প্রাইমারি টেট ২০১৫ সাল গণিত

 

 

আজকের পাঠ এ বিগত প্রাইমারি টেট ২০১৫ সাল এর গণিত বিষয়ের আগত প্রশ্ন-উত্তর গুলি নিয়ে আলোচনা করা হলো। এই বিভাগ থেকে মোট ৩০ নম্বরের ৩০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য টি করে বিকল্প থাকবে। এর মধ্যে থেকে পরীক্ষার্থীদের সঠিকটি নির্বাচন করতে হবে। আগত প্রাইমারি টেটের পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা আজ বিগত ২০১৫ সালের গণিত বিষয়ের সমস্ত প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে তুলে ধরলাম।

 

প্রাইমারি টেট ২০১৫ সাল / বিষয়- গণিত 

বিগত প্রাইমারি টেট ২০১৫ সাল এ কি ধরনের প্রশ্ন এসেছে তার ধারণা পেতে অবশ্যই এই বিভাগটি অনুসরণ করুন। প্রার্থীরা অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে বিনামূল্যে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন।

কয়েকটি প্রশ্নের উদাহরণ

প্রশ্ন

উত্তর

১) একটি চিড়িয়াখানায় বাঁদরদের খাওয়ানোর জন্য ৫৯৯ কলা আছে। একটি বাঁদরের কমপক্ষে এক ডজন কলা প্রয়োজন।  সবচেয়ে বেশি সংখ্যক কতগুলি বন্দর কেউই কলা গুলি ভাগ করে দেওয়া যাবে ?

      ক)  ৫৯৯ 

     খ) ১২ 

     গ) ৪৯

     ঘ) ৫০

 গ) ৪৯
২) ৩ জন পূর্ণ বয়স্ক ব্যক্তি ও ৫ জন বালক কোন একটি কাজের ১৯ / ২০  অংশ ৩ দিনে সম্পন্ন করে ; ৪ জন পূর্ণ বয়স্ক ব্যক্তি ও ৮ জন বালক ওই কাজের ১৪ / ১৫  হংস অংশ ২ দিনে সম্পন্ন করে;  একজন বালক কত সময় সময়ে ওই কাজ সম্পন্ন করবে ? 

     ক) ২০ দিনে 

     খ) ৩০ দিনে 

     গ) ৩৫ দিনে  

     ঘ) ৪০ দিনে

খ) ৩০ দিনে 
৩) ৩৬১, ৫২১ এবং ৮১১  এর লসাগু হল – 

     ক) ৭ 

     খ)

     গ) ১৯ 

     ঘ) ১৭ 

 খ) ১ 
৪) ছয়টি অংক দ্বারা প্রকাশিত কোন বৃহত্তম সংখ্যা এবং কোন ক্ষুদ্রতম সংখ্যা ২৭, ৪৫, ৬০, ৭২, ও ৯৬  দ্বারা বিভাজ্য ?

     ক) ৯৯৭৯২০ , ২০৩৬৮০ 

     খ) ৯৯৮৯২০ , ২০৩৬৮০

     গ) ৯৯৭৯২০ , ১০৩৬৮০

     ঘ) ৯৯৮৭২০ , ১০৩৬৮০ 

গ) ৯৯৭৯২০ , ১০৩৬৮০
৫) সংখ্যাগুলি তে ফাঁকা জায়গায় কোন কোন অংক বসালে সংখ্যাগুলি ৯ দ্বারা বিভাজ্য হবে ?  সংখ্যা গুলি হল

      ৩০*৪ , ৫৭৩*১ , *৬৭০৮ , ৮৩৬*৫৭ 

     ক) ৯, ২, ৬, ৭

     খ) ২, ২, ৬, ৭

     গ) ২, ৯, ৬, ৭ 

     ঘ) ২, ২, ৬, ৯

 খ) ২, ২, ৬, ৭

 

 

 

 

সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করে নিন

 

  • বিষয় গণিত 

ডাউনলোড পিডিএফ ফাইল

 

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।