আজকের পাঠে বিগত প্রাইমারি টেট, বিষয় – গণিত – ২০১৩ এর আগত প্রশ্ন ও উত্তর গুলি নিয়ে আলোচনা করা হলো। এই বিভাগ গুলি থেকে মোট ৩০ নম্বরের ৩০ টি করে মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ৪ টি করে বিকল্প থাকবে। এর মধ্যে থেকে পরীক্ষার্থীদের সঠিকটি নির্বাচন করতে হবে। ২০১৩ সালে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল মোট ১০০ নম্বরের এবং প্রতি বিষয়ে ২০ নম্বরের ২০ টি করে প্রশ্ন ছিল। আগত প্রাইমারি টেটের পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা আজ বিগত ২০১৩ সালের গণিত বিষয়ের সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম এবং এর প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে তুলে ধরলাম।
প্রাইমারি টেট ২০১৩ গণিত |
|
বিগত প্রাইমারি টেট ২০১৩ সাল এ কি ধরনের প্রশ্ন এসেছে তার ধারণা পেতে অবশ্যই এই বিভাগটি অনুসরণ করুন। প্রার্থীরা অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে বিনামূল্যে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন। | |
কয়েকটি প্রশ্নের উদাহরণ |
|
প্রশ্ন |
উত্তর |
১) একটি ব্যাগে ১০ পয়সার এবং ২৫ পয়সার মুদ্রা আছে। যদি বেগে মোট ৬০ টি মুদ্রা থাকে এবং মোট ১৩.৫০ টাকা থাকে, তাহলে ১০ পয়সার মোট মুদ্রা আছে কতগুলি ?
ক. ২৩ খ. ৩১ গ. ১৩ ঘ. ২২ |
গ. ১৩ |
২) কোন সংখ্যাকে ২৫ দ্বারা গুন করার জন্য একজন বালক কে বলা হলো, সে সংখ্যাটি কে ৫২ দ্বারা গুন করল এবং প্রকৃত সংখ্যা থেকে ৩২৪ বেশি পেল। সংখ্যাটি কত হবে –
ক. ১২ খ. ১৫ গ. ২৫ ঘ. ৫২ |
ক. ১২ |
৩) একটি দুই অঙ্কের সংখ্যা আছে যার দশকের ঘরের সংখ্যা t এবং এককের ঘরের সংখ্যা U, অংকটি U এর ডান দিকে বসানো হলে নতুন সংখ্যাটি হবে।
ক. 100t + 10u + 1 খ. 10t + U + 1 গ. 10t + U + 100 ঘ. 100t + U +1 |
ক. 100t + 10u + 1 |
৪) y এর x % এবং x এর y % এর ভাগফল হল –
ক. 1/xy খ. xy গ. x/y ঘ. 1 |
ঘ. 1 |
সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন
|
|
|