Steel Authority of India তে 83 পদে ট্রেনি নার্স নিয়োগ

 স্টিল অথরিটি অব ইন্ডিয়া তে “ট্রেনি নার্স পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন  চলবে ০৩ মে ২০২১ থেকে ১৭ মে ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ১৭ মে ২০২১ এর মধ্যে নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

 

Steel Authority of India

ট্রেনি নার্স

মোট পদঃ ৮৩

কর্মস্থলঃ দুর্গাপুর

বিজ্ঞপ্তি নম্বরঃ ডি এস পি/পি ই আর এস – এন ডব্লু পি/পি টি এন/২০২১/ডি ই টি এল

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুঃ

আবেদন শেষঃ

০৩ মে ২০২১

১৭ মে ২০২১

শূন্য পদের বিবরণ

পদের ক্যাটাগরি শুন্য পদ
স্টাফ ট্রেনি নার্স ৮৩
মোট  ৮৩

 

 

 

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে বি. এস সি নার্সিং অথবা জেনারেল নার্সিং এ ডিপ্লোমা এর ডিগ্রি থাকতে হবে। 

প্রার্থী নির্বাচন পদ্ধতি

প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • অনলাইন / অফলাইন ইন্টারভিউ

এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

 

বয়স সীমা

বয়সের হিসাব ১৭ মে ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন মূল্য

  আবেদন করার জন্য আবেদনকারীদের কোনোও রকম আবেদন মূল্য লাগবে না।

 

 

 

  • Steel Authority of India তে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুন

 

গুরুত্বপূর্ণ  লিংক

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

 

 

 

 

Related Post

 

 

 

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয় । এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে ।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।