SBI SCO নোটিফিকেশান 2023

Contents

 

              স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া  এর পক্ষ থেকে স্পেশালিষ্ট ক্যাডার অফিসার পদের নিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন জমা করতে পারবেন। কমিশন কোনরকম হার্ডকপি বা  অফলাইন আবেদনপত্র গ্রহণ করবে না। এই আবেদন চলবে ১৮ সেপ্টেম্বর ২০২০ থেকে ০৮ অক্টোবর ২০২০ পর্যন্ত প্রার্থীদের অনলাইনে আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য গুলি নিচে তুলে ধরা হলো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 

বিজ্ঞপ্তি নম্বরঃ সি আর পি ডি / সি বি ও / ২০২০-২১ / ২০

স্পেশালিষ্ট ক্যাডার অফিসার পদ

মোট শূন্যপদ ৯২ টি

 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুঃ ১৮ শে সেপ্টেম্বর ২০২০
আবেদন শেষঃ

০৮ ই অক্টোবর ২০২০

 

শূন্য পদের বিবরণ 

বিঞ্জপ্তি নম্বর   পদের নাম পদ সংখ্যা
সি আর পি ডি / এস সি ও- আর এম ডি / ২০২০-২১ / ২১ ·      রিস্ক স্পেশালিষ্ট – সেক্টর (স্কেল – ৩) ০৫
·      রিস্ক স্পেশালিষ্ট – সেক্টর (স্কেল – ২) ০৫
·      পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (স্কেল – ২) ০৩
·      রিস্ক স্পেশালিষ্ট – ক্রেডিট (স্কেল – ৩) ০২
·      রিস্ক স্পেশালিষ্ট – ক্রেডিট (স্কেল – ২) ০২
·      রিস্ক স্পেশালিষ্ট – এন্টারপ্রাইস (স্কেল – ২) ০১
·      রিস্ক স্পেশালিষ্ট – আই আন ডি এ এস (স্কেল – ৩) ০৪
·      ডেপুটি ম্যানেজার (ডাটা সাইন্টিস্ট) ১১
সি আর পি ডি / এস সি ও / ২০২০-২১ / ২২
·      ম্যানেজার (ডাটা সাইন্টিস্ট) ১১
·      ডেপুটি ম্যানেজার (সিস্টেম অফিসার) ০৫
সি আর পি ডি / এস সি ও – পি ডি ও / ২০২০-২১/২৩ ·      ডাটা প্রোটেকশান অফিসার ০১
সি আর পি ডি / এস সি ও / ২০২০ – ২১ / ২৪ ·      রিসার্চ ফেলোসিপ ০৫
·      ডাটা ট্রেনার ০১
·      ডাটা ট্রান্সলেটার ০১
সি আর পি ডি / এস সি ও / ২০২০-২১ / ২৫
·      সিনিয়র কনসাল্ট অ্যানালিস্ট
০১
·      অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ০১
·      ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) ২৮
সি আর পি ডি / এস সি ও / ২০২০ – ২১ / ২৬ ·      ম্যানেজার (রিটেল প্রোডাক্টস)  ০৫
    মোট ৯২

 

 

পদ অনুসারে যোগ্যতা ও বয়স

বিঞ্জপ্তি নম্বর  
পদের নাম
যোগ্যতা ও বয়স  
সি আর পি ডি / এস সি ও- আর এম ডি / ২০২০-২১ / ২১
·      রিস্ক স্পেশালিষ্ট – সেক্টর (স্কেল – ৩) ·      চ্যাটারড অ্যাকাউন্ট্যান্ট (সি এ), বা সি এফ এ, বা এম বি এ / পি জি ডি এম (ফাইন্যান্স / ডাটা অ্যানালিটিক্স / বিসনেস অ্যানালিটিক্স) বা এম এস সি (স্ট্যাটিস্টিক্স) এবং সেই সাথে ৪ বছরের কাজের অভিঞ্জতা।

·    বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।

·      রিস্ক স্পেশালিষ্ট – সেক্টর (স্কেল – ২) ·      কাজ সম্বন্ধিত কোর্স পাশ করার পর ২ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে।

·      বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।

·      পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (স্কেল – ২) ·      কাজ সম্বন্ধিত কোর্স পাশ করার পর ২ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে।
·      বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।
·      রিস্ক স্পেশালিষ্ট – ক্রেডিট (স্কেল – ৩) ·      কাজ সম্বন্ধিত কোর্স পাশ করার পর ৪ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে।

·      বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।

·      রিস্ক স্পেশালিষ্ট – ক্রেডিট (স্কেল – ২) ·      কাজ সম্বন্ধিত কোর্স পাশ করার পর ২ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে।

·      বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।

·      রিস্ক স্পেশালিষ্ট – এন্টারপ্রাইস (স্কেল – ২) ·      কাজ সম্বন্ধিত কোর্স পাশ করার পর ২ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে।

