Current Affairs 2021

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মে ২০২১, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৫-২০২১ তারিখ থেকে ৩১-০৫-২০২১ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – মে, সপ্তাহ – চতুর্থ , (২৩-০৫-২০২১ থেকে ৩১-০৫-২০২১)

১) ব্যাংক অব মহারাষ্ট্র এর Board of Director কে হলেন? 

 উঃ- হৃষিকেষ অরবিন্দ মোদক

  ২) সম্প্রতি BCCI এর কোন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট প্রয়াত হলেন? 

উঃ-  রানা গোস্বামী

  ৩) সম্প্রতি প্রয়াত হলেন চিপকো আন্দোলন এর নেতা সুন্দরলাল বহুগুনা, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিলো? 

 উঃ- ৯৪ বছর

  ৪) সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক ভিডিও ব্যাংকিং এর জন্য HYPER VERGE কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে?

 উঃ- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

  ৫) বাটা সম্প্রতি ডী আর ডি ও কর্তৃক তৈরি করা কোভিড নির্ণায়ক যন্ত্রের নাম কি?

উঃ- DIPCOVAN

  ৬) চিন সমুদ্রে যেকোনোও রকম প্রাকৃতিক দুর্যোগ এর পর্যবেক্ষণের জন্য যে স্যাটেলাইট স্থাপন করেছে তার নাম কি?

উঃ- HY-2D

  ৭) কোন দল ২০২০-২১ UEFA মহিলা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে?

উঃ- বার্সেলনা

  ৮) ভারতের কোন রাজ্য সরকার হোম আইসোলেশান এ থাকা কোভিড রোগিদের বষয়ে জানতে HIT COVID নামক মোবাইল অ্যাপ চালু করেছে? 

উঃ- বিহার

  ৯) সম্প্রতি ভারতের কোন রাজ্য “Mission Oxygen Self- Reliance” নামক স্কিম চালু করেছে? 

উঃ- মহারাষ্ট্র

  ১০) রিজার্ভ ব্যাঙ্ক এর ইনোভেশন হাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিযুক্ত হয়েছেন কে? 

উঃ- রাজেশ বনসল 

 

 

  ১১) কোন খেলোয়াড় ২০২১ মোনাকো গ্র্যান্ড প্রিক্স জিতেছে?

উঃ- ম্যাক্স ভার্সটাপেন

  ১২) সম্প্রতি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডেরেশান এর মেম্বার অব কাউন্সিল কে হয়েছেন? 

উঃ- হিমন্ত বিশ্ব শর্মা

  ১৩) ২০২১ ফোর্বসের তালিকায় বিশ্বের সর্বাধিক বেতনের অ্যাথলিটদের মধ্যে কে শীর্ষে আছেন?

উঃ- Conor McGregor

  ১৪) ২০২১-২০২১ লা লিগার শিরোপা কোন দল জিতেছে?

উঃ- অ্যাটলেটিকো মাদ্রিদ

  ১৫) আন্তর্জাতিক হকি ফেডেরেশান এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? 

উঃ- নরিন্দর বাত্রা 

  ১৬) সম্প্রতি প্রয়াত হলেন বক্সার শক্তি মজুমদার মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? 

উঃ- ৬৯ বছর

  ১৭) সম্প্রতি প্রকাশিত বই “Nehru, Tibet and China” বইটির লেখক কে? 

উঃ- অবতার সিং ভাসিন

  ১৮) গ্লোবাল জি-২০ হেলথ সামিট ২০২১ কোন দেশে অনুষ্ঠিত হল? 

উঃ- ইতালি

  ১৯) জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমন সম্পর্কিত প্রচেষ্টা পরিচালনার জন্য কোন দেশ একটি নতুন আর্থ অবজারভেটরি সিস্টেম ডিজাইন করছে?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র

  ২০) অ্যান্টার্কটিকার Ronne Ice Shelf থেকে সম্প্রতি বিশ্বের বৃহত্তম আইসবার্গটি ভেঙে গেছে, এই আইসবার্গের নাম কী দেওয়া হয়েছে?

উঃ- A-76

 

 

  ২১) অর্থবছর ২০২১-এ ভারতের এফডিআইয়ের বৃহত্তম উৎস কোন দেশ থেকে এসেছিল?

উঃ- সিঙ্গাপুর

  ২২) সম্প্রতি ভারতের তৈরি নতুন আর্থ অবসারভেটরি সিস্টেম এর নাম কি?

উঃ- NISAR

  ২৩) ভারতের কোন  সেন্ট্রাল বিউরো অব ইনভেস্টিগেশান(CBI) এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন? 

উঃ- সুবোধ কুমার জয়সয়াল

  ২৪) ২০২১ জেনেভা ওপেন এর খেতাব কে জিতলেন? 

উঃ- ক্যাস্পার রুড (Casper Ruud)

  ২৫) চাঁদে জলের সন্ধানের জন্য কোন সংস্থা মোবাইল রোবট পাঠাতে চলেছে? 

উঃ- নাসা

  ২৬) সম্প্রতি International Monetary Fund কোভিড ভ্যাক্সিন তৈরি করার জন্য কত পরিমান অর্থ প্রদান করার ঘোষণা করেছে? 

