National Water Development Agency Job 2021: ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি তে ” আপার ডিভিশান ক্লার্ক, জুনিয়র ইজ্ঞিনিয়ার, লোয়ার ডিভিশান ক্লার্ক পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন  চলবে ১০ মে ২০২১ থেকে ২৫ জুন ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ২৫ জুন ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। 

    যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২৫ জুন ২০২১ বা তার আগে NWDA অফিসিয়াল সাইট www.nwda.gov.in  এর মাধ্যমে আনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

 

National Water Development Agency Job 2021

National Water Development Agency

www.nwda.gov.in 

লোয়ার ডিভিশান এবং আপার ডিভিশান ক্লার্ক, জুনিয়র ইজ্ঞিনিয়ার

মোট পদ – ৬২

কর্মস্থল – সারা ভারত

 

শূন্য পদের বিবরণঃ 

পদের নাম

শুন্য পদ

লোয়ার ডিভিশান ক্লার্ক ২৩ (অসংরক্ষিত – ০৮, ও বি সি – ০৪, এস সি – ০৬, এস টি – ০৩, ই ডব্লু এস – ০২)
আপার ডিভিশান ক্লার্ক  ১২ (অসংরক্ষিত – ০৭, ও বি সি – ০৩, এস সি – ০১, এস টি – ০০, ই ডব্লু এস – ০১) 
জুনিয়র ইজ্ঞিনিয়ার  ১৬ (অসংরক্ষিত – ১১, ও বি সি – ০১, এস সি – ০৩, এস টি – ০০, ই ডব্লু এস – ০১) 
 স্টেনোগ্রাফার ০৫ (অসংরক্ষিত – ০৩, ও বি সি – ০০, এস সি – ০০, এস টি – ০১, ই ডব্লু এস – ০১) 
জুনিয়র অ্যাকাউন্ট অফিসার  ০৫ (অসংরক্ষিত – ০৪, ও বি সি – ০১, এস সি – ০০, এস টি – ০০, ই ডব্লু এস – ০০) 
হিন্দি ট্রান্সলেটর  ০১ (অসংরক্ষিত – ০১, ও বি সি – ০০, এস সি – ০০, এস টি – ০০, ই ডব্লু এস – ০০)  
মোট  ৬২

 

গুরুত্বপূর্ণ তারিখঃ 

  • অনলাইন আবেদন শুরু: ১০ মে ২০২১
  • অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ জুন ২০২১
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

বয়স সীমাঃ

  • লোয়ার ডিভিশান ক্লার্কঃ ১৮ থেকে ২৭ বছর
  • আপার ডিভিশান ক্লার্কঃ ১৮ থেকে ২৭ বছর  
  • জুনিয়র ইজ্ঞিনিয়ারঃ ১৮ থেকে ২৭ বছর
  • স্টেনোগ্রাফারঃ ১৮ থেকে ২৭ বছর 
  • জুনিয়র অ্যাকাউন্ট অফিসারঃ ২১ থেকে ৩০ বছর 
  • হিন্দি ট্রান্সলেটরঃ ২১ থেকে ৩০ বছর

বয়স সীমা ২৫/০৬/২০২১ এর হিসেবে করা হবে। সমস্ত পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য

 

শিক্ষাগত যোগ্যতাঃ  

পদের নাম

যোগ্যতা

লোয়ার ডিভিশান ক্লার্ক যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজি বা হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
আপার ডিভিশান ক্লার্ক  যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে।
জুনিয়র ইজ্ঞিনিয়ার  যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইজ্ঞিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
 স্টেনোগ্রাফার যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার এ মিনিট এ ৮০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
জুনিয়র অ্যাকাউন্ট অফিসার  যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স এ ব্যাচেলর ডিগ্রি থাকত হবে এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
হিন্দি ট্রান্সলেটর  বাধ্যতামূলক বা বৈকল্পিক বিষয় হিসাবে ইংরেজি সহ হিন্দিতে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

 

নিয়োগ পদ্ধতিঃ 

প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • অনলাইনে কম্পিউটারে পরীক্ষা 
  • দক্ষতার পরীক্ষা

এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

 

আবেদন মূল্যঃ 

  • জেনারেল, ও বি সিঃ ৮৪০ টাকা 
  • এস সি, এস টি, ই ডব্লু এস, মহিলা, পি ডব্লু ডি, এক্স সার্ভিসম্যানঃ বিণামূল্যে 

প্রার্থীরা আবেদন মূল্য নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউ পি আই এর মাধ্যমে প্রদান করতে পারবেন।

 

বেতন ক্রম:

  • লোয়ার ডিভিশান ক্লার্কঃ লেভেল ২ (১৯৯০০-৬৩২০০) 
  • আপার ডিভিশান ক্লার্কঃ লেভেল ৪ (২৫৫০০-৮১১০০)
  • জুনিয়র ইজ্ঞিনিয়ারঃ লেভেল ৬ (৩৫৪০০-১১২৪০০)
  • স্টেনোগ্রাফারঃ লেভেল ৪ (২৫৫০০-৮১১০০)
  • জুনিয়র অ্যাকাউন্ট অফিসারঃ লেভেল ৬ (৩৫৪০০-১১২৪০০)
  • হিন্দি ট্রান্সলেটরঃ লেভেল ৬ (৩৫৪০০-১১২৪০০)

 

National Water Development Agency তে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

গুরুত্বপূর্ণ  লিংক

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

 

 

  Related Post:  

 

 

 

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

%d bloggers like this: