Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, অক্টোবর ২০২১, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-১০-২০২১ তারিখ থেকে ২২-১০-২০২১ তারিখ পর্যন্ত অক্টোবর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – অক্টোবর, সপ্তাহ – তৃতীয়, (১৬-১০-২০২১ থেকে ২২-১০-২০২১)

√  ১) ২০২১ এর আই পি এল জিতল কোন দল?  উঃ- চেন্নাই সুপার কিংস

  ২) কোন দেশ নবায়নযোগ্য শক্তি (renewable energy) ইনডেক্স এ প্রথম স্থানে রয়েছে? 

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র
  ৩) সম্প্রতি ভারতের কোন রাজ্যের kalamkari পেইন্টিং এবং kallakurichi কাঠের ভাষ্কর্য জি আই ট্যাগ পেল?  উঃ- তামিলনাড়ু
  ৪) এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড এর নতুন সি ই ও পদে কে নিযুক্ত হলেন?   উঃ- অরুন কুমার মিশ্র
  ৫) গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) ২০২১ এ ভারতের স্থান কত? উঃ- ১০১
  ৬) ২০২১-২২ সালের জন্য ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ- Sajjan Jindal
  ৭) ২০২১-২২ সালের এর জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) নবনিযুক্ত চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? উঃ- AK Goel
  ৮) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি ও বেসরকারি খাতের উৎস থেকে উত্থাপিত উন্নয়নশীল দেশগুলোর জন্য ভারত ও যুক্তরাষ্ট্র কত পরিমাণ অর্থ বিনিয়োগ এর প্রতিশ্রুতি দিয়েছে? উঃ- ১০০ বিলিয়ন মার্কিন ডলার
  ৯) ২০২১ সালে কোন কোম্পানি ফোর্বস পত্রিকা কর্তৃক বিশ্বের সেরা নিয়োগকারী কোম্পানি হিসেবে সণাক্তকৃত হয়েছে? উঃ- স্যামসং ইলেকট্রনিক্স
  ১০) ২০২১ সালে কোন ভারতীয় কোম্পানি ভারতীয় কর্পোরেটদের মধ্যেফোর্বস পত্রিকা কর্তৃক বিশ্বের সেরা নিয়োগকারী কোম্পানি হিসেবে সণাক্তকৃত হয়েছে? উঃ- রিলায়েন্স ইন্ডাস্ট্রিস

 

 

  ১১) কোন কোম্পানি UFill নামে একটি স্বয়ংক্রিয় রিফুয়েলিং প্রযুক্তি চালু করেছে? উঃ- ভারত পেট্রোলিয়াম কর্পোরেশান লিমিটেড
  ১২) ভারতের প্রথম অটল কমিউনিটি ইনোভেশন সেন্টার (ACIC) কোন শহরে চালু হয়েছে? উঃ- জয়পুর
  ১৩) সম্প্রতি কোন রাজ্য সরকার SWARAKSHA প্রোজেক্ট চালু করল?  উঃ- মণিপুর
  ১৪) কোন রাজ্য মিন্ডোলি কলা এর জন্য জি আই ট্যাগ পেল?  উঃ- গোয়া
  ১৫) কোন খেলোয়াড় ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অরেঞ্জ ক্যাপ খেতাব জিতেছেন? উঃ- Ruturaj Gaikwad
  ১৬) আইপিএল ২০২১ এ পার্পল ক্যাপ শিরোপা কে জিতেছেন? উঃ- Harshal Patel 
  ১৭) ভারতিয় পুরুষ ক্রিকেট দলের নতুন হেড কোচ পদের দায়িত্ব কে নিলেন?  উঃ- রাহুল দ্রাবিড
  ১৮) ভারতের কোন রাজ্য প্রথম ২ থেকে ১৮ বছর বয়সী বাচ্চাদের কোভিড টিকাকরণ শুরু করল?  উঃ- তামিলনাড়
  ১৯) কোন গ্রহাণু নিয়ে গবেষণা করতে নাসা লুসি মিশন চালু করেছে ? উঃ- Trojan asteroids
  ২০) কোন রাজ্য সরকার বাড়ির মালিকানা অধিকার প্রদানের জন্য ‘মেরা ঘর মেরে নাম’ স্কিম চালু করেছে? উঃ- পাঞ্জাব

 

 

