November-1-st-week

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, নভেম্বর ২০২১, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-১১-২০২১ তারিখ থেকে ০৭-১১-২০২১ তারিখ পর্যন্ত নভেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – নভেম্বর, সপ্তাহ – প্রথম, (০১-১১-২০২১ থেকে ০৭-১১-২০২১)

√  ১) সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন?  উঃ- মিতালি রাজ

  ২) কোন রাজ্য মখ্যমন্ত্রী আবাস ভূ-অধিকার যোজনা চালু করল? 

উঃ-মধ্য প্রদেশ
  ৩) কোন দেশে বিশ্বের বৃহত্তম হাইড্রোজেন ফুয়েল সেল পাওয়ার প্লান্ট চালু হয়েছে? উঃ- দক্ষিণ কোরিয়া
  ৪) বর্তমান সময়ে, বাজার মূলধনের দিক থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিকলি ট্রেডিং কোম্পানি কোনটি?  উঃ- Microsoft
  ৫) ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইব্যুনাল এর নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- Justice Ashok Bhushan
  ৬) বিশ্ব স্বাস্থ্য সংস্থা  এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Tedros Adhanom
  ৭) কোন কোম্পানি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা পেল?  উঃ- মাইক্রোসফট
  ৮) কোন দেশ G20 শীর্ষ সম্মেলন ২০২১ এর আয়োজন করেছিল? উঃ- ইটালি
  ৯) ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট তুশিল সম্প্রতি কোন দেশে চালু হয়েছে? উঃ- রাশিয়া
  ১০) কোন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান মেঘালয় রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের উন্নতির জন্য ভারতের সাথে  40 মিলিয়ন ডলার এর চুক্তি স্বাক্ষর করেছে? উঃ- বিশ্ব ব্যাঙ্ক

 

 

  ১১) অক্সফোর্ড ইংরেজি অভিধান কর্তৃক ২০২১ সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে কোন শব্দটি নির্বাচিত হয়েছে? উঃ- Vax
  ১২) কোন দেশ ২০২১ সালের বার্ড অফ দ্য ইয়ার হিসাবে তার দেশীয় দীর্ঘ-লেজ বিশিষ্ট বাদুড় কে বেছে নিয়েছে? উঃ- নিউ জিল্যান্ড
  ১৩) সম্প্রতি কোন দেশে ২৬ তম ইউনাইটেড নেশানস ক্লাইমেট চেজ্ঞ কনফারেন্স আরম্ভ হল?  উঃ- স্কটল্যান্ড
  ১৪) FICCI এর নতুন ডিরেক্টরর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Arun Chawla
  ১৫) সম্প্রতি IRCTC যাত্রীদের যোগাযোগের ক্ষেত্রে সুবিধার জন্য কোন কাম্পানির সাথে চুক্তি করেছে? উঃ- True Caller
  ১৬) কোন ভারতীয় জনহিতৈষী এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২১-এ শীর্ষে রয়েছেন? উঃ- Azim Premji
  ১৭) কোন জীবন বীমা কোম্পানি এক্সাইড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০০% শেয়ার অধিগ্রহণ করছে? উঃ- HDFC Life Insurance
  ১৮) ২০২১ সালে কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছে? উঃ- ৩৫
  ১৯) ২০২১ সালে কতজন খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে? উঃ- ৫ জন
  ২০) ভারতের প্রথম ওপেন-এয়ার রুফটপ ড্রাইভ-ইন মুভি থিয়েটার কোন শহরে উন্মোচিত হয়েছে? উঃ- মুম্বাই

 

 

  ২১) কোন বিশ্ববিদ্যালয় ২০২১ সালে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি জিতল?  উঃ- পাঞ্জাব বিশ্ববিদ্যালয়
  ২২) PhonePe কর্তৃক চালু করা টোকেনাইজেশন এর নাম কী? উঃ- SafeCard
  ২৩) ভারত কার্বন নিরপেক্ষ হতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং COP26 শীর্ষ সম্মেলনে কোন বছরের মধ্যে শূন্য কার্বন নির্গমণ এর লক্ষ্যমাত্রে স্থাপন করেছে?  উঃ- ২০৭০
  ২৪) বহুজাতিক ‘ব্লু ফ্ল্যাগ-২০২১’ এয়ার কমব্যাট এক্সারসাইজ কোন দেশ আয়োজন করেছিল? উঃ- ইজরায়েল
  ২৫) সম্প্রতি সার্চ ইজ্ঞিন সংস্থা ইয়াহু কোন দেশে তাদের পরিষেবা বন্ধ করল? উঃ-  চিন
  ২৬ ২০২১ AIBA পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫৪ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন কোন ভারতীয় বক্সার? উঃ- আকাশ কুমার
  ২৭) BCCI ভারতীয় পুরুষ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করেছে? উঃ- রাহুল দ্রাবিড
  ২৮) ভারতীয় বিমান বাহিনীর কোন স্কোয়াড্রন ব্লু ফ্ল্যাগ 2021 আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? উঃ- Mirage 2000s
  ২৯) ভারতের কোন রাজ্যে এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হল তৈরি হয়েছে?  উঃ- জম্মু-কাশ্মীর
  ৩০) কোন দিনটিতে প্রতি বছর বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালিত হয়ে থাকে?  উঃ- ৫ নভেম্বর

 

 

  ৩১) কোন দেশ Guangmu নামক পৃথিবীর প্রথম আর্থ সাইন্স স্যাটেলাইট চালু করল?  উঃ- চিন
  ৩২) সম্প্রতি কোন ওয়েস্ট ইন্ডিস ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন?  উঃ- DJ Bravo
  ৩৩) সম্প্রতি ভারত ছাড়া কোন দেশ দীপাবলি তে ছুটির জন্য বিল পাশ করতে চলেছে?  উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র
  ৩৪) কোন রাজ্য “Kumaon Chyura oil” এর জন্য জি আই ট্যাগ পেয়েছে?  উঃ- উত্তরাখন্ড

 

Weekly current affairs 2021 PDF November 1st week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।