চাকরি বাজারের ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তৃণভূমি অঞ্চলের নাম নিয়ে আলোচনা করলাম। আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।
বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তৃণভূমি অঞ্চলের নাম |
|
জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তৃণভূমি অঞ্চলের নাম। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের , গ্রুপ ডি , ইউপিএসসি, রেল প্রভৃতি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। ১.পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? উত্তর হবে দক্ষিণ আমেরিকা। ২.পৃথিবীর বৃহত্তম তৃনভূমি অঞ্চল কোনটি ? উত্তর হবে স্তেপ তৃণভূমি।
|
|
তৃণভূমির নাম |
দেশের নাম |
¤ প্রেইরি তৃণভূমি | → উত্তর আমেরিকা |
¤ পম্পাস তৃণভূমি | → দক্ষিণ আমেরিকা |
¤ স্তেপ তৃণভূমি | → ইউরোপ ও উত্তর এশিয়া |
¤ সাভানা তৃণভূমি | → আফ্রিকা ও অস্ট্রেলিয়া |
¤ ভেল্ড তৃণভূমি | → দক্ষিণ আফ্রিকা |
¤ তৈগা তৃণভূমি | → ইউরোপ ও এশিয়া |
¤ ডাউন্স তৃণভূমি | → অস্ট্রেলিয়া |
¤ ক্যাম্পাস তৃণভূমি | → ব্রাজিল |
¤ সেল্ভা তৃণভূমি | → দক্ষিণ আমেরিকা |
¤ ক্যান্টারবেরি তৃণভূমি | → নিউজিল্যান্ড |
¤ পুস্তাজ তৃণভূমি | → হাঙ্গেরি |
¤ মিচেল তৃণভূমি | → অস্ট্রেলিয়া ও ওশিয়ানিয়া |
¤ পার্কল্যান্ড তৃণভূমি | → জিম্বাবোয়ে |
¤ মন্টানা তৃণভূমি | → বলিভিয়া |
¤ লিয়ানোস তৃণভূমি | → ভেনেজুয়েলা |
বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তৃণভূমি অঞ্চলের সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন
|
|
|
আরও পড়ুন |
|
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন |