সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ফেব্রুয়ারি

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ফেব্রুয়ারি

মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – তৃতীয় , (১৫-০২-২০২১ থেকে – ২১-০২-২০২১)

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃদ্ধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ফেব্রুয়ারি

 

১. আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স এর মুখ্য সচিব কে হলেন? উঃ – অজয় মাথুর
২. সম্প্রতি ডি আর ডি ও কর্তৃক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত কামান এর নাম কি?  উঃ – অর্জুন মার্ক ১ এ 
৩. ৯৩ তম অস্কার পুরস্কারের জন্য কোন ভারতীয় সিনেমা মনোনীত হয়েছে? উঃ – বিট্টু
৪. সম্প্রতি টাটা মোটর্স এর নতুন পরিচালন অধিকর্তা (ম্যানেজিং ডিরেক্টর) এবং সি ই ও কে হলেন? উঃ – মার্ক লিস্টোসেলা
৫. ভারতের কোন রাজ্য সরকার জল সংরক্ষণ অভিযান “জলভিশেখম” শুরু করল?  উঃ – মধ্য প্রদেশ
৬. ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শূন্য কোভিড -১৯ কেস নিশ্চিত করতে কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল প্রচার শুরু করেছে? উঃ – পণ্ডিচেরি 
৭. সম্প্রতি কতজন মহিলা বিজ্ঞানী এস ই আর বি ওমেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ প্রদান করেছেন? উঃ – ৪
৮. প্রাথমিক (নগর) সমবায় ব্যাংকগুলি (ইউসিবি) জোরদার ও একীকরণের জন্য এবং পদক্ষেপের পরামর্শ দেওয়ার জন্য আরবিআই কর্তৃক গঠিত কমিটির প্রধান হিসাবে কে নিয়োগ পেয়েছেন? উঃ – এন. এস. ভিশ্মনাথন
৯. ভারত সরকার কোন রাজ্যে একাদশ জাতীয় রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের আয়োজন করেছে? উঃ – পশ্চিমবঙ্গ 
১০. আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল “সাগরিকা” ভারতের প্রথম পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল। এটি কোন জায়গায় উদ্বোধন করা হয়েছে? উঃ – কোচিন পোর্ট ট্রাস্ট
 

১১. সম্প্রতি মহারাষ্ট্র সরকার কাঠের খেলনা, স্থানীয় নিদর্শন, হস্তশিল্পের প্রচারের জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে অংশীদার হয়েছে? উঃ – ফ্লিপকার্ট
১২. ৬২ টি ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দাদের অনলাইন নাগরিক পরিষেবা প্রদানের জন্য সরকার কর্তৃক চালু করা অনলাইন পোর্টালের নাম কি? উঃ –  ই-চওয়ান্নি
১৩. ইউনাইটেড নেশানস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড এর নতুন এক্সেকিউটিভ সেক্রেটারি কে হলেন?  উঃ – প্রীতি সিনহা
১৪. একটি ছোট পরীক্ষামূলক কমিউনিকেশান স্যাটেলাইট সতীশ ধাওয়ান স্যাটেলাইট (এসডি স্যাট) ২৮ ফেব্রুয়ারী, ২০২১ – এ ইসরো উৎক্ষেপণ করবে। এই ন্যানো-স্যাটেলাইটটি কোন সংস্থা তৈরি করেছে?  উঃ – স্পেসকিডজ ইন্ডিয়া
১৫. প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোন রাজ্যের চিত্রৌড়া হ্রদের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন? উঃ – উত্তর প্রদেশ
১৬. ইউরোস্ট্যাট এর তথ্য অনুযায়ী ২০২০ সালে কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৃহত্তম ব্যবসায়ের অংশীদার ছিল?  উঃ – চিন
১৭. ই মন্ত্রিসভা বাস্তবায়নকারী দেশের প্রথম রাজ্য কোনটি  উঃ – হিমাচল প্রদেশ
১৮. আই পি এল টিম “কিংস ১১ পাঞ্জাব” এর নাম পরিবর্তন করে কি করা হয়েছে? উঃ – পাঞ্জাব কিংস
১৯. ভারতীয় নৌ সেনা এর সামরিক অভ্যাস “ট্রপেক্স ২১” কোথায় সম্পন্ন হল?  উঃ – ভারত মহাসাগর
২০. সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেট খেলোয়াড় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন?  উঃ – ফাফ ডু প্লেসিস
২১. ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া এর প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন?  উঃ – এন. এন. জাম্বুসারিয়া
২২. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কোন ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল? উঃ – পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
২৩. বিসিসিআই এর গেম ডেভেলপমেন্ট ম্যানেজিং ডিরেক্টর কে নিযুক্ত হলেন? উঃ – ধিরাজ মালহোত্রা
২৪. হোয়াটসঅ্যাপ এর আদলে সেন্ট্রাল গভমেন্টের তৈরি করা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এর নাম কি? উঃ – সন্দেস
২৫.  ফ্লিপকার্ট তাদের গ্রাহকদের গ্রুপ সেফ গার্ড ইন্সুরেন্স পলিসি প্রদান করার জন্য কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করলো? উঃ- আই সি আই সি আই লম্বার্ড 
 

 

