Neyveli Lignite Corporation Limited Job 2021: নেভেলি লিগনাইট কর্পোরেশান লিমিটেড  ” নার্স এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন  চলবে ১২ মে ২০২১ থেকে ২২ মে ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ২২ মে ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। 

    যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২২ মে ২০২১ বা তার আগে NLCL এর অফিসিয়াল সাইট www.nlcindia.in  এর মাধ্যমে আনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো। তবে খেয়াল রাখতে হবে যে অনলাইনে রেজিস্ট্রেশান এর শেষ তারিখ ১৮ মে ২০২১। 

 

Neyveli Lignite Corporation Limited Job 2021

Neyveli Lignite Corporation Limited

www.nlcindia.in

নার্স এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট

মোট পদ – ৪৩

কর্মস্থল – তামিলনাড়ু

 

শূন্য পদের বিবরণঃ 

পদের নাম

শুন্য পদ

নার্স ২০
ডায়ালিসিস টেকনিশিয়ান ০২
ফিসিওথেরাপিস্ট ০২
পুরুষ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ১০
মহিলা নার্সিং অ্যাসিস্ট্যান্ট ০৪
এমার্জেন্সি কেয়ার টেকনিশিয়ান  ০৫
মোট  ৪৩

 

গুরুত্বপূর্ণ তারিখঃ 

  • অনলাইন আবেদন শুরু:  ১২ মে ২০২১
  • অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২২ মে ২০২১
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

বয়স সীমাঃ

  • প্রার্থীদের বয়স সীমা ৫৮ বছরের মধ্যে হতে হবে।

বয়স সীমা ০১/০৫/২০২১ এর হিসেবে করা হবে। সমস্ত পদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য

 

শিক্ষাগত যোগ্যতাঃ  

পদের নাম

যোগ্যতা

নার্স  ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা যেকোনো স্বীকৃত কলেজ থেকে B.Sc. নার্সিং ডিগ্রি বা Post Basic B.Sc. নার্সিং ডিগ্রি এবং DGNM থাকতে হবে। এছাড়াও নার্স এর রেজিস্ট্রেশান থাকতে হবে।
ডায়ালিসিস টেকনিশিয়ান কেন্দ্র বা রাজ্য সরকার আনুমোদিত কলেজ থেকে ডায়ালিসিস টেকনলজিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে
ফিসিওথেরাপিস্ট কেন্দ্র বা রাজ্য সরকার আনুমোদিত কলেজ থেকে BPT বা MPT ডিগ্রি থাকতে হবে।
পুরুষ নার্সিং অ্যাসিস্ট্যান্ট দশম শ্রেণী পাশ করে থাকতে হবে অথবা বিজ্ঞান বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। এছাড়া কেন্দ্র বা রাজ্য সরকার আনুমোদিত কলেজ থেকে এক বছরের প্যারামেডিক্যাল এর সার্টিফিকেট থাকতে হবে। 
মহিলা নার্সিং অ্যাসিস্ট্যান্ট
এমার্জেন্সি কেয়ার টেকনিশিয়ান  কেন্দ্র বা রাজ্য সরকার আনুমোদিত কলেজ থেকে এমারজেন্সি কেয়ার টেকনলজি তে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

 

নিয়োগ পদ্ধতিঃ 

প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • লিখিতও পরীক্ষা
  • প্রাক্টিক্যাল পরীক্ষা
  • শিক্ষাগত ফলাফল

এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

 

আবেদন মূল্যঃ 

  • আবেদন করার জন্য প্রার্থীদের কোনোও রকম আবেদন মূল্য লাগবে না।

 

বেতন ক্রম:

  • নার্সঃ  ২৩,৫০০ প্রতি মাসে
  • ডায়ালিসিস টেকনিশিয়ানঃ  ২৩,৫০০ প্রতি মাসে
  • ফিসিওথেরাপিস্টঃ ২৬,০০০ প্রতি মাসে
  • পুরুষ নার্সিং অ্যাসিস্ট্যান্ট: ১৬,৫০০ প্রতি মাসে
  • জুনিয়র অ্যাকাউন্ট অফিসারঃ  মহিলা নার্সিং অ্যাসিস্ট্যান্টঃ ১৬,৫০০ প্রতি মাসে
  • এমার্জেন্সি কেয়ার টেকনিশিয়ানঃ ২৩,৫০০ প্রতি মাসে

 

Neyveli Lignite Corporation Limited এ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

গুরুত্বপূর্ণ  লিংক

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

 

 

  Related Post:  

 

 

 

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

One thought on “Neyveli Lignite Corporation Limited Job 2021 | নেভেলি লিগনাইট কর্পোরেশান লিমিটেড এ স্বাস্থ্য বিভাগে নিয়োগ”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।