সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ফেব্রুয়ারি |
|
মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – দ্বিতীয় , (০৮-০২-২০২১ থেকে – ১৪-০২-২০২১) |
|
চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃদ্ধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ফেব্রুয়ারি
|
|
১. সম্প্রতি কোন দেশ বিশ্বে প্রথম “জৈব জ্বালানি দ্বারা চালিত রকেট” তৈরি করল? | উঃ – মার্কিন যুক্তরাষ্ট্র |
২. কোন রাজ্য সরকার “ই-ওয়াচ” নামক মোবাইল অ্যাপ চালু করল? | উঃ – অন্ধ্র-প্রদেশ |
৩. সম্প্রতি ভারতীয় বায়ু সেনা এর প্রধান কার্যালয়ে মহাপরিচালক কে হলেন? | উঃ – জি এস বেদি |
৪. কোন কম্পিউটর হার্ডওয়্যার কোম্পানি তাদের নিজেদের “আর ও জি অ্যাকাডেমি” তৈরি করল? | উঃ – আসুস |
৫. ভারতের প্রথম ভূতাত্ত্বিক ক্ষেত্র উন্নয়ন প্রকল্প কোথায় স্থাপন করা হচ্ছে? | উঃ – লাদাখ |
৬. ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক যৌথ সামরিক মহড়া “যুদ্ধ অভ্যাস ২০” এর স্থান এর নাম কী? | উঃ – রাজস্থান |
৭. সম্প্রতি ভারতের কোন রাজ্য রাজ্যের সকল ধরণের জমির মালিকানা চিহ্নিত করতে একটি ১৬-অঙ্কের কোড তৈরির সিস্টেম উন্মোচন করেছে? | উঃ – উত্তর প্রদেশ |
৮. ২০২১ জানুয়ারির উদ্বোধনী “আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ” পুরষ্কার জিতেছেন এমন ক্রিকেটারের নাম কি? | উঃ – ঋশভ পন্থ |
৯. কে অস্ট্রেলিয়া ক্রিকেট এ অ্যালান বর্ডার পদক পেয়েছেন? | উঃ – স্টিভ স্মিথ |
১০. সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট পুরষ্কারে কোনও মহিলা খেলোয়াড়ের সর্বোচ্চ সম্মান “বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড” প্রাপ্ত মহিলা ক্রিকেট খেলোয়াড়ের নাম কি? | উঃ – বেথ মুনি |
১১. ২০২১ জানুয়ারির উদ্বোধনী “আইসিসি ওমেনস প্লেয়ার অফ দ্য মান্থ” পুরষ্কার জিতেছেন এমন ক্রিকেটারের নাম কি? | উঃ – শাবনিম ইসমাইল |
১২. সম্প্রতি কোন ভারতীয় টেনিস খেলোয়াড় ৮১ বছর বয়সে মারা গেলেন? | উঃ – আখতার আলি |
১৩. গুজরাট রাজ্য সরকার কোথায় “ইন্ডিয়ান ইন্সটিটিউট অব স্কিল” স্থাপন করতে চলেছে? | উঃ – গান্ধী নগর |
১৪. টেস্ট ক্রিকেট এ ভারতীয় ফাস্ট বলার হিসেবে ৩০০ উইকেট নিয়ে তৃতীয় স্থান অধিকার করলেন কে? | উঃ – ঈশান্ত শর্মা |
১৫. নিউজিল্যান্ড এর কোন প্রাক্তন ক্রিকেটার প্রয়াত হলেন? | উঃ – ব্রুস টেইলর |
১৬. “সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স” এর অতিরিক্ত মহাপরিচালক কে নিযুক্ত হলেন? | উঃ – রশ্মি শুক্লা |
১৭. ই মন্ত্রিসভা বাস্তবায়নকারী দেশের প্রথম রাজ্য কোনটি | উঃ – হিমাচল প্রদেশ |
১৮. শাহতূত বাঁধ নির্মাণের জন্য সম্প্রতি কোন দেশ ভারতের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? | উঃ – আফগানিস্তান |
১৯. ভারতের প্রথম ‘বজ্রপাতে গবেষণা টেস্টবেড’ কোন রাজ্যে স্থাপনের পরিকল্পনা করা হয়েছে? | উঃ – ওডিশা |
২০. মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি শিশুদের মধ্যে কোন রোগে মৃত্যুর হার কমাতে সাঁস অভিযান শুরু করেছে? | উঃ – নিউমোনিয়া |
২১. ২০২০ সালের অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজসের হিন্দি শব্দ হিসাবে কোন শব্দটি নির্বাচিত হয়েছে? | উঃ – আত্মনির্ভরতা |
২২. জাতীয় উদ্যানতত্ত্ব মেলা (এনএইচএফ) ২০২১ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? | উঃ – বেঙ্গালুরু |
২৩. ২০২১ আন্তর্জাতিক শিশুদের ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ (আইসিএফএফবি) বার্ষিক অনুষ্ঠানের কত তম সংস্করণ ছিল? | উঃ – ১৪ তম |