২৬. ভারতের কোন  আইআইটি পিমো নামক  টেকসই ইলেকট্রিক স্কুটার  তৈরি করল? উঃ – আই আই টি মাদ্রাস
২৭. সৌদি আরবে ১১ তম আইএএফ ওপেক সিম্পোজিয়াম অব এনার্জি আউটলুকস এ  ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? উঃ –  ধর্মেন্দ্র প্রধান
২৮. ২০২১-২২ সালে জল জীবন মিশন-আরবানকে (জেজেএম-ইউ) কত পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে? উঃ – ২.৮৭ লক্ষ কোটি
২৯. টেলিকম সরঞ্জাম এবং নেটওয়ার্কিং পণ্য উৎপাদন এর জন্য সরকার কত টাকা পিএলআই স্কিম অনুমোদন করেছে? উঃ – ১২১৯৫ কোটি
৩০.  অক্সফোর্ড ইকোনমিক্স অনুসারে, ২০২১ এ ভারতের আনুমানিক জিডিপি কত? উঃ – ১০.২ %
৩১. কোন কোম্পানি টাইগার এক্স ওয়ান নামক রোবোটিক আল্টিমেট মবিলিটি ভেহিকেল তৈরি করেছে? উঃ – হুন্ডাই মোটর্স
৩২. আইপিএল ২০২১ এর সবচেয়ে মূল্যবান প্লেয়ার কে হলেন?
উঃ – ক্রিস মরিস
৩৩. কোন কোম্পানি আইপিএল 2021 এর টাইটেল স্পন্সর করতে চলেছে? উঃ – ভিভো
৩৪. স্বাধীন ভারতে একজন মহিলা হিসেবে কে প্রথম ফাঁসির সাজা পেতে চলেছে? উঃ – শবনম
৩৫. বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে নিষিদ্ধ করলো কোন দেশ? উঃ – চিন
৩৬. ২০২০ তে ট্রি সিটি অব ওয়ার্ল্ড এর স্বীকৃতি পেয়েছে কোন ভারতীয় শহর? উঃ – হায়দ্রাবাদ
৩৭. ডিআরডিও সম্প্রতি দেশীয়ভাবে বিকশিত হেলিনা এবং ধ্রুবস্ত্র  নামক দুটি  ক্ষেপণাস্ত্র সিস্টেম পরীক্ষা করেছে। দুটি ক্ষেপণাস্ত্র কোন ধরণের ক্ষেপণাস্ত্র? উঃ – অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল
৩৮. জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উপদেষ্টা কমিটির সভাপতির পদে কাকে নিয়োগ করা হয়েছে? উঃ – অজয় মলহোত্রা
৩৯. কে  কোন ভারতীয় জাহাজ নৌ প্রতিরক্ষা প্রদর্শনী (এনএভিডেক্স ২১) এবং আন্তর্জাতিক প্রতিরক্ষাতে অংশ নিচ্ছে? উঃ – আই এন এস প্রলয়
 

 

৪০. সিএসআইআর ভারতে স্বাস্থ্য গবেষণা প্রচারের জন্য কোন সংস্থার সাথে সহযোগিতা করেছে? উঃ – বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন
৪১. ৮২ তম সিনিয়র জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক খেতাব অর্জন করেছেন কে?  উঃ – মনিকা বাত্রা
৪২. ২০২১ সালের বিশ্ব বেতার দিবসের মূল বিষয়বস্তু কি ছিল? সম্প্রতি কোন রাজ্য “ফ্রি গিফট মিল্ক টু গার্ল স্টুডেন্টস” স্কিম চালু করেছে?  উঃ – সিকিম
৪৩. ভারতের প্রথম ইলিউশান মিউজিয়াম কোথায় তৈরি হয়েছে?  উঃ – দিল্লী
৪৪. অস্ট্রেলিয়ান ওপেন ২০২১ টেনিস শিরোনাম এ সেরা খেলোয়াড়ের কে হয়েছেন? উঃ – নোভাক জোকোভিচ
৪৫. ভারত সরকার হাইড্রোজেনের উপরে একটি গবেষণাকেন্দ্র স্থাপনের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে? উঃ – নরওয়ে
৪৬. কোন খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেন ২০২১-র মহিলাদের একক শিরোপা পেয়েছেন? উঃ – নাওমি ওসাকা
৪৭. প্রথম বারের মত ‘পূর্ব ভারতের স্কিল ইউনিভার্সিটি’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কোন রাজ্যে? উঃ – আসাম 
৪৮. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন রাজ্যে ধুবড়ি ফুলবাড়ী সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন? উঃ – আসাম
৪৯. ভারত এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনী সম্প্রতি কোন অঞ্চলে তাদের প্যাসেজ অনুশীলন (পাসসেক্স) করেছে? উঃ – আরব সাগর
৫০. প্রধানমন্ত্রী মোদি কোন রাজ্যে ৫০ মেগাওয়াট কসরগোদ সোলার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন? উঃ – কেরালা
৫১. ভারত সম্প্রতি কোন দেশের সাথে ভিসা সুবিধার্থে এবং চামড়া প্রযুক্তি সম্পর্কিত চুক্তি করেছে উঃ – ইথিয়োপিয়া

 

 

 

 

 

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহ পিডিএফ বাংলা

 

PDF logo

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।