·      বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।

·      রিস্ক স্পেশালিষ্ট – আই আন ডি এ এস (স্কেল – ৩)
·      কাজ সম্বন্ধিত কোর্স পাশ করার পর ৪ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে।

·      বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।

·      ডেপুটি ম্যানেজার (ডাটা সাইন্টিস্ট) ·      কম্পিউটর সাইন্স । আই টি ডাটা সাইন্স / মেশিন লার্নিংএবং এ আই তে বি টেক / এম টেক করে থাকতে হবে ৬০ % নম্বর সহ আর সেই সাথে ৩ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে।

·      বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

সি আর পি ডি / এস সি ও / ২০২০-২১ / ২২
·      ম্যানেজার (ডাটা সাইন্টিস্ট) ·      কম্পিউটর সাইন্স । আই টি ডাটা সাইন্স / মেশিন লার্নিংএবং এ আই তে বি টেক / এম টেক করে থাকতে হবে ৬০ % নম্বর সহ আর সেই সাথে ৫ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে।

·      বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।

·      ডেপুটি ম্যানেজার (সিস্টেম অফিসার) ·      কম্পিউটর সাইন্স । আই টি ডাটা সাইন্স / মেশিন লার্নিংএবং এ আই তে বি টেক / এম টেক করে থাকতে হবে ৬০ % নম্বর সহ আর সেই সাথে ৩ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে।

·      বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

সি আর পি ডি / এস সি ও – পি ডি ও / ২০২০-২১/২৩ ·      ডাটা প্রোটেকশান অফিসার ·      গ্র্যাজুয়েশন বা সমতুল্য যেকোনো ডিগ্রী থাকতে হবে এবং সেই সাথে ১৫ বছরের কাজে অভিঞ্জতা।

·      বয়স ৫৫ বছরের মধ্যে থাকতে হবে।

সি আর পি ডি / এস সি ও / ২০২০ – ২১ / ২৪
·      রিসার্চ ফেলোসিপ ·      ব্যাংকিং / ফাইন্যান্স / ইকোনমিক্স / আই টি তে পি এইচ ডি থাকতে হবে এবং সেই সাথে ৩ বছরের কাজের অভিঞ্জতা।

·      বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

·      ডাটা ট্রেনার ·      বি ই / কম্পিউটার সাইন্সে বি টেক / আই টি বা এম সি এ পাশ করতে হবে আর সেই সাথে ৭ বছরের কাজের অভিঞ্জতা।

·      বয়স ৩৮ বছরের মধ্যে থাকতে হবে।

·      ডাটা ট্রান্সলেটার ·      বি ই / কম্পিউটার সাইন্সে বি টেক / আই টি বা এম সি এ পাশ করতে হবে আর সেই সাথে ১০ বছরের কাজের অভিঞ্জতা।

.  বয়স ৪০ বছরের মধ্যে থাকতে হবে।
সি আর পি ডি / এস সি ও / ২০২০-২১ / ২৫ ·      সিনিয়র কনসাল্ট অ্যানালিস্ট ·      বি ই / কম্পিউটার সাইন্সে বি টেক / আই টি বা এম সি এ পাশ করতে হবে আর সেই সাথে ১২ বছরের কাজের অভিঞ্জতা।

·      বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।

·      অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ·      বি ই / কম্পিউটার সাইন্সে বি টেক / আই টি বা এম সি এ পাশ করতে হবে আর সেই সাথে ১৪ বছরের কাজের অভিঞ্জতা।

·      বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।

·      ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি) ·      গ্র্যাজুয়েশান ডিগ্রী থাকতে হবে আর সেই সাথে ৫ বছর আর্মি / নেভি / এয়ার ফোর্স বা পুলিশ এ সার্ভিস করে থাকতা হবে।
·    বয়স ২৫ থেকে ৪০ এর মধ্যে থাকতে হবে।
সি আর পি ডি / এস সি ও / ২০২০ – ২১ / ২৬ ·      ম্যানেজার (রিটেল প্রোডাক্টস) ·      এম বি এ / পি জি ডি এম অথবা গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ডিগ্রী করতে হবে এবং টেকনলজি / কম্পিউটার / কম্পিউটার সাইন্স / ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন / ইলেকট্রিকাল বা ইলেকট্রনিক্স এ বি ই বা বি টেক করতে হবে এবং সেই সাথে ৪৮ মাসের কাজের অভিঞ্জতা থাকতে হবে।

·      বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে থাকতে হবে।

 

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
আবেদন মূল্য
জেনারেল / ই ডব্লু এবং ও বি সি ৭৫০/-
তপশিলী জাতি / তপশিলী উপজাতি / পি ডব্লু ডি বিনামূল্য

 

আবেদন পত্রের ভিত্তিতে প্রথমে আবেদনকারীদের বাছাই করা হবে এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে । আবেদন করার আগে পরিক্ষার্তীদের অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ করা হচ্ছে। 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।