Latest Current Affairs June 2023

Latest Current Affairs June 2023, Bangla

 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা,  ২০২৩, জুন চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৬-২০২৩ তারিখ থেকে ৩০-০৬-২০২৩ তারিখ পর্যন্ত জুন মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Latest Current Affairs June 2023, বাংলা

মাস – জুন, সপ্তাহ – চতুর্থ, (২৩-০৬-২০২৩ থেকে ৩০-০৬-২০২৩)

 ১) আলিবাবা কোম্পানির বর্তমান সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Eddie Wu

  ২) ২০২৪ সালে ভারতের GDP Growth Rate কত হতে চলেছে? 

উঃ- ৬.৩% 
  ৩) সম্প্রতি পাকিস্তান কোন দেশের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট গড়ে তোলার চুক্তি করেছে?  উঃ- চিন
  ৪) সম্প্রতি ভারতের কোন রাজ্যে ২.৭ বিলিয়ন ডলার এর সেমিকন্ডাক্টর কোম্পানি মাইক্রন তাদের প্লান্ট গড়ে তোলার কথা ঘোষণা করেছে?  উঃ- গুজরাট
  ৫) ভারতে কোন টেক কোম্পানি তাদের ক্রেডিট কার্ড চালু করতে চলেছে?  উঃ- অ্যাপেল
  ৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়?  উঃ- ২৩ জুন
  ৭) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক ডে পালন করা হয়?  উঃ-  ২৪ জুন
  ৮) অরুণাচল প্রদেশ সরকার কোন পেমেন্ট কোম্পানির সাথে যুক্ত হয়ে স্টার্ট-আপ ইকোসিস্টেম এর প্রোমোশান করল? উঃ- পে টি এম
  ৯) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ড্রাগ ডে পালন করা হয়?  উঃ- ২৬ জুন
  ১০) সম্প্রতি ভারতের প্রদাহ্নমন্ত্রী কোন দেশের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড গ্রহণ করলেন?  উঃ- মিশর

Latest Current Affairs June 2023 বাংলা, দ্বিতীয় সপ্তাহ

 

 

 ১১) সম্প্রতি ভারতে টেকনিক্যাল এডুকেশান এর উন্নতির জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক কত পরিমাণ অর্থ ঋণ দিয়েছে?  উঃ- ২২৫.৫ মিলিয়ন ডলার

  ১২) FIFA আন্ডার – ১৭ ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?

উঃ- ইন্দোনেশিয়া
  ১৩) ডি বি এস ব্যাঙ্ক সম্প্রতি ভারতের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলেন কাকে?  উঃ- রজত বর্মা
  ১৪) উত্তর প্রদেশ সরকার সম্প্রতি গরু হত্যা বন্ধ করার জন্য কোন নিয়ম চালু করেছে?   উঃ- Operation Conviction
  ১৫) কোন ভারতীয় মহিলা ক্রিকেটার ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি তে যোগদান করলেন?  উঃ- ঝুলন গোস্বামী
  ১৬) হিন্দুস্থান ইউনিলিভার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Rohit Jawa
  ১৭) ছত্তিশগড় এর ডেপুটি মূখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?  উঃ- TS Shing Deo
  ১৮) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক অ্যাস্তেরয়েড ডে পালন করা হয়?  উঃ- ৩০ জানুয়ারি
  ১৯) সম্প্রতি রিপোর্ট ফিশ ডিজিজ নামক অ্যাপ চালু করলেন কে?  উঃ- Union Minister Parshottam Rupala
  ২০) সম্প্রতি কোন ভারতীয় অ্যাথিলিট UK-India Awards অনুষ্ঠান এ গ্লোবাল আইকন হিসেবে সম্মানিত হয়েছেন?  উঃ- মেরি কম

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।