  আসানসোল ২০১৭
♦ পূর্ব বর্ধমান –  বর্ধমান ২০১৭
♦ বীরভূম  –  সুরি ১৯৪৭
♦ বাঁকুড়া –  বাঁকুড়া ১৯৪৭
♦ পশ্চিম মেদিনীপুর –  মেদিনীপুর ২০০২
♦ পূর্ব মেদিনীপুর –  তমলুক ২০০২ 
♦ ঝারগ্রাম –  ঝারগ্রাম ২০১৭
♦ পুরুলিয়া –   পুরুলিয়া ১৯৫৬
♦ হুগলী – চুঁচুড়া ১৯৪৭
♦ হাওড়া –  হাওড়া ১৯৪৭
♦ কলকাতা –   কলকাতা ১৯৪৭
♦ উত্তর ২৪ পরগনা –   বারাসাত ১৯৮৬ 
♦ দক্ষিণ ২৪ পরগনা –   আলিপুর ১৯৮৬

 

 

 

 

সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন 

 

  • পশ্চিমবঙ্গের-সমস্ত-জেলার-সদর-দপ্তর-এবং-প্রতিষ্ঠা-সাল   →

পশ্চিমবঙ্গের-সমস্ত-জেলার-সদর-দপ্তর-এবং-প্রতিষ্ঠা-সাল

 

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।