উঃ- ৫০ বিলিয়ন মার্কিন ডলার

  ২৭) সম্প্রতি কোন ভারতীয় আন্তর্জাতিক নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? 

উঃ- জগজিৎ পাওয়াদিয়া

  ২৮) সম্প্রতি ভারতের কোন রাজ্য তার নাগরিক দের বৃক্ষরোপণে উদবুদ্ধ করার জন্য অংকুর স্কিম চালু করেছে? 

উঃ- মধ্য প্রদেশ

  ২৯) বিশ্ব ক্ষুধা দিবস কবে পালন করা হয়? 

উঃ- ২৮ মে

  ৩০) ভারত সম্প্রতি কৃষি ক্ষত্রে উন্নতির জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? 

উঃ- ইসরায়েল

 

 

  ৩১) ২০২১ সালের ২৪ মে থেকে ১ জুন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য পরিষদের (ডাব্লুএইচএ) ৭৪ তম অধিবেশনটির আয়োজন করা হয়েছে, কোন দেশ ডাব্লুএইচ ৭৪ তম অধিবেশন এর সভাপতিত্ব করেছে?

উঃ- ভুটান 

  ৩২) সম্প্রতি মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে কি করা হয়েছে?

উঃ- অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়াম

  ৩৩) তরল মেডিকেল অক্সিজেনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কোন রাজ্য “মিশন অক্সিজেন স্বনির্ভরতা” প্রকল্প চালু করেছে?

উঃ- মহারাষ্ট্র

  ৩৪) কোভিড -১৯-এর কারণে অনাথ শিশুদের সহায়তা করার জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বাত্সাল্যা যোজনা চালু করেছে?

উঃ- উত্তরাখণ্ড

  ৩৫) টেলিমেডিসিন সেবা দেওয়ার জন্য সরকার সেহ্যাত ওপিডি পোর্টাল চালু করেছে, এই পোর্টাল কাদের জন্য তৈরি করা হয়েছে? 

উঃ- সেনাবাহিনী

  ৩৬) সম্প্রতি ২০২১ সালে কোন ভারতীয় Princess of Asturias পুরস্কার জিতেছেন?

উঃ- অমর্ত্য সেন

  ৩৭) সম্প্রতি মারা গেলেন স্বাধীনতা সংগ্রামী এইচ.এস. দোরসোয়ামী, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? 

উঃ- ১০৩ বছর

  ৩৮) ভারতের প্রথম মহিলা Flight test engineer হয়েছেন কে?

উঃ- আশ্রিত ভি ওলেটি

  ৩৯) ক্যাসিনো, অনলাইন গেমিং পোর্টাল এবং রেসকোর্স সংস্থাগুলির জিএসটির মূল্যায়নের জন্য সরকার মন্ত্রীদের প্যানেল গঠন করেছে। এই প্যানেলের প্রধান কে?

উঃ- গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী

  ৪০) কোন ভারতীয় ব্যাংক ইউপিআই আইডির সাথে তার ডিজিটাল ওয়ালেটগুলি সংযুক্ত করতে এনপিসিআইয়ের সাথে হাত মিলিয়েছে?

উঃ- আই সি আই সি ব্যাঙ্ক

  ৪১) সম্প্রতি কোন মহিলা পর্বতারোহী এভারেস্টে দ্রুততম আরোহণের রেকর্ড তৈরি করেছেন?

উঃ- সাংস ইয়িন-হ্যাং

  ৪২) সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার স্মার্ট কিচেন স্কিম চালু করেছে?

উঃ- কেরালা

  ৪৩) নাসা কোন ভারতীয় সংস্থার সাথে আর্থ অবসারভেটরি সিস্টেম তৈরি করার জন্য চুক্তি করেছে? 

উঃ- ইসরো

  ৪৪) কোভিড সম্প্রতি রিসার্চ এন্ড অয়ানালিসিস উইং এর প্রধান কে হলেন? 

উঃ- সামন্ত গোয়েল

  ৪৫) টেলিমেডিসিন প্রথম মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী’র সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? 

উঃ- ক্রিস্টিন ওয়ার্মথ (Christine Wormuth)

  ৪৬) সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেট এর সি ই ও কে হলেন?

উঃ- নিক হকি

  ৪৭) কোন রাজ্য সরকার আকাঙ্ক্ষা পোর্টাল চালু করেছে?

উঃ- কর্ণাটক

  ৪৮) ভারতের কোন রাজ্য ৮.৬ লক্ষ স্কুল পড়ুয়াদের বিণামূল্যে ট্যাবলেট কম্পিউটর দেওয়ার কথা ঘোষণা করল? 

উঃ- হরিয়াণা

  ৪৯) কোভিড-১৯ এ বাবা-মা হারানো শিশুদের জন্য কেন্দ্র সরকার কত পরিমাণ অর্থ ঘোষণা করেছে? 

উঃ- ১০ লক্ষ 

  ৫০) মেরি কম ২০২১ এ এস বি সি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছেন। তিনি কোন বিভাগে এই পদক জিতেছেন?

উঃ- ৫১ কেজি

 

 

 

 

Weekly current affairs 2021 PDF May 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।