June Current Affairs 2023

June Current Affairs 2023 Bangla

 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ,  ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা,  ২০২৩, জুন প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৬-২০২৩ তারিখ থেকে ০৭-০৬-২০২৩ তারিখ পর্যন্ত জুন মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

June Current affairs 2023 বাংলা

মাস – জুন, সপ্তাহ – প্রথম, (০১-০৬-২০২৩ থেকে ০৭-০৬-২০২৩)

 ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক প্যারেন্টস ডে পালন করা হয়?  উঃ- ০১ জুন

  ২) ব্রিকস (BRICS) এর বিদেশমন্ত্রী দের বৈঠক কোন দেশে সম্পন্ন হচ্ছে? 

উঃ- দক্ষিণ আফ্রিকা
  ৩) ইন্ডিয়া-ইউরোপ কানেক্টিভিটি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- মেঘালয়
  ৪) সোলার এনার্জি কর্পোরেশান অব ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?   উঃ- অজয় যাদব
  ৫) স্টিল অথরিটি অব ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর ও চেয়্যারম্যান পদে কে নিযুক্ত হলেন?  উঃ- অমরেন্দু প্রকাশ
  ৬) ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালন করা হয়?  উঃ- ০৩ জুন
  ৭) সম্প্রতি ভারত কোন দেশের সাথে তৃতীয় মেরিটাইম সিকিউরিটি ডায়ালগ সম্পন্ন করল?   উঃ- ভিয়েতনাম
  ৮) গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন মালয়ালম অভিনেতা Kollam Sudhi, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৩৯ বছর
  ৯) স্প্যানিশ গ্রান্ড প্রিক্স জিতলেন কে?  উঃ- Max Verstappen 
  ১০) প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেত্রি সুলোচনা লাটকার, তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৯৪ বছর

May Current affairs 2023 বাংলা, চতুর্থ সপ্তাহ

 

 

  ১১) হিন্দু গ্রুপ এর চেয়্যারপার্সন পদে কে নিক্সুক্ত হলেন? উঃ- নির্মলা লক্ষ্মন
  ১২) সম্প্রতি কোন সুইডিশ ফুটবল খেলোয়াড় ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করলেন?  উঃ- Zaltan Ibrahimovic
  ১৩) ওয়ার্ল্ড ফুড সেফটি ডে প্রতি বছর কোন দিনে পালন করা হয়? উঃ- ০৭ জুন
  ১৪ সম্প্রতি কোন ব্যাঙ্ক ইউ পি আই এর মাধ্যমে এ টি এম মেশিন থেকে ক্যাশ টাকা বের করার সুবিধা শুরু করল?   উঃ- ব্যাঙ্ক অব বরোদা

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।