চাকরি বাজারের ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদরদফতর সমূহ নিয়ে আলোচনা করলাম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় থেকে নানান ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই অধ্যায়টি পড়ুন।
International Organizations and Their Headquarters
স্ট্যাটিক জি কে বিভাগটি প্রায় সমস্ত বড় সরকারী পরীক্ষার একটি বিশেষ অঙ্গ এবং এই বিভাগে স্কোরিং নম্বর করা সবচেয়ে সহজ, কারণ এই বিভাগে কোনও রকম গণনা বা সমাধানের প্রয়োজন হয় না। তবে কোন প্রার্থী সম্পূর্ণ প্রস্তুত থাকলে তবেই এটি সম্ভব হয়।
স্ট্যাটিক জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদরদফতর সমূহ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে প্রশ্ন এসে থাকে। বিশেষত এস এস সি, পি এস সি, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের পরীক্ষায়, গ্রুপ ডি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। নিচে উদাহরণের সাহায্যে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। যেমন – ১) ILO কথাটির পুর্ন রুপ কি? উত্তর– ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ২) ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দফতার কোথায় অবস্থিত। উত্তর– জেনেভা, সুইজারল্যান্ড। ৩) UNICEF কত সালে প্রতিষ্ঠিত হয়। উত্তর – ১৯৪৬ সালে।
- নিন্মে একটি সারণির মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদরদফতর সমূহ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। সারণি থেকে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং নিচে দেওয়া লিংক থেকে ফ্রীতে পি ডি এফ ডাউনলোড করুন।
সংস্থা ও প্রতিষ্ঠা সাল |
সদরদফতর |
• ইউনাইটেড নেশনস চিল্ড্রেনস এমার্জেন্সি ফান্ড [UNICEF] – ১৯৪৬ | ⇒ নিউইয়র্ক (আমেরিকা) |
• ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন [WHO] – ১৯৪৮ | ⇒ জেনেভা (সুইজারল্যান্ড) |
• ইউনাইটেড নেশনস [UN] – ১৯৪৫ |
⇒ নিউইয়র্ক (আমেরিকা) |
• ইউনাইটেড নেশনস এডাকেশনাল, সাইন্টিফিক অন্ড কালচারাল অর্গানাইজেশন [UNESCO] – ১৯৪৫ | ⇒ প্যারিস (ফ্রান্স) |
• ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম [UNDP] – ১৯৬৫ | ⇒ নিউইয়র্ক (আমেরিকা) |
• ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন [ILO] – ১৯১৯ | ⇒ জেনেভা (সুইজারল্যান্ড) |
• ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন [WTO] – ১৯৯৫ | ⇒ জেনেভা (সুইজারল্যান্ড) |
• ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন [WMO] – ১৯৫০ | ⇒ জেনেভা (সুইজারল্যান্ড) |
• ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন [WIPO] – ১৯৬৭ | ⇒ জেনেভা (সুইজারল্যান্ড) |
• ওয়ার্ল্ড ফুড প্রোগ্র্যাম [WFP] – ১৯৬১ | ⇒ রোম (ইতালি) |
• ইউনাইটেড ন্যাশন এনভারমেন্ট প্রোগ্রাম [UNEP] – ১৯৭২ | ⇒ নাইরোবি (কেনিয়া) |
• ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড [UNPF] -১৯৬৯ | ⇒ নিউইয়র্ক (আমেরিকা) |
• ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন [IMO] – ১৯৪৮ | ⇒ লন্ডন (ইংল্যান্ড) |
• ইন্টার্নেশনাল মনেটারি ফান্ড [IMF] – ১৯৪৪ | ⇒ ওয়াশিংটন (আমেরিকা) |
• ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন [ITU] – ১৮৬৫ | ⇒ জেনেভা (সুইজারল্যান্ড) |
• ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস [ICJ] – ১৯৪৫ | ⇒ দ্যা হেগ (নেদারল্যান্ডস) |
• ইউনাইটেড নেশনস ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন [FAO] – ১৯৪৫ | ⇒ রোম (ইতালি) |
• ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন [UNIDO] – ১৯৬৬ | ⇒ ভিয়েনা (অস্ট্রিয়া) |
• ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন [UPU] – ১৮৭৪ | ⇒ বার্ন (সুইজারল্যান্ড) |
• ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি [UNU] – ১৯৭৩ | ⇒ টোকিও (জাপান) |
• ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন [ICAO] – ১৯৪৭ | ⇒ মন্ট্রিল (কানাডা) |
• ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স [ICC] – ১৯১৯ | ⇒ প্যারিস (ফ্রান্স) |
• ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন [IFC] -১৯৫৬ | ⇒ ওয়াশিংটন (আমেরিকা) |
• ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড [WWF] – ১৯৬১ | ⇒ গ্লান্ড (সুইজারল্যান্ড) |
• ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন [WEU] – ১৯৫৪ | ⇒ প্যারিস (ফ্রান্স) |
• ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম [UNODC] – ১৯৯৭ | ⇒ ভিয়েনা (অস্ট্রিয়া) |
• ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস [UNHCHR] – ১৯৯৩ | ⇒ জেনেভা (সুইজারল্যান্ড) ও নিউইয়র্ক (আমেরিকা) |
• সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন [SAARC] – ১৯৮৫ | ⇒ কাঠমান্ডু (নেপাল) |
• অর্গানাইজেশন অফ দ্যা পেট্রোলিয়াম এক্সপোটিং কানট্রিজ [OPEC] – ১৯৬০ | ⇒ ভিয়েনা (অস্ট্রিয়া) |
• নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন [NATO] – ১৯৪৯ | ⇒ ওয়াশিংটন (আমেরিকা) |
• ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটস [ISHR] – ১৯৮৪ | ⇒ জেনেভা (সুইজারল্যান্ড) |
• ইন্টার্নেশনাল পিস ব্যুরো [IPB] – ১৮৯১ | ⇒ জেনেভা (সুইজারল্যান্ড) |
• ইন্টার্নেশনাল অলিম্পিক কমিটি [IOC] – ১৮৯৪ | ⇒ লসান (সুইজারল্যান্ড) |
• ইউরোপিয়ান ইউনিয়ন [EU] – ১৯৯৩ | ⇒ ব্রাসেলস (বেলজিয়াম) |
• ইউরোপিয়ান স্পেস এজেন্সি [ESA] – ১৯৭৫ | ⇒ প্যারিস (ফ্রান্স) |
|
RELATED POST
- জীববিজ্ঞানের বিভিন্ন শাখার জনক
- ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান, প্রতিষ্ঠা সাল ও উল্লেখযোগ্য প্রাণী
- বাংলা সাহিত্যের কয়েকটি বিখ্যাত চরিত্র এবং তাদের লেখকগন
- পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সদর দপ্তর এবং প্রতিষ্ঠা সাল
- ভারতের জাতীয় খেলা এবং ট্রফি সমূহের নাম