২৪. সম্প্রতি ভারতের কোন স্থানে পৃথিবীর সবচেয়ে পুরানো জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে? | উঃ – মধ্যপ্রদেশ |
২৫. কলকাতা পুলিশ এর নতুন কমিশনার কে হলেন? | উঃ- সৌমেন মিত্র |
|
|
২৬. সম্প্রতি কোন রাজ্য সরকার সাপ সম্পর্কিত তথ্যের জন্য “স্নেকপেডিয়া” নামক অ্যাপ চালু করল? | উঃ – কেরালা |
২৭. ৩ বছরের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর গ্লোবাল পার্টনার হল? | উঃ – যুক্তরাষ্ট্র বাইজুস |
২৮. ভারতীয় সেনা কোথায় ১০০ ফুট জাতীয় পতাকা উত্তোলন করল? | উঃ – গুলমার্গ |
২৯. ব্যাটসম্যানেদের মধ্য সম্প্রতি আইসিসি পুরুষদের টেস্ট প্লেয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা খেলোয়াড়ের নাম কি? | উঃ – কেন উইলিয়ামসন |
৩০. ওয়ার্ল্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিট ২০২১ এর বিষয়বস্তু কি? | উঃ – সবার জন্য নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশ |
৩১. সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান বোলার ই সি সি এর টেস্ট ক্রিকেট এর র্যাংকিং এ পুরুষ বোলার হিসেবে প্রথম স্থান লাভ করেছে? | উঃ- প্যাট কামিন্স |
৩২. বিজ্ঞান ২০২১-এ আন্তর্জাতিক মহিলা ও বালিকা দিবসের মূল প্রতিপাদ্য বা বিষয়বস্তু কি? |
উঃ – কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে শীর্ষে মহিলা বিজ্ঞানীরা |
৩৩. সম্প্রতি প্রকাশিত হওয়া “প্লাটফর্ম স্কেলঃ এ পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড” বইটির লেখক কে? | উঃ – সংগীত পাল চৌধুরী |
৩৪. ইন্ডিয়া রেটিং ও রিসার্চ ইন্সটিটিউট এর তথ্য অনুসারে ২০২১-২২ অর্থবছরের ভারতের অনুমানিত জিডিপি কী? | উঃ – ১০.৪% |
৩৫. ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০ এর বিজয়ীর নাম? | উঃ – মনসা বারাণসী |
৩৬. আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম ২০২১-এ সেরা চলচ্চিত্রের জন্য সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র টাইগার পুরস্কার পেয়েছে? | উঃ – কোজহঙ্গল |
৩৭. বছরের কোন দিনটি বিশ্বব্যাপী বিশ্ব বেতার দিবস হিসাবে পালিত হয়? | উঃ – ১৩ ফেব্রুয়ারি |
৩৮. ভারতে সমর্পন দিবস কোন ভারতীয় রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিহ্নিত? | উঃ – পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় |
৩৯. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি কোন রাজ্যে জলাভিষেকম অভিযানের উদ্বোধন করেছিলেন? | উঃ – মধ্যপ্রদেশ |
|
|
৪০. সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনি সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল “বাবর” এর সফল পরীক্ষা করল, এর রেঞ্জ কত? | উঃ – ৪৫০ কিমি |
৪১. ভারতের জাতীয় মহিলা দিবস কোন বিখ্যাত নারীর জন্মবার্ষিকীতে উদযাপিত হয়? | উঃ – সরোজিনী নাইডু |
৪২. ২০২১ সালের বিশ্ব বেতার দিবসের মূল বিষয়বস্তু কি ছিল? | উঃ – নিউ ওয়ার্ল্ড, নিউ রেডিও |
৪৩. ভারতের কোন রাজ্য সরকার “মায়ের রান্নাঘর” প্রকল্প চালু করল? | উঃ – পশ্চিমবঙ্গ |
৪৪. কেরালা এর নতুন প্রধান সচিব হলেন কে? | উঃ – ভি.পি.জয় |
৪৫. “ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দি ইয়ার ২০২১” এর পুরস্কার কে পেলেন? | উঃ – রবার্ট ইরভিন |
৪৬. ইতালির নতুন প্রধানমন্ত্রী কে হলেন? | উঃ – মারিও দ্রাঘি |
৪৭. কোভিড যোদ্ধাদের নিঃস্বার্থ পরিষেবা এবং ত্যাগ স্বীকার করার জন্য একটি ‘কোভিড যোদ্ধাদের স্মৃতিসৌধ’ ভারতের কোন শহরে স্থাপনের পরিকল্পনা করা হয়েছে? | উঃ – ভূবনেশ্বর |
৪৮. টাটা মোটরস লিমিটেডের নতুন এমডি ও সিইও কে হয়েছেন? | উঃ – মার্ক লিস্টোসেলা |
সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ পিডিএফ বাংলা
আরও পড়ুন |
|
|