  ২১) অপরিশোধিত তেল কেনার জন্য ভারত শ্রীলঙ্কা সরকার কে কত পরিমাণ অর্থ প্রদান করতে চলেছে?   উঃ- ৫০০ মিলিয়ন মার্কিণ ডলার
  ২২) ভারতের কোন স্বাস্থ্য সংস্থ্যা হেলদি স্মাইল নামক অ্যাপলিকেশান চালু করল?  উঃ- AIIMS
  ২৩) ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশান এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?  উঃ- জয়ন্ত পাটিল
  ২৪) নীতি আয়োগ কোন সংস্থার সাথে যুক্ত হয়ে ভারতের জিওস্পেশিয়াল এনার্জি ম্যাপ চালু করতে চলেছে? উঃ- ISRO
  ২৫) ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এনআরডিসি) নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে শপথ নিয়েছেন? উঃ- Amit Rastogi 
  ২৬ সম্প্রতি গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড ২০২১ কে পেলেন?  উঃ- Aadhyaa Aravind Shankar
  ২৭) সম্প্রতি কোন রাজ্য সরকার আঙ্গনওয়ারি অন হুইলস নামক ক্যাম্পেইন চালু করল? উঃ- দিল্লী
  ২৮) সম্প্রতি ভারতের কোন সংস্থা ই-পি এল আই বন্ড চালু করল?  উঃ- ভারতীয় পোষ্ট
  ২৯) সম্প্রতি লারসেন অ্যান্ড টিউব্রো এডুটেক এর সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- সব্যসাচি দাস
  ৩০) কোন ব্যাংক Abacus 2.0 নামক নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? উঃ- RBL Bank

 

 

  ৩১) ২০২১ সালে মার্সার সিএফএস গ্লোবাল পেনশন ইনডেক্স সার্ভে তে ভারতের স্থান কত? উঃ- ৪০
  ৩২) সাম্প্রতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিপোর্ট অনুসারে, বিশ্বের কোভিড-১৯-এর পরে কোন রোগটি দ্বিতীয় মারাত্মক সংক্রামক ঘাতক হিসাবে পাওয়া গেছে? উঃ- টিউবারকিউলোসিস
  ৩৩) জম্মু ও কাশ্মীর সরকার রিয়েল এস্টেট উন্নয়ন, শিল্প পার্ক এবং অন্যান্য ব্যবসায়িক উদ্যোগ উন্নয়নের জন্য কোন বিদেশী সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? উঃ- দুবাই
  ৩৪) অ্যাসোসিয়েশান অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?  উঃ- এ. বালাসুব্রমনিয়ান
  ৩৫) গ্লোবাল ফুড ইনডেক্স এ প্রথম স্থানে রয়েছে কোন দেশ?  উঃ- আয়ারল্যান্ড
  ৩৬) সম্প্রতি কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন?  উঃ- James Pattinson
  ৩৭) ডঃ এ পি জে আব্দুল কালাম প্রেরনা স্থল কোথায় উদবোধন করা হল?  উঃ- বিশাখাপত্তনম
  ৩৮) ২০২১ সালে আর্থশট পুরস্কার পেলেন কে?  উঃ- বিদ্যুত মোহন
  ৩৯) কোন খেলোয়াড় পুরুষদের একক ইভেন্টে ২০২১ BNP পারিবাস ওপেন টেনিস টুর্নামেন্ট এ প্রথম স্থান অধিকার করেছেন? উঃ- Cameron Norrie
  ৪০) গ্লোবাল ফুড সিকিউরিটি (জিএফএস) ইনডেক্স ২০২১ এ ভারতের স্থান কত? উঃ- ৭১

 

  ৪১) কোন দেশ সহিংস মাদক অপরাধ বৃদ্ধির কারণে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে উঃ- ইকুয়েডর
  ৪২) কোন খেলোয়াড় ২০২১ সালে বিএনপি পরিবাস ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা একক শিরোপা জিতেছেন? উঃ- Paula Badosa
  ৪৩) কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) চলচ্চিত্রের শুটিং শুরু করেছে? উঃ- রাশিয়া
  ৪৪) ভারতে রাশিয়ান চলচ্চিত্র উৎসবের দূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ- Imtiaz Ali
  ৪৫) ভারতে OnePlus-এর CEO এবং OnePlus ইন্ডিয়া এর আঞ্চলিক প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছে? উঃ- Navnit Nakra
  ৪৬) ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন (IWF) এর নবনিযুক্ত সভাপতির নাম কি? উঃ- সহদেব যাদব
  ৪৭) কোন ভারতীয় ব্যবসায়ী সংযুক্ত আরব আমিরাতের প্রথম স্বাধীন ডিজিটাল ব্যাংক ZAND- এ বিনিয়োগ করার ঘোষণা করেছেন? উঃ- কুমার মঙ্গলম বিড়লা
   

 

 

Weekly current affairs 2021 PDF October 3